নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

যে কটা গোল জীবনে দিলাম তার কোনো ভিডিও নাই

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৮

ইউটিউব নাই। কিন্তু এর কয়েকটাই ছিলো অসাধারণ। যেমন ঐ গোলটা - যেটা দেবার কথা ছিলো না, একদমই অসম্ভব...ভালো প্লেয়ার কখনই ছিলাম না। বল যেদিকে মারতে চাইতাম সেদিকে যেতো না। ফলে গোলপোস্টের মধ্যে বল ঢুকবে এমন আশা ছিলো না। স্ট্রাইকার পজিশনে খেলতাম না বা চানস পেতাম না। মাঝমাঠই নিরাপদ ছিলো আমার জন্য।



তো যা বলছিলাম বলটা দিয়েছিলো কে আমার মনে নাই। কত সালে তাও মনে নাই। সেভেন এইট হবে। জায়গাটা মনে আছে। কলেজ মাঠ। এবং সেই মাঠে ঘাস ছিলো না। মাঠ - মানে শক্ত মাটির মাঠ। খালি পায়েই আমরা খেলতাম। শক্ত মাঠের যেখানে সেখানে ইটের টুকরা ছিলো...গেঁথে ছিলো...একটু সেকটু বের হয়ে থাকতো। সেসবে পা কাটতো, ভয় ছিলো। তারপরেও বলটা যখন পেলাম এবং প্রতিপক্ষের প্লেয়ার দৌঁড়ে আমার সাথে পারবে না ধরে নিয়ে সোজাই ছুটতে শুরু করলাম। একসময়ে দেখলাম গোলকিপার আমার সামনে দাঁড়ানো। এবং আমি তার গায়ের দিকেই কিক নিলাম। কিন্তু কিপার লাফিয়ে পড়লো একদিকে আর বল গেলো গোলে।



গ্যালারি ভর্তি দর্শক ছিলো না। আমার টিমের অন্যান্য প্লেয়াররা যেভাবে টিভিতে দেখায় তেমন স্লোমোশনে কাধেও চড়লো না। এবং সবচেয়ে দু:খের বিষয় হলো গোলটা আমি নিজেও ঠিকমত দেখতে পারলাম না গোল দেবার উত্তেজনায়। গোলপোস্টের পেছনে জাল ছিলো না বলে বলটা নিরিহ একটা গতিশীলতায় বেশ দূরে চলে গেলো। জানতেই পারলো না যে মূলত সেটা একটা গোল ছিলো।



এই গোলটার ভিডিও নাই। তবে শুনেছি ফেরেশতারা সবকিছুর ভিডিও করে রাখে। কোনদিন বেহেশতে যেতে পারলে সেখানে বসে ঐ গোলটা এবং সম্ভবত আরো বেশ কয়েকটা গোল....হ্যা আমার দেয়া গোলেরই রেকর্ডেড ভার্সন দেখবো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার গোল না হওয়ার একটা স্মৃতি আছে।তখন আমি ক্লাস নাইনে ওঠেছি পাড়ার পর্যায়ে খেলা। সাধারণত ডানপিটে এসব খেলা খেলে থাকে।আর আমি তখন আতেল শ্রেনীর। কিন্তু খেলি ভালই খেলি। পাড়ার টিমে নামলাম খেলতে।
প্রথম দিকে বল নিয়ে দিলাম এক দৌড় সঙ্গে প্রতিপক্ষের তিনজন সুঠামদেহ পিছন থেকে দিল কঠিন ল্যাং আরেকজন জার্সি টেনে ধরল বাস পরে গেলাম চিৎপটাং হয়ে।এত ব্যথা পেয়েছি যে ওঠতে পারছিলামনা ।তারপর বুঝে গেলাম পায়ের কারিকুচি করতে গেলে ভাঙা পা নিয়ে বাসায় ফিরতে হবে। শুরু করলাম ওয়ান পাস স্টাইলে খেলা।মাঝ মাঠের একটু সামনে বল ধরা মাত্র আবারো তেরে এল কয়েকজন আমিও বল খাড়া উচুতে তুলে মারলাম পোস্ট বরাবর।বলটা অনেকক্ষন বাতাসে ভেসে বার ঘেষে ভিতরে পরছিল। সবাইকে অবাক করে দিয়ে গোলকিপার বল আটকে দিল। ওটা বোধ হয় গোল লাইন ক্রস করেছিলো।যদিও শটটা দুর্ঘটনা ছিল। কিন্তু সেটা দেখার মতই শট হয়েগিয়েছিল। আপনার পোস্টে নিজের খেলা শেয়ার করার সুযোগ পেলাম ।

২| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: জীবনের গোলের ভিডিও যদি রাখা যাইতো একটা কাজের কাজ হইতো! ;)

৩| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.