নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একসময়ে বাংলা ব্লগ দিবস থাকবে একটা এই দেশে এটা আসলে আমি কখনই কল্পনা করি নি। এমনিতেই অ্যাডভান্স কল্পনা করার একটা বাতিক আছে প্রত্যেকটা মানুষের কিন্তু তাই বলে এটা অত সহজ কল্পনাও মনে হয়নি। কিন্তু পৃথিবীতে কল্পকাহিনীর চেয়ে দ্রুত অনেক কিছু ঘটে যায় কখনও। যেমন আগামী এক দশকের মধ্যে রোবোট পথচারীদের সাথে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট শেয়ার করতে হবে, অথচ তাও হয়তো এখনও কল্পনায় নেই আমার।
কিন্তু বাংলা ব্লগ দিবস হয়ে গেছে প্রতিষ্ঠিত আরো আগেই, এখন সেটা উদযাপনের কয়েক বর্ষও গত হয়েছে। প্রথম কয়েক বছর ব্লগ দিবস অনেক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হতে দেখেছি। আমি স্বশরীরে উপস্থিতও ছিলাম। এখন কি ব্লগাররা আর ব্লগ থেকে বের হয়ে কোথাও সামনাসামনি দেখা করে? আড্ডা মারে?
আমরা শাহবাগ পাবলিক লাইব্রেরীর লাল সিড়িতে বসে অনেক আড্ডা মেরেছি। কয়েক ধাপ সিড়ি জুড়ে নানান বর্ণের অপরিচিত মুখের ব্লগাররা খলবলিয়ে কথা বলতো। এখন কি তেমন কিছু হয়?
ব্লগমাতা, মডু তারা কি ভালো আছে?
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
ওমেরা বলেছেন: জী ব্লগে আজকে ঈদ ঈদ মনে হচ্ছে । খুব ভাল লাগছে, আপনার লিখা না, ব্লগ দিবস।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
চানাচুর বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
কৌশিক বলেছেন: আপনাকে দেখেও ভালো লাগলো চানাচুর।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
চাপাতির কোবাকুবি, কিছু ব্লগারদের উল্লাস।
কিছু ক্রসফায়ার-গুম করার পর চাপাতিবাজি প্রায় সম্পুর্ন বন্ধ।
এখন ব্লগারদের সাহসী হওয়া উচিৎ।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৭
এলিয়ানা সিম্পসন বলেছেন: What's up?
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো, একজন পুরনো ব্লগারের এ সামান্য স্মৃতিচারণটুকু পড়েও।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
কৌশিক বলেছেন: আরে কি বলেননন। আপনার মন্তব্য উৎসাহ দিলো। অনেক ধন্যবাদ।
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: প্রায় সাড়ে এগার বছর আগে লেখা আপনার প্রথম পোস্টটা পড়ে এলাম। ভাল লেগেছে। + +
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সবাই ভালো আছেন। অথচ কারও কারও ভালো থাকাটা খুবই কঠিন হয়ে গিয়েছিল। ব্লগ দিবস একটি আছেই। সব বছর এক যায় না। হয়তো এমন দিন আসবে, তখন আমরা আরও গভীর মমতায় ব্লগ দিবস পালন করতে পারবো। তখন আপনাদের মতো পুরাতনেরা আমাদের মঞ্চ জুড়ে বসে থাকবেন আর বলবেন পুরাতন দিনের গল্পগুলো। শুভেচ্ছা....কৌশিক ভাই। সামু অফিসে আমাদের স্বল্পদৈর্ঘ্য আড্ডাটির কথা মনে করার চেষ্টা করছি
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ দিবসের অনুষ্ঠান মিস করছি।