নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ছাড়া কখনও একটা দিন ভাবিনি। এটাকে ভালোবাসা বলে না, বলে জীবন। জীবনের জন্য তুমি, কিন্তু আর সব কিছুর জন্য না। ওসবে আছে বাজেট, আছে সায়েন্স। সংবিধান। আদর্শ - উত্তরের সাথে দক্ষিণের সংঘাত। কিন্তু তোমার বেলায় সব নিয়ম-ভাঙা-যাপন।
তুমি ছাড়া মূলত তীব্র জঙ্গিপনা নেই, হারাবার জন্য ন্যুনতম পিছুবোধ নেই। নাটক আছে, অভিনয় আছে। দেহের ভেতরে মহিষ আছে। জাগে কখনও - ভাগে কখনও।
তোমার ভেতরে তৃপ্তি আছে। টলটলে এক গ্লাস শীতল জল আছে।
কি যেনো একটা বস্তু আছে, যার ডাইমেনশনগুলোর ভেতরে আমি আছি।
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
কৌশিক বলেছেন: আপনার নাম এমন আউলফাউল কেনো? চলন বিল কি কোনো মানুষের নাম হয়? মাথায় কি ডাইরিয়া হইছে?
২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২
আরণ্যক রাখাল বলেছেন: বাহ ভাল লেগেছে| চমৎকার
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৫
আবু শাকিল বলেছেন: ভাই যা ই লিখেন।পড়তে ভাল্লাগে
৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
আরজু পনি বলেছেন:
দারুন কবিতাতো...নাকি মুক্ত গদ্য
তুমি ছাড়া মূলত তীব্র জঙ্গিপনা নেই, হারাবার জন্য ন্যুনতম পিছুবোধ নেই।...এইটা পছন্দ হইছে।
মহিষের গায়ের গন্ধ খুব বাজে !
৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
হাসান মাহবুব বলেছেন: নাইস!
৬| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//জাগে কখনও - ভাগে কখনও।//
উদ্ধৃতিযোগ্য অনেক বাক্যের মধ্যে এর প্রতি আমি একটু পক্ষপাতিত্ব করলুম
আপনি তো আজকাল মন্তব্যের উত্তর দেন!! জয় বন্ধ ফেইসবুক
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
সুপান্থ সুরাহী বলেছেন: ভাল লেগেছে। অসামই...
৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
বিদগ্ধ বলেছেন: কবিতা লেখতে গিয়ে গল্প হয়ে গেলো? নাকি প্রবন্ধ লেখতে গিয়ে কবিতা হলো! যাই হোক, অনুভূতি প্রকাশে পুরো স্বাধীনতা ভোগ করেছেন আপনি!
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯
চলন বিল বলেছেন: কি লিখছেন আউলফাউল মাথায় কি ডাইরিয়া হইছে ?