নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

চোখের সামনে তারা চোখের আঙুল তারা

২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

গৃহহীনদের নিয়ে Nuno Rocha নামে একজন পর্তুগীজ পরিচালকের বানানো ছোট্ট একটা মুভি দেখে প্রচণ্ড আলোড়িত সকাল থেকে। মুহূর্তের মধ্যে আবেগের বড়ধরণের পরিবর্তন ঘটানোর মত ক্ষমতা এই ৭ মিনিটের ভিডিওটার মধ্যে আছে।

আমাদের শহরে বৃদ্ধ ও শিশুদের ফুটপথে ঘুমাতে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ব্যক্তিগত ও জাতিয় আবেগে তারা দু:খ তৈরী করতে পারে না। এদের বেশীরভাগই হতদরিদ্র ও নানান রোগে আক্রান্ত থাকে তারপরেও তারা আমাদের ব্যাথাতুর করতে পারে না। চোখের সামনে তারা আছে চোখের ভেতরে আঙুল দিয়ে। কিন্তু সে আঙুলকে আমরা আড়াল করে চলতে শিখেছি।

এই ভিডিও দেখে আমি একটু দু:খ ভারাক্রান্ত হয়েছি বটে, তবে সেই অনুভূতির তীব্রতার স্থায়িত্ব ছিলো মাত্র অল্প কয়েক মিনিট। রেশটুকুও থাকবে না। কিন্তু কারো হয়তো থাকবে...কেউ হয়তো পাল্টে দিবে এই অসহনীয় দৃশ্যপট, সেই আশায়.....


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:



৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখেছে মুহিত সাহেব, উনার সমান বয়স্ক লোক রাস্তায় ঘুমায়, ১ মাসের বাচ্ছাকে বুকে নিয়ে মা রাস্তায় ঘুমায়; মুহিতের মাথায় ড্রেনের পানি ঢালার দরকার।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: স্বাধীনতার এত বছর পরও বহু লোক রাস্তায় ঘুমায়। তাদের জন্য আমার খুব কষ্ট হয়।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আম্লিগের কাজই বিম্পির পশ্চাদ্দেশে লেগে থাকা। দেশ আর মানুষ গোল্লায় গেলেও তাদের সমস্যা নাই।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

বেনামি মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন: ৩৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখেছে মুহিত সাহেব, উনার সমান বয়স্ক লোক রাস্তায় ঘুমায়, ১ মাসের বাচ্ছাকে বুকে নিয়ে মা রাস্তায় ঘুমায়; মুহিতের মাথায় ড্রেনের পানি ঢালার দরকার। পানি মুহিত সাহেবের মাথায় থাকবে না, যেই পিছল মাথা!
সেমভাবে তাতর মাথার ভেতরের যে ব্রেন তাতে গরীবলোকেদের জন্য ভাবনা ও থাকে না। তাদের ব্রেন পিছল না শুধু, কর্দমাক্ত ও।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমরা যারা এসব দেখি বা ওসব মানুষের কথা ভাবি তারা চাইলেই ঐ মানুষগুলার জন্য কিছু করতে পারবোনা।
যারা করতে পারবে বা যাদের সাধ্য আছে তারা ওসব মানুষের কথা ভাবে না।

তাদের ভাবাতে বাধ্য করতে হবে!

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

আখেনাটেন বলেছেন: অসাধারণ। কিন্তু আমাদের এখানে শেষটা এত মিষ্ট নাও হতে পারে। হয়ত পুলিশের লাঠির বাড়ি কিংবা অন্য উপায়ে বিতাড়ন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

আরিফ রুবেল বলেছেন: ঢাকা শহরে এত মসজিদ তাহলে মানুষ কেন রাস্তায় ঘুমায় ? এরা নোংরা, নেশাখোর বলে, মসজিদ নোংরা করবে বলে ?
কিংবা এই যে এত টাকা পয়সা খরচ করে এত পিছলা পিছলা চকচকে ফুটপাথ করা হচ্ছে সেখানে কেন এদের ঘুমুতে দেয়া হয় না ? রাস্তা দখল করে পার্কিং চলবে, কিন্তু হকার দোকান বসালে কিংবা ছিন্নমূলেরা ফুটপাতে শুলে নগরের সৌন্দর্যহানি হয়।

ফিল্মটার থিম সুন্দর, যাদেরকে আমরা ছিন্নমূল বলি, নেশাখোর বলি তারা জন্ম নিয়েই এরকম ছিল না। তাদের এরকম হওয়ার পেছনে অনেক গল্প আছে। আবার এদের প্রত্যেকের পরিবারে আলাদা আলাদা গল্প আছে। আমরা সেগুলো দেখি না, দেখতে চাই না। কারণ দেখতে গেলে দায়টা কিছুটা আমাদের উপরও বর্তায়।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

আমি তনুর ভাই বলেছেন: ৩ জন সাংসদ ঘুমায় আলিশান বাড়িতে, আর এই বাড়িগুলার জোগান জোগায় সকল ভোটাররা। ৩শ জনের বিপরীতে ২কোটি ভুমিহীন এই দেশে। সাধীনতার ৫০বছর পরে যদি একজন লোক ও রাস্তায় থাকে তাহলে সাধীনতা নামের কোন মানেই হয়না।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সুমন কর বলেছেন: সব সম্ভব আর অসম্ভবের দেশ, আমাদের এই দেশ। সুতরাং, মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলবে না।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

কাতিআশা বলেছেন: দেশের স্থপতী, ডেভেলপার এবং ল-মেকারদের যৌথ উদ্যগে নিম্ন মূল্যের বাসস্থান (Low cost housing) এর পরিকল্পনা, অনেকটা গহহীনদের সমস্যা কাটিয়ে উঠতে পারে..এর জন্য প্রচুর সেচ্ছাসেবক দরকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.