নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

স্যাম্পল-৩

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১

দাঁড়িয়ে আছি রিসাইকেল-আদিষ্ট আরশোলার মত। বন্য বাদামীর অন্য চেহারার ভেতরে ঠোঁট কেটে গেছে - তোমাকে ডুবিয়ে দিচ্ছি চুরমুর করে ভেঙে পড়া জোছনার শব্দে। এই চুম্বন প্রলয়ের ঢেউ থেকে আত্মজন্মের মত।



একটা সমুদ্র। একটা ভর জোছনা। একটা তটরেখা। আবেগীভূত সঙ্গ বিভোরতা। গুড়োগুড়ো। এই বেঞ্চির কৌণিক দূরে রাত্রির বিসমিল্লাহ খান।



আরো দূরে যেখানে আমাদের যাপন তার চারিপাশে ধুয়ো উড়ছে সকালের মগে। ভরে আছে সূর্যে। নিবেদিত একটা দিবসের ভোর-মন্থনে জেগে ওঠা মাসল। তখনও শরীরের ভেতরে রাত্রিবাস, সমুদ্রনিবাস।



আমাদের যৌথ-আবিষ্কারক হবার সম্ভাবনা একটা বেঞ্চি পুঁজি করে। এক দীঘল জোছনা অবশেষে।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৬

লেখোয়াড় বলেছেন:
গভীরে শুদ্ধ আলো চমকালে হঠাৎ অন্বেষার সুর লাগে।

স্যাম্পল তো ভালই লাগছে।
চলতে থাকুক।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

কৌশিক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৭

মৃদুল শ্রাবন বলেছেন:

চমৎকার লাগলো। একটা নৈশব্দিক অনুভুতির সৃষ্টি করলো হৃদয়ে তবে বিসমিল্লাহ খান নামটা ব্যবহারের হেতু বুঝলাম না।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

কৌশিক বলেছেন: একমাত্র তার সানাইকে বোঝাতে চেয়েছি।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১

আলম দীপ্র বলেছেন: চমৎকার সুন্দর ।

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

ইনকগনিটো বলেছেন: স্নিগ্ধ।

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

প্রকৌশলী নির্ভিক রাইডার বলেছেন: good post.

৬| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: স্নিগ্ধ মনোরম সুন্দরম +

৭| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

অতঃপর জাহিদ বলেছেন: রাত্রি বাস আর চুম্বনের প্রলয় নীল জোছনার সমারোহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.