নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

মহিষ প্রিয় গাইড - জানি না দেহের রঙ

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

তুমি ছাড়া কখনও একটা দিন ভাবিনি। এটাকে ভালোবাসা বলে না, বলে জীবন। জীবনের জন্য তুমি, কিন্তু আর সব কিছুর জন্য না। ওসবে আছে বাজেট, আছে সায়েন্স। সংবিধান। আদর্শ - উত্তরের সাথে দক্ষিণের সংঘাত। কিন্তু তোমার বেলায় সব নিয়ম-ভাঙা-যাপন।

তুমি ছাড়া মূলত তীব্র জঙ্গিপনা নেই, হারাবার জন্য ন্যুনতম পিছুবোধ নেই। নাটক আছে, অভিনয় আছে। দেহের ভেতরে মহিষ আছে। জাগে কখনও - ভাগে কখনও।

তোমার ভেতরে তৃপ্তি আছে। টলটলে এক গ্লাস শীতল জল আছে।

কি যেনো একটা বস্তু আছে, যার ডাইমেনশনগুলোর ভেতরে আমি আছি।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

চলন বিল বলেছেন: কি লিখছেন আউলফাউল মাথায় কি ডাইরিয়া হইছে ?

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

কৌশিক বলেছেন: আপনার নাম এমন আউলফাউল কেনো? চলন বিল কি কোনো মানুষের নাম হয়? মাথায় কি ডাইরিয়া হইছে?

২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

আরণ্যক রাখাল বলেছেন: বাহ ভাল লেগেছে| চমৎকার

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫

আবু শাকিল বলেছেন: ভাই যা ই লিখেন।পড়তে ভাল্লাগে :)

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

আরজু পনি বলেছেন:

দারুন কবিতাতো...নাকি মুক্ত গদ্য
তুমি ছাড়া মূলত তীব্র জঙ্গিপনা নেই, হারাবার জন্য ন্যুনতম পিছুবোধ নেই।...এইটা পছন্দ হইছে।
মহিষের গায়ের গন্ধ খুব বাজে ! #:-S

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: নাইস!

৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//জাগে কখনও - ভাগে কখনও।//

উদ্ধৃতিযোগ্য অনেক বাক্যের মধ্যে এর প্রতি আমি একটু পক্ষপাতিত্ব করলুম ;)




আপনি তো আজকাল মন্তব্যের উত্তর দেন!! জয় বন্ধ ফেইসবুক :P

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

সুপান্থ সুরাহী বলেছেন: ভাল লেগেছে। অসামই...

৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

বিদগ্ধ বলেছেন: কবিতা লেখতে গিয়ে গল্প হয়ে গেলো? নাকি প্রবন্ধ লেখতে গিয়ে কবিতা হলো! যাই হোক, অনুভূতি প্রকাশে পুরো স্বাধীনতা ভোগ করেছেন আপনি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.