নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাম ঠিক একটু উত্তরে গেলেই। এত কাছে। ভাষাও কত পরিচিত। অথচ ভিন্ন জাতি। বাংলা ও অসমিয়া ভিন্ন মনে করে নিজেদের।
পাপন নামে তাদের একজন গায়ক আছে। সুর করে। কথাগুলো প্রায় বোঝা যায়। অসমিয়ায়। শুনতে বেশ লাগে। একটু বেশী-ই ভালো।
আমার মাঝেমাঝে আসাম যেতে ইচ্ছে করে। প্রায় আমাদের মত কিন্তু আমরা নই - একটু দূর থেকে যেনো আমাদেরই দেখা।
একটু যেনো নিজেকে দেখা। কখনই তো দেখা হয় না। নিজেকে দেখা যায় না। অথচ প্রয়োজন বাড়ছে। মনে হচ্ছে আমরা, সমষ্টিগতভাবে কেমন, সেটা দেখার চেষ্টা করছি আসাম দেখে।
আজকে গান শুনছি আবারও অসমিয়া। পাহাড়িয়া জনপদ আসামের মানুষ, প্রকৃতি, সংস্কৃতি এবং তাদের অর্থ-রাজনীতি ইত্যাদি নিয়ে আমার আগ্রহ বাড়ছে। দেশ ভিন্ন বলে দেশ অন্য হয়ে গেলে - সংস্কৃতি ভিন্ন হতে হতে কাছের ভূখণ্ডের মানুষ দূরের হয়ে গেলে হয়তো আমাদের আগ্রহও হারিয়ে যায়।
ঠিক না। একদম ঠিক না।
©somewhere in net ltd.