নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

একটা দীঘল সময় হচ্ছে নিয়মের বাই-প্রোডাক্ট

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

কোনো কাজ না থাকার স্টেট টা ভাবতাম বেশ উত্তেজনাকর হবে। কিন্তু এখন দেখছি পেইনফুল। সময়ের দীর্ঘতা ক্লান্তিকর। এরচেয়ে হুটহাট করে সময় চলে গেলে - সময় না পাওয়া গেলে - ভাবনা জমতে পারে না। জমে জমে জটিল অনুভূতি তৈরী করে ফেলতে পারতো না।

জটিল অনুভূতির সাইড-ইফেক্ট অনেক। আপ-ইফেক্টও। অনিয়ম সম্ভবত নিয়মের একটা বাইপ্রোডাক্ট। একটু আধটু ভালো - নিয়মকে পার্ফেক্ট করে। কিন্তু এই নিরবিচ্ছিন্ন বসে থাকা - কারো সাথে যুক্ত না থাকার মত করে অর্ধবেলা কাটানো ভয়ঙ্করভাবে তালগোল পাকিয়ে ফেলতে পারে মস্তিস্ককে। চতুর্মুখী ইফেক্ট - নির্জনতার ইফেক্ট কখনও অসহনীয় হয়ে পড়ে।

আমরা এত মানুষের মাঝে বাস করি - চারদিকে এত শব্দ, কোলাহল - এই আমাদের জন্য ভালো। আমাদের সুস্থ্য রাখে। অভ্যাসের কারণে এই কলরব আমাদের মানসিক স্বস্তি দেয়।

আমি এরপরে কখনও এমন নিরবিচ্ছিন্ন ছুটি নেবো না। অনেক হয়েছে। শিক্ষা হয়েছে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//কারো সাথে যুক্ত না থাকার মত করে অর্ধবেলা কাটানো ভয়ঙ্করভাবে তালগোল পাকিয়ে ফেলতে পারে মস্তিস্ককে। চতুর্মুখী ইফেক্ট - নির্জনতার ইফেক্ট কখনও অসহনীয় হয়ে পড়ে।// কথা সবই ঠিক....

লেখালেখি কি অবসরের বাইপ্রোডাক্ট, না কর্মহীনতার?
জানতে মুন্চায়!

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: বেশ ভালো বলেছেন।

নিরবিচ্ছিন্ন বসে থাকা - কারো সাথে যুক্ত না থাকার মত করে অর্ধবেলা কাটানো ভয়ঙ্করভাবে তালগোল পাকিয়ে ফেলতে পারে মস্তিস্ককে। চতুর্মুখী ইফেক্ট - নির্জনতার ইফেক্ট কখনও অসহনীয় হয়ে পড়ে।

তবে এটা আমার জন্য প্রযোজ্য নয়। আমি জাহাজী মানুষ ছয় মাস বসে থাকি কখনো এমন হয়নি। আমি বেশ ভালোই এনজয় করি নির্জনতা কে।

তবে স্থলের কর্মব্যস্ত মানুষের জন্য এই তত্ত্ব ঠিক আছে হয়তো।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

হামিদ আহসান বলেছেন: হুমম, ঠিকই বলেছেন..................

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪

সকাল রয় বলেছেন:
আমি তো কাজের পর কোন ছুটিই পাইনা। তাছাড়া ছুটি পেলেও নিজের কাজ করতে গিয়ে কেটে যায় সময়। আর নির্জনতা সেটা অসম্ভব। যদিও থাকি পাহাড়লয়ে তারপরও....

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চতুর্মুখী ইফেক্ট - নির্জনতার ইফেক্ট কখনও অসহনীয় হয়ে পড়ে।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২

আলম দীপ্র বলেছেন: হুম ! সঠিক কথা !

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

কলমের কালি শেষ বলেছেন: ভালো বলেছেন । আমাদের যে অভ্যাস তাতে নিরিবিলি থাকাা কষ্টকর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.