নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের উপরে চাপ কমান, বেশী বেশী ব্লগিং খান

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

আলুর উৎপাদন এতই হয়েছে যে দাম কমতে কমতে শূন্য প্রায়। অথচ চালের দাম আকাশ ছোঁয়া। একটা রাজনৈতিক দলতো ঘোষণা করে বসলো তারা ক্ষমতায় আসলে প্রতি কেজি চালের দাম করবে দশ টাকা। তখন ছিলো তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ এর জানুয়ারির কোনো একদিন সেই তত্ত্বাবধায়ক সরকার আসলো ক্ষমতায়। যেদিন আসলো সেদিন বেশ ঢাক-ঢোল পিটিয়ে বাদ্য বাজিয়ে আসলো। কিছু বাদ্য ব্লগেও পড়লো। সকাল বেলা ব্লগ খুলে দেখি..ব্লগ নাই..একটা নোটিশ ঝুলছে। সে নোটিশে অবশ্য আলু বেশী বেশী খাবার কথা লেখা ছিলো না। তত্ত্বাবধায়ক সরকারের আরো কিছু বেলা যাওয়ার পরে একজন সেনাপ্রধান আলু খাবার কথা বলেছিলেন। তবে ঐ নোটিশে লেখা ছিলো সরকারী আদেশে ব্লগ আপাতত বন্ধ থাকবে।

আলুপ্রধান যখন সেনা খাবার কথা বললেন তখন মানুষজন অনেক হাসাহাসি করেছিলো। আমার তো দাঁত ধার করে হাসতে হয়েছিলো। তার বক্তব্য ছিলো আলু অনেক স্বাস্থ্যকর, আলু অনেক ভালো চালের চেয়ে, দাম কম, গরীব মানুষেরা তো এটা খেতে পারে। ব্লগ যখন ফের চালু হলো তখন সেই সেনাপ্রধানকে ব্যঙ্গ করে আলুর এমন সব অস্বাভাবিক কোয়ালিটির কথা ব্লগে লেখা হতে থাকলো যে আমাদের দিনরাত আনন্দে কেটে যেতো। ফেসবুক তখন ছিলো না। অনলাইনের যাপন মানে ব্লগই - যেখানে কথা বলা যায়, গল্প করা যায়, আড্ডা মারা যায়। একটা বিশাল ভার্চুয়াল আড্ডা কেন্দ্র বিকাশমান। একদিন ব্লগে না ঢুকলে আমাদের পেটে আলুপ্রধানের অভাব দেখা যায়। কিন্তু পাবলিক তাকে দু:খিত করে দিয়ে ভাতই খেতে থাকলো। বাপদাদা ভাত খেয়েছে, তার বাপদাদা ভাত খেয়েছে, তার বাপদাদাও। চৌদ্দপুরুষের ভেতো মুখের ভেতরে একদিন ভাত না ঢুকিয়ে যদি কেবল আলু ঠুসিয়ে বসে থাকে তবে তাদের পেট ফুলে থাকবে, বহির্নোঙর অঞ্চল বন্ধ করে। পুরো এক সৈন্যবাহিনী কুচকাওয়াজ করেও সে বদ্ধ জানালা খুলতে পারবে না।

তাই আমরা ভাতের উপরে চাপ কমালাম না। বেশী দামে চাল কিনে বেশী আশায় রাজনৈতিক দলটির দিকে তাকিয়ে ফাটিয়ে ভাত গলধ:করণ করতে থাকলাম। কিন্তু সেনাপ্রধান এতে দমে যাবার পাত্র নয়, তিনি আলুতেই জাতির মুক্তি দেখতে থাকলেন। এবং একসময় হজমও হয়ে গেলেন।

আজকে সেই দশ টাকার চালের স্বপ্ন দেখা রাজনৈতিক দলটি ক্ষমতায়। অথচ তারাও বললো, ফেসবুকের উপরে চাপ কমান, বেশী বেশী আলু খান!

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

sunny09 বলেছেন: বেশী বেশী আলু খেতে আমার আপত্তি নাই। তবে আলু গুলোকে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই হতে হবে ;)

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯

শাহাদাত হোসেন বলেছেন: কিছু দিন পড়ে হয়তো বলবে খাওয়া ছেড়ে দেন ।বেশি খেলে শরীরে মেদ বাড়বে ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

সুলতানা রহমান বলেছেন: তাই তো দেখছি। ফেবুর দুঃখ এখন ব্লগে এসে ভুলেছি।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: তাহলে সরকার চেষ্টা করতেছে চাপ কমাতে+

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনি তো মন্তব্যের জবাব দেন না.... তবু মজা নিলাম ;)

//আলুপ্রধান যখন সেনা খাবার কথা বললেন তখন মানুষজন অনেক হাসাহাসি করেছিলো।// =p~

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

কৌশিক বলেছেন: মইনুল ভাই, মন্তব্যের জবাব না দেয়াটা আমার ট্রেডমার্ক হয়ে গেছে। এই ট্রেডমার্ক নষ্ট করার জন্য আমি কিঞ্চিত চেষ্টা করছি। সকল মন্তব্যই উত্তর দাবী রাখে না, তবে কিছু কিছু না দেয়া অপরাধ। হাহাহা। আপনি আমার লেখা পড়েছেন দেখে ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাই।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

কাবিল বলেছেন: একটা সময় গোল আলুর মতই ব্লগ ব্যবহার করেছেন। এখন তো খুব কম দেখা যায় আপনাকে।
ফেসবুকের উপরে চাপ কমানোর কথা বলতেই ব্লগে হাজির, তা না হলেত কৌশিক ভাইয়াকে দেখা যেত না :)
আমিও বলছি বেশী বেশী ব্লগিং খান।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

আরজু পনি বলেছেন:

মইনুল বলছে আপনি জবাব দেননা /:)
আমি বলছি আপনি আমার ব্লগে মন্তব্য করেন না । :-*
দরকার হইলে সমালোচনা কইরা যা ইচ্ছা তাই বলেন কিন্তু মতামত তো দিবেন নাকি ...
আর বুঝলেন তো এই কথা আপনারেই কইতে পারি আমি 8-|

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

কৌশিক বলেছেন: ডিয়ার ভগ্নি আরজুপনি, আপনার ব্লগ অনেকদিন পড়া হয় না। কারণ হলো আমি এখন পাঠক হিসাবে গাধা হয়েছি। আগে পড়ার পরে কতধরণের অনুভূতি তৈরী হতো। আর এখন পড়তে গেলে ঘুম আসে। বয়স হয়েছে না? তবে আমি পড়লে বা না পড়লে কি আসে যায়? আপনার লেখা আমার পছন্দের - নতুন যে লেখা পড়া হয়নি, তাও পছন্দ হবে নিশ্চয়। কিন্তু এত পছন্দের পাঠ দিয়ে আসলে আমার কোনো আনন্দ হয় না। একসময় হতো। এখন আনন্দ পাই পছন্দের বিষয় না-পড়ায়। বড়ই বিচিত্র মানুষের মাইন্ড! কিন্তু যেহেতু আপনি মতামত চাচ্ছেন আপনার লেখার বিষয়ের উপরে, আমি এখনই একটা লেখা পড়ার চেষ্টা করছি। পাঠান্তে বাকি আলাপন। ভালো থাকবেন ততক্ষন পর্যন্ত। - কৌশিক

৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hi. Amar comment er nishchoi reply korben? ;)

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

কৌশিক বলেছেন: রিপ্লাই করার প্রায়োরিটিতে আপনি একটু পরে বলে দেরী হলো। হাহা। প্রায়োরিটিতে দেরী হবার কারণ এখানে যারা মন্তব্য করেছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু আপনাকে শুধু ভার্চুয়ালি। হিহিহি। কিন্তু এর মধ্যে অভিমানিত হয়ে দ্বিতীয় মন্তব্য করেছেন দেখে মনে হচ্ছে ভুল করেছি। আগে আপনার মন্তব্যের জবাব দেয়া উচিত ছিলো। সরি। ষরি।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

আবু শাকিল বলেছেন: রিপ্লে দিয়েন।আলু পোষ্টে হাজিরা দিয়া গেলাম।
:)

১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

আরজু পনি বলেছেন:

B-) !:#P

দেখা যাক...


আমিতো অনেকদিন ধরেই ভাবছি পোস্ট দিব "কেউ কথা রাখে না..." আর আপনারে বিশেষভাবে উৎসর্গ করবো...
বুইঝা লন B-))

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

কৌশিক বলেছেন: পনি, বিজ্ঞাপনে নারীর প্রতি বৈসম্য দেখানো যদি কমে, যদিও কনজুমার ওয়ার্ল্ডে বৈসম্য কমানোর কোনো সুযোগ নাই, তা নি:সন্দেহে সাধুবাদ প্রাপ্য। আপনি অনকগুলো বিজ্ঞাপনের এমন বৈসম্যের উদাহরণ তুলে ধরেছেন যা ক্রিয়েটিভ ডিজাইনারদের জন্য হয়তো চিন্তার খোরাক জোগাবে। কিন্তু আমি আশঙ্কা করছি আপনার পাঠকদের বেশীরভাগ আপনার এই বৈসম্যগুলোকে বৈসম্য না মনে করে হয়তো সেটাকেই আদর্শ মনে করে। সেক্ষেত্রে আপনি যে তাদের আই-ওপেনার হিসাবে ব্লগ লিখেছেন সেটা কারেজিয়াস এবং সংস্কারমূলক। আমি এপ্রিসিয়েট করছি।

আমার কোনো কথা রাখার কথা ছিলো না। কথা রাখার কথা থাকলেও কথা রাখতাম না। হিউম্যান চরিত্র বলে কথা। কথা না রাখার মধ্যেই মানুষের ইভুলিউশন.। হাহাহাহা। মজা করলাম। আরো কিছুদিন পরে ফিরলে পোস্টটা দেখা যেতো তাহলে। ভুল হয়ে গেলো।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Bye X((

১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো সময়ে ফুচকি মারতে আসছেন ব্লগে। গোটা শরীরটাই ঢুকায়ে ফেলেন এই বেলা। আবার জমবে মেলা! B-)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

কৌশিক বলেছেন: ইয়েস। ঠিক। আপনি এখনও ব্লগে রেগুলার দেখে অবাক। বিষ্মিত। আনন্দিত।

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

সুমন কর বলেছেন: হাহাহা...ভালো বলেছন।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: শতকরা একভাগ ফেসবুকার ব্লগের দিকে উঁকি মারলে সার্ভার ক্রাশ করবে ভাই। যারা আসেনা, নাই আসুক। অতিথি পাখি আসুক আর নাই আসুক দেশি পাখির প্রজাতিগুলা টিকে থাকুক।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলু খান। আলু । আলু আমার আলু।

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

ইকবালবিডি০৯ বলেছেন: গরিব শুধু আল খেয়ে প্রাণ দিক এইতো চাই তারা।

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

রাবেয়া রব্বানি বলেছেন: আচ্ছা লিক্ষা

১৮| ২০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "হাসান মাহবুব বলেছেন: ভালো সময়ে ফুচকি মারতে আসছেন ব্লগে। গোটা শরীরটাই ঢুকায়ে ফেলেন এই বেলা। আবার জমবে মেলা! " =p~

কৌশিক ভাই, চামে চামে হামা ভাই আপনারে পিন দিয়া গেলো; সেই চামে আমরাও একটু মজা নিলাম :P

১৯| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ami kauke personally chini na, tarpor o tader comment er reply dei X(( :-P

২০| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ফেসবুকের উপরে চাপ কমান, বেশী বেশী আলু খান! :P

২১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইল।
চাপ কমেছে। কাজ কম বেশী হয়েছে ধরে নেয়া যায়!! :D

শুভকামনা জানাই। সুন্দর হোক সকল।

২২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

আমার বাংলা পোষ্ট বলেছেন: হা হা, ফেসবুকের আনন্দ এখন দেখি ব্লগেও। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.