নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদ্র কিছু অতীব ক্ষুদ্র কিন্তু তার কিছু একটা আছে বিশালতা মুহূর্তের জন্য হিপনোটাইজ করে ফেলে। তখন আর কিছু দেখি না।
এমন ঘোরে ফেলা কয়েকটা মুহূর্ত দীর্ঘতর হতে থাকে - সময়ের ডাইমেনশন অস্বীকার করে।
তেমন কিছু মুহূর্তের মধ্যে জন্ম নেয়া স্বপ্ন অসম্ভব অপেক্ষার জন্ম দেয়। দীর্ঘ হতে থাকে বেঁচে থাকা। মনে হয় যতদিন মানুষের অপেক্ষায় থাকা ততই প্রলম্বিত হয় জীবন।
প্রায় সবসময় যে জীবন-বাহন টেনে নেয় সড়কে, চৌপথে - তার থেকে সরে আসার কোনো উপলক্ষ নাই, উৎসব হয় না।
আমাদের ভেতরে অপেক্ষারত ঘড়িতে নতুন ডাইমেনশন, ডিজিটাল ঘণ্টাধ্বনি নেই বটে তবে ক্যালকুলেশন হয় - কিছু এক মহাশূন্য জাগতিকতার।
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন !