নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কৃষকের বাড়িতে গেলাম। ভাত খেলাম। মুরগী দিয়ে। বেগুন আর চাপিলা মাছ ভাজি। একটা ঘর কাম বেড রুম কাম ড্রয়িং রুম কাম ডাইনিং রুমের ভেতরে বিশাল একটা তক্তাপোষের সাইডে থাকা টেবিলে প্লেট রেখে। চেয়ারে বসে। কৃষক খেলো মাটির ফ্লোরে ফ্রি'তে। নিজের পুকুরের মাছ, নিজের ক্ষেতের চাল আর সবজি খাওয়ালো কৃষক। সারা বছরের ধান তার গোলায় ভরা, সারা বছরের মাছে তার পুকুর পূর্ণ। প্রকৃতি ঠাসা তাদের আহারে আর ব্যবহারে। সারাদিন তারা হাঁটে খালি পায়ে, আর সন্ধ্যা হলে পা ধুয়ে স্যান্ডেল পরে। তাদের শিক্ষা নাই তাই তাদের কোনো ধর্মীয় গোঁড়ামি নাই। তাহাদের রাজনৈতিক জ্ঞান নাই, তাই তারা পছন্দের মানুষকেই নির্ভয়ে ভোট দেয়। তারা মাটির মানুষ...আর আমরা সিমেন্টের।
আমাদের শহুরে জীবন ঐ কৃষকের দানের উপরে নির্ভরশীল। তাদের যা উদ্বৃত্ত থাকে সেসব নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। তাও আবার যখন আমাদের প্লেটে আসে তার আগে মাছে মেশে বিষ, চালে মেশে সিমেন্ট। প্রকৃতি আমাদের কাছে আর আসে না। মাঝেমাঝে আমরা প্রকৃতির পা ছুঁয়ে আসি মাত্র।
শহরে যা আমরা তৈরি করেছি তার বেশীরভাগই ঐ কৃষকের প্রয়োজন হয়নি। তার বিনোদনের উপাদান তার প্রকৃতিতে, মাটির ভাষায়, মাটির গানে....তার সুরে। যা সে নিজেই তৈরি করে। সবাই মিলে তৈরি করে, জেনো আনন্দের যৌথখামার!
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
কৌশিক বলেছেন: থ্যাংকসস ভাই পড়ার জন্য।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
কৌশিক বলেছেন: থ্যাংকসস।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
মানবী বলেছেন: "নিজের পুকুরের মাছ, নিজের ক্ষেতের চাল আর সবজি খাওয়ালো কৃষক। সারা বছরের ধান তার গোলায় ভরা, সারা বছরের মাছে তার পুকুর পূর্ণ। প্রকৃতি ঠাসা তাদের আহারে আর ব্যবহারে।"
- বাস্তবতা বিচার করলে দেখা যাবে, কৃষকের জীবনের এই রূপ নিজেদের শহুরে বিলাসী জীবনে যাপন করার লক্ষ্যে আজ শহুরে মানুষেরা মরিয়া হয়ে উঠেছে। বাজার থেকে ফ্রেশ আর অরগ্যানিক শাক সব্জির জন্য সাধারন শাক সব্জি, গোশতের চেয়ে অনেক অনেক বেশি দাম দিয়ে অরগ্যানিক কেনা হচ্ছে। একটু অর্থ বিত্ত হলেই মানুষ একান্ত নিজের ফার্ম হাউজ বানানোর চেষ্টায় মত্ত।
পোস্টে বর্ণিত কৃষকের জীবন আজকে আধুনিক বিশ্বে বড় বেশি কাঙ্খিত।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ কৌশিক।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
কৌশিক বলেছেন: আমিও সেটাই ভাবছিলাম। অর্গানিক ফুড আমাদের কাছে কত রেয়ার আর ওটা তাদের নিত্যদিনে..
থ্যাংক ইউ ঠু পড়ার জন্য।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমাদের শহুরে জীবন ঐ কৃষকের দানের উপরে নির্ভরশীল। তাদের যা উদ্বৃত্ত থাকে সেসব নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়।
তাদের উদ্বৃত্ত থাকে না ভাই। তাদের নিজের ভাগেরটাও শহুরেদের দিয়ে দিতে হয় কেবল বাঁচার তাগিদে। কৃষকের জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে।
" ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই।
ও ভাইরে ও ভাই কত রঙ্গ দেখি দুনিয়ায়" ........ গ্রেট সত্যজিৎ রায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
কৌশিক বলেছেন: ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা সাফার করছে, এটা সত্য কথা।
থ্যাংকস পড়ার ও মন্তব্যের জন্য।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: সিমেন্টও না, আমরা কংক্রিট! কতদিন মাটির কাছাকাছি যাওয়া হয় না!
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
কৌশিক বলেছেন: ইয়েস....আমরা মাটির না। ঘুরে আসেন গ্রামে..
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
রায়হান মজিদ বলেছেন: ভালো লিখেসেন
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
সজল৯৫ বলেছেন: ওদের অতটুকুতেই তৃপ্তির ঢেকুর তুলতে দেখি। তাই ওখানে আর নজর দিয়েন না।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
রাসেল বলেছেন: thanks for your writting. is it fully true in our real life.
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
রক্তিম দিগন্ত বলেছেন: প্রকৃতি
আমাদের কাছে আর আসে না।
মাঝেমাঝে আমরা প্রকৃতির পা ছুঁয়ে
আসি মাত্র
সুন্দর বলেছেন। +
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
পাজল্ড ডক বলেছেন: আমরা অল্পতেই সুখী হতে পারি না, তারা পারে।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: শহরে যা আমরা তৈরি করেছি তার বেশীরভাগই ঐ কৃষকের প্রয়োজন হয়নি। তার বিনোদনের উপাদান তার প্রকৃতিতে, মাটির ভাষায়, মাটির গানে....তার সুরে। যা সে নিজেই তৈরি করে। সবাই মিলে তৈরি করে, জেনো আনন্দের যৌথখামার!
মাঝে মাঝে মনে হয় শহর ছেড়ে চলে যাই ওখানে কিন্তু নিষ্ঠুর সময়ের হাতে বন্দি বলে যাওয়া হয়না।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মিস্ করি গ্রামের জীবন
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫
মহান অতন্দ্র বলেছেন: নিউ ইয়ারের শুভ কামনা। আচমৎকার জীবনবোধ আপনার। ভাল লিখেছেন। ভাল লাগা।
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
আজমান আন্দালিব বলেছেন: হ্যাপী দ্য ম্যান কবিতার কথা মনে পড়ে গেল।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
মাহবুবুল আজাদ বলেছেন: একদিন এমন প্রকৃতি দেখেছি।
আজ তার ইতিহাস নিয়ে গল্প করি- আফসোস।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
প্রামানিক বলেছেন: প্রকৃতি আমাদের কাছে আর আসে না। মাঝেমাঝে আমরা প্রকৃতির পা ছুঁয়ে আসি মাত্র।
কথাগুলো খুব ভাল লাগল। ধন্যবাদ
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
কল্লোল পথিক বলেছেন: চমৎকার বলেছেন আমরা সিমেন্টর মানুষ আর তারা মাটির মানুষ।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লিখেছেন । "চলো গ্রামে ফিরে যাই" ।
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
আবু শাকিল বলেছেন: গ্রামেই থাকি -
গ্রামের মেঠো পথ যখন পিচঁঢালা হয়ে গেছে তখনি গ্রামের মানুষ গুলা বদলে যেতে শুরু করেছে ।
আপনার লেখায় গ্রামকে বেশ ভাল লাগল ।বাস্তবে আমি দেখছি না।
খুব বদলে যাচ্ছে ।
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I am unbanned. I email Jana, but she never replies. What kind of unprofessionalism is this?
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
কৌশিক বলেছেন: এখনও আপনি মনে করেন আমি এই প্লাটফর্মের কিছু? একটা জীবন পুরোই কাটিয়ে দিলেন ভুলের সমুদ্রে। খুবই হতাশাজনক।
২১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫
আহা রুবন বলেছেন: আমরা অনেকেই গ্রামে যাই কিন্তু এসব খাঁটি মানুষদের কাছে উপস্থিত হ্ই শহুরে সেজে। তাই তাদের আসল রূপটি চোখে পড়ে না।
২২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Na, ami sheta mone korina. Ami apnake janai karon apni ekhane onekdin achen. Apni ei platform er kichu hole, ekhaner obostha erokom hoto na.
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
কৌশিক বলেছেন: প্রত্যেকটা মানুষ তার মনের মত করে তার কাজের জায়গাটা গড়ে তুলবে এটাই স্বাভাবিক। কারোটা পছন্দ হবে, কারোটা অপছন্দ হবে। আমার তৈরী করা পরিবেশ আপনার ভালো লাগবে শুনে রোমাঞ্চিত। তবে আমি আবার এখানকার পরিবেশে রোমাঞ্চিত। হাহাহা।
২৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৭:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Apni to hoben e, apni to comment e den na. Jao comment den shob famous bloggerder post a.
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৩
কৌশিক বলেছেন: কমেন্ট করায় সাম্যবাদ চর্চা করতে বলছেন? হাহাহাহা!
২৪| ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৫:৩৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Shammobad ortho janina, sad.
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
কৌশিক বলেছেন: কমিউনিজম। সাম্যবাদ হলো সর্বজনীন ভূমি, সর্বজনীন কলকারখানা, সর্বজনীন শ্রম, সমান অধিকার, কর্তব্যের অধিকার এবং শ্রেণীহীন সমাজ।
কমেন্টের সাম্যবাদ মানে হলো সকলের জন্য কমেন্ট।
২৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ha
২৬| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৫০
শামসুজ্জামান জামান বলেছেন: খুব ভালো কথা লিখেছেন ভাই!
আপনি আমার মনের কথাই বলেছেন।
২৭| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:৩৩
সোনালি কাবিন বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
সুমন কর বলেছেন: প্রকৃতি আমাদের কাছে আর আসে না। মাঝেমাঝে আমরা প্রকৃতির পা ছুঁয়ে আসি মাত্র। -- চমৎকার বলেছেন।