নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ নদীর একটা নাম আছে। ধরো তার নাম দিলাম যে নামে তুমি ডাকো তাই। যে নাম নথিভুক্ত হয় অন্যদের আইডিতে, এ নাম তার অন্তর্কাঠামো পরিচয়ের, তাই পৃথক। সবার দরকার হয় না বলে তারা ছেড়ে গেছে আর তুমি ফিরে আসো বারবার মহীয়সীর পাড়েই, যে নামে সে সাড়া দেয় কেবল তোমার আলোড়নে।
নদীর অভিমান তার বুকেই জমানো, প্লাবনের সে নিজেই পতন, একরোখা, সমুদ্র-মুখী চিৎকারে। তুমি হারিয়েছো বলে প্রতিদিনই কোটি কিউসেকের অশ্রু ভাসায়, যত্নের ওড়নাতে, দুকুলে।
যখন এর তীর রঙ-জাহাজির সকল উপঢৌকন ঢেলে দেয় আকাশের ঘোমটায়, প্রতিভাসিত মুখগুলো বৃষ্টি-নোনা-ধুয়োয় মিহি ভাপের ভেতর থেকে তাকিয়ে থাকে। একে আর অভিমানী মনে হবে না তখন, মাতোয়ারা জলজ পেইন্টিং যেনো সে টানটান হরাইজোনে।
তুমি কি নদী আবাসনের অযাচিত কোলাহল হয়ে রইবে? তার নিদ্রামগ্নতার অবসরে আমাদের সমুদ্রও নিথর থাকবে পড়ন্ত নদীর শেষে দাগে। এই পথটুকুর যেকোনো মাঝেই আমাদের ভালোবাসাবাসি।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৪
অতঃপর জাহিদ বলেছেন: ভালোই বলেছেন .....
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! সুন্দর!