নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত পরে আছে পাশে। হেলে আছে। ডুবে আছে। ভেতর থেকে উঠছে চাঁদ। প্রগাঢ় একটা ছবি ফুটছে। স্বচ্ছ কিন্তু স্পষ্ট নয়। স্ফটিকের বিবশ আয়না চোখের ভেতরে গেঁথে যায় - সেখানে চলচ্চিত্র। নাহ....সত্যিচ্চিত্র।
বেঞ্চি থেকে সরে তুমি একটাই দৃশ্যে থেকে যাও। জ্বলছে ঢেউ। আছড়ে পড়ছে ক্ষুদ্র ক্ষুদ্র মার্বেল তুলে। আলোর মার্বেল। ক্যাচ...এই ধরো মুঠোতে জোছনা ভরা ঢেউ!
বসে থাকতে থাকতে রাতের নির্ঘুম প্রহরও ঘুমিয়ে যাবে। এক গভীর প্রণয়ের বালুতে মিশে থাকা সমুদ্রের পা আটকে দেবে আজলা ভরা চিকমিকি - মুঠো বন্ধ করেও ভরা জোছনার ডাক ফেরানো যাবে না। যাবে তুমি?
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
কৌশিক বলেছেন:
থ্যাংকস ভালো লাগার জন্য। লেখার কারণ তো একটা কিছু আছেই। লেখার ধরণই তো তা বলে দেয় মনে হয়।
রাজনীতি নিয়ে আর কিছু লিখতে ইচ্ছে করছে না। হয়তো পরে লিখবো।
আবারো ধন্যবাদ।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯
কৌশিক বলেছেন: এত খারাপ হয়েছে?
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
সিস্টেম অ্যাডমিন বলেছেন: হুমম, আবেগি মন ক্রমেই বিক্ষিপ্ত হয়ে উঠছে !
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: স্ফটিকের বিবশ আয়না চোখের ভেতরে গেঁথে যায় - সেখানে চলচ্চিত্র। নাহ....সত্যিচ্চিত্র
এক গভীর প্রণয়ের বালুতে মিশে থাকা সমুদ্রের পা আটকে দেবে আজলা ভরা চিকমিকি
উররররে... শব্দ গাঁথুনি ... !
পর_থম_পিলাচ...
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৮:০৮
সুমন কর বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৫
লেখোয়াড় বলেছেন:
আপনার হঠাৎ এ ধরনের লেখার কারন?
ভাল লাগছে কিন্ত!
তা একটু রাজনীতি বা ওরকম কিছু লিখলেও তো পারেন।