নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ?

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

বাংলাদেশের সাথে অনেকদিন কোনো কথা হয় না। আড়ি। আগে ফোনে মাঝেমাঝে কথা হতো। কিন্তু এখন তাও হয় না। এর আগে চ্যাটিং করতাম প্রচুর। কত বিষয় নিয়ে আলাপ হতো। আলাপের পরে প্রলাপ হতো। তারপরে দুজন ঘুরতে বের হতাম। ঢাকা শহরে উন্মুক্ত প্রান্তর বলে যে বিখ্যাত জায়গাটি আছে সেখানে যেতাম। বাদাম খেতে খেতে কথা হতো। এরপর চ্যাটিং ছেড়ে দিলাম। মোবাইলেও তেমন না। অথচ বাংলাদেশের সাথে আমার গভীর প্রেম!

কিন্তু কথা হয় না তারপরেও। এত প্রেম নিয়ে আমি তাকে এড়িয়ে চলি। মাঝেমাঝে ভয় হয়, হারাবার ভয়, সেজন্য প্রেমকে একটা সম্মানজনক জায়গায় রেখে দূরত্বে থাকি।

কিন্তু বাংলাদেশ কেমন আছে? সে মাঝেমাঝে এখনও আমার সাথে যোগাযোগ করে। মাঝেমাঝে তার নোটিফিকেশন পাই। অর্থনৈতিক অবস্থা ফুলে-ফেঁপে উঠেছে। নিরাপদে থাকছে - জায়গাটা অনেক দেশের চেয়ে ভালো। শুনে আনন্দ হয় কিন্তু অংশ নিতে পারি না - একটা ধন্যবাদও না।

বাংলাদেশকে আমি বলতে পারি না আমি ভালো নাই - তার মন খারাপ হয়ে যাবার ভয়ে। বলতে পারি না আমার যোগাযোগ শক্তি নেই। কথা বন্ধ হয়ে গেছে। বিধাতা কথা বলার শক্তি কেড়ে নিয়েছেন যা আমি তাকে জানতে দিতে চাই না। কখনও না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশ ইজ ভেরি পাইন, এট দিস মোমেন্ট।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: আমিও জিজ্ঞেস করি, হ্যালো বাংলাদেশ কেমন আছো ?

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

কিরমানী লিটন বলেছেন: ভালো নেই,প্রিয় বাংলাদেশ,আপনি ভালো থাকুন...

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৭

আবু শাকিল বলেছেন: দারুন এক অনুভৃতি জানিয়ে গেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.