নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

ফুল ও ফুল ও ফুল ও ফুল

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২০

ঘটনা খুবই সাধারণ।



যেখানে বাসের জন্য দাঁড়িয়ে থাকি, সেখানে ফুলেল মার্কেট। এবং যতক্ষণ বাস আসতে দেরী করে ততক্ষণ আমি নানারঙের ফুল দেখি ও নাম মুখস্থ করার চেষ্টা করি। পরের দিন এসে নামগুলো ঝালাই করতে গিয়ে দেখি....নাই, গিলে খেয়ে ফেলেছি।



ভাবলাম ফুল কিনতে শুরু করি। প্রতিদিন নতুন নতুন ফুল কিনি। অফিসে গিয়ে যাকে সামনে পাই তাকেই একটা উইশ করি। আজাইরা। কাউরে বললাম হ্যাপি বার্থডে। কাউরে ম্যারিজ ডে।



তারপরে ভাবলাম এইসব পাথর-পিপলদের মাঝে বিলি বণ্টন করে কোনো লাভ নাই - দে আর এক্সপায়ার্ড, এমনকি এই দুইদিন তাজা থাকতে সক্ষম ফুলগুলোর চেয়েও পচাক্ত।



এখন প্রতিদিন আমার ডেস্কে ফুলগুলো সাজিয়ে রাখি। একজন কফির খালি বোতলে ভরে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। ফলে এখন এগুলোকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা যায়।



ঢাকায় যে এত এত রঙের ফুল বিক্রি হয় না দেখলে বিশ্বাস করতাম না। এগুলো এতই ভালো যে আজেবাজে গন্ধে আপনার নাক ভারি করবে না। ইনফ্যাক্ট গন্ধই নাই।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

এন ইউ এমিল বলেছেন: বাবায় কয়নি ধইরা চাল কিনতে কইতাছে টাইম পাইনা আবার ফুল কিনমু কেমনে কি?

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহা............."এগুলো এতই ভালো যে আজেবাজে গন্ধে আপনার নাক ভারি করবে না। ইনফ্যাক্ট গন্ধই নাই। "

৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬

বেলা শেষে বলেছেন: ফুল ও ফুল ও ফুল ও ফুল
...then also we have to buy it ....for eyes.

৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ফুল আছে গন্ধ নাই রং আছে। ভালভাবে বলতে গেলে দুর্গন্ধের সম্ভাবনা নেই। আর বন্দোবস্ত একেবারে পাক্কা। :)

৫| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৩

উদাস কিশোর বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: ফুল আছে গন্ধ নাই রং আছে। ভালভাবে বলতে গেলে দুর্গন্ধের সম্ভাবনা নেই। আর বন্দোবস্ত একেবারে পাক্কা।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪২

মামুন রশিদ বলেছেন: দে আর এক্সপায়ার্ড, এমনকি এই দুইদিন তাজা থাকতে সক্ষম ফুলগুলোর চেয়েও পচাক্ত।


সেইরাম দিয়েছেন..

৭| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

এইভাবে বলার আগে আমাকে দুইচার খান দিয়েই দেখতেন ! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.