নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাস হলে ভালো হতো। প্রাণীর প্রাণ আমার না থাকলে ভালো হতো। অথবা ঘাস না হয়ে মাটি হলে ভালো হতো। বা পাথর। মাটি-পাথর হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। আমরা মরে গিয়ে যা হবো! মাটিদের আলাদা করলেও মাটি। কিছু মাটি বিচ্ছিন্ন হলেও মাটিরা সম্পূর্ণ থাকে, কমে না তাদের কিছুই। অথচ আমাদের কেউ মরে গেলে আমরা কম হয়ে যাই।
প্রকৃতি হলে সুন্দর হতাম। বিস্তারিত জীবন হতো আমার। অনন্তকালের প্রাণ হতো। অমরত্ব ছাড়া আর কিছুকে প্রাণময় বলা উচিত না। নিষিদ্ধ করে দেয়া উচিত ভাষাতে। মানুষ প্রাণময় নয় - এমন শিক্ষাই দেয়া হোক জন্মের পর।
মানুষ না হলে আমি মানবিক হতাম। প্রকৃতির ধ্বংস বলতে কিছু নাই। সব আনন্দ-নৃত্য। অ্যাডভেঞ্চার। মানুষের চোখে যা ভয়ঙ্কর প্রকৃতির রুদ্ররোষ - প্রকৃতির তাই মানবিকতা।
প্রকৃতি নিজেকে ধ্বংস করে না। প্রকৃতির খেলায় মানুষ ধ্বংস হয় বলে প্রকৃতিকে অমানবিক বানানোর ছল করছে মানুষ। প্রকৃতি যেনো আর ইচ্ছেমত নিজের সব হাত পা ছুড়ে দৌড়াতে না পারে সেজন্য এখন শেকল পরাতে ব্যস্ত মানুষের পরিবেশ রক্ষা আন্দোলন।
২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩০
আরজু পনি বলেছেন: নীরবতা...
৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: প্রকৃতি হলে সুন্দর হতাম।
মানুষ না হলে আমি মানবিক হতাম
অসাধারণ।
৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫১
ত্রিভুজ বলেছেন:
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮
এফ আই দীপু বলেছেন: আমিও তাই বলি। ধ্বংস বলতে কিছু নেই।
ভাই, আছেন কেমন? কত্তদিন পর? একলগে বিড়ি খাইতে মঞ্চায়।
৬| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন ।
আপনাকে দেখে ভালো লাগলো ।
পুরাতন ব্লগার ফিরে আসছে দেখে ভালো লাগছে ।
ব্লগ দিবসের শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৬:২৮
তার আর পর নেই… বলেছেন: ঘাস হলে ভালো হতো অথবা মাটি অথবা ……
এরকম যদি হওয়া যেতো তাহলে ভালোই হতো।
অন্যরকম লাগলো লেখাটা, ভালো