নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

এভারেস্ট দেখতে চাই

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

এভারেস্টকে দেখে আমার আনন্দ হয় শুধু, ভয় হয় না। সরাসরি পাহাড়টার নিচে দাঁড়িয়ে দেখি নি বলেই বোধহয়। তবে কাঠমান্ডু থেকেও দেখি নি। অথচ আমি জানতাম কাঠমান্ডু থেকে এভারেস্ট দেখা যায়। কি ভুল জানতাম! কাঠমান্ডু নামার পরেও আমার ভুল ভাঙেনি। হোটেলে যাবার পথটুকুতে গাড়ি থেকে অতিদূরে অণুবীক্ষণী দৃষ্টি ছুড়েও আমি এভারেস্টের কোনো টিকিটি বের করতে পারি নাই। আশায় ছিলাম শহরের কোনো না কোনো স্থান থেকে দেখা যায়, নইলে কাঠমান্ডুতে মানুষদের চলবে কিভাবে। বা কাঠমান্ডুতে কেনোই বা মানুষজন আসবে। মোটেই আকৃষ্ট করার মত শহর মনে হয়নি আমার কাছে - একমাত্র পাহাড়ের মাঝে একটা বিশাল ভ্যালি যদি কাউকে আকৃষ্ট করে; আমাকে অবশ্য ভ্যালিও আকৃষ্ট করেনি।

পরে জানলাম একমাত্র নাগরকোট থেকে দেখা যেতে পারে, অনেক আশাভঙ্গের পরে। একদিন, নেপালে যাবার বেশ কিছুদিন পরে, কাঠমান্ডু ভ্যালির উঁচু একটা পাহাড়ে চড়তে শুরু করলাম। পাহাড় পেঁচিয়ে ক্রমশ শীর্ষে চলে গেছে মসৃণ পিচের রাস্তা। উপরে যত উঠতে থাকলাম তত শহরের বিশাল বিস্তৃতি স্পষ্ট হতে থাকলো নিচে এবং সরে যেতে থাকলো দূরে। একসময় মেঘ এসে ঢেকে ফেললো শহরটি। নাগরকোটের একদম উঁচু একটা জায়গায় হোটেল। খুব সকালে সেখান থেকে এভারেস্ট দেখা যায়। তবে বর্ষার মেঘের কালে দেখা যায় না। আর আমি গেলাম সেসময়ে। মেঘ ছাড়া আর কিছু দেখা হলো না।

এভারেস্ট আমার দেখা হয়নি আর। কিন্তু যত এভারেস্টের ছবি দেখেছি তত আমার ভেতরে রক্ত নেচে উঠেছে। ফিল্মে দেখে পাগল হয়েছি। ইউটিউবে ঘণ্টার পরে ঘণ্টা ভিডিও দেখেছি। ট্র্যাকিং এর জন্য নয়। সেটি আমার কখনও ইচ্ছে হয়নি। আমার কেবল এভারেস্ট দেখার ইচ্ছেটা আরো বেড়েছে। কোনো দূর স্থান থেকে, হিমালয়ের পাদদেশ থেকে এভারেস্টকে দেখার জন্য আমি মরীয়া হয়ে ছিলাম।

সম্প্রতি এভারেস্ট নামের সিনেমাটি দেখে সর্বোচ্চ আনন্দ পেয়েছি। এভারেস্টকে এত স্পষ্টভাবে আর কোনো ভিডিওতে দেখিনি। সিনেমার অভিযাত্রিরা লুকলা এয়ারপোর্টে নেমে যখন হেঁটে হেঁটে বেজ ক্যাম্পের দিকে যাচ্ছিলো তখন একটা জায়গায় এসে প্রথম এভারেস্টের যে ভিউটা দেখলো - সেটা জেনো আমিও সরাসরি তাদের সাথে থেকে দেখলাম। সিনেমাটিতে এরপর এভারেস্টের নানা অংশ দেখানো হয়। অভিযাত্রীদের গাইড এভারেস্ট শৃঙ্গে উঠে নামার পথে অক্সিজেন সংকটে পতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে। সেই দৃশ্য এবং এভারেস্টের ঝড়ের দৃশ্য দেখে এবং এমন মৃত্যুর ঘটনার ভিডিও পূর্ব থেকেই অনেক দেখে ভয়ঙ্কর কোনো কিছুতে চড়ার সাহস আমার হয়নি, কিন্তু ঐ মৃত্যুও জেনো অপূর্ব মনে হলো। মহামূল্যবান মৃত্যু।

আমি লুকলা এয়ারপোর্ট থেকে বেজ ক্যাম্পের পথটায় হাঁটতে চাই।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

হোসেন মালিক বলেছেন: তো যাচ্ছেন না কেন?

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আবু শাকিল বলেছেন: আপনার এভারেস্ট দেখার ইচ্ছা যেন পূরণ হয় । :)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

শহুরে আগন্তুক বলেছেন: আমিও এভারেস্ট দেখতে যাচ্ছি !! স্টার সিনেপ্লেক্সে /:) :`>

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

সুলতানা রহমান বলেছেন: এভারেস্ট না দেখি, ছবি দেখবো।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

কাবিল বলেছেন: এভারেস্ট দেখতে পারেন বাধা দেবনা।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: সে...ই প্যাশন!

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

মাহ্‌মুদুল হক মুন্সী বলেছেন: ত্রিভূবন এয়ারপোর্ট থেকে আকাশ পরিস্কার থাকলে এভারেস্ট দেখা যায়।

আমি দেখেছি :D

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

সুমন কর বলেছেন: এভারেস্ট মুভিটা ২দিন আগে দেখলাম। ভালো লেগেছে।

আপনার লেখায় ভিন্নতা আছে।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৬

আরজু পনি বলেছেন:

কয়েকদিন আগেই মাত্র মুসা ইব্রাহিম আমার বাচ্চাদের স্কুলে গিয়েছিলেন...
তখন থেকে আমার কন্যার শখ হয়েছে সে এভারেস্টের চূড়ায় উঠতে চায় এই কারণে যে, সেখানে উঠার পর তার এতো কষ্ট লাগবে যে, এরপর থেকে বাংলাদেশকে তার বেশি ভালো ভালো লাগবে এখানে কষ্ট কম এটা বুঝতে পেরে...

পুলাপাইনের শখ মিটাই কেমনে ?
আমার এখন পর্যন্ত দৌড় ওই চিম্বুক পর্যন্ত 8-|

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

সাঈদ সৌদিআরব বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর সামুতে এসে খুজি আপনাদের....

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

আরজু পনি বলেছেন:

নিয়মিত ফেসবুক বা মেইল চেক করেন তো ?

১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: এভারেস্ট দেখতে যান - উঠতে যাইয়েন না আবার। উঠতে গেলে দুইটা কম্বল সাথে নিয়া যাইয়েন। :D :P

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

হাবিব মুন্সি বলেছেন: এভারেস্টে যাওয়া বা তাতে চড়ার চেয়ে মানুষের মন জয় করা আরো কষ্টসাধ্য ব্যাপার, আমার কাছে মনে হয়। তাই যে মানুষের জয় করে চলতে পারে সে এভারেস্ট কেন এর থেকে বড় পাহাড়েও চড়তে তার কোন কষ্ট হবে না।

হ্যা আপনি এভোরেস্ট দেখতে চেয়েছেন ভাল কথা, আপনার আশা পুরণ হোক এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.