নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

মোবাইলের স্ক্রিনে আঙুলের বিচরণ দেখে

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

কিছু কিছু মোবাইলের স্ক্রিনে মানুষজনের আঙুলের বিচরণ দেখে কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করলাম। যদি দুই হাত দিয়ে মোবাইল ব্যবহার করে তাহলে বুঝতে হবে সেটা স্ম্যার্ট ফোন। যদি দেখা যায় একটা আঙুল কেবল উপর থেকে নিচে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে ফেসবুকে আছে। যদি মোবাইলের দিকে অপলক তাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে সে থ্রিজি সিম ব্যবহার করে এবং সেই মুহূর্তে ইউটিউব দেখছে। আঙুল উপর নিচ করতে থাকলে বুঝতে হবে চ্যাটিং করছে। যদি দীর্ঘক্ষণ যাবত উপর নিচ করতে থাকে তাহলে বুঝতে হবে অপরপক্ষে নারী। মোবাইল কিছুক্ষণ হাতে ও কিছুক্ষণ পকেটে থাকলে বুঝতে হবে মোবাইল ব্যবহারকারী ত্রিশ পেড়িয়েছে। মোবাইল স্ক্রিন থেকে মাথা উঁচু করে চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকালে বুঝতে হবে সে পর্নো দেখছে। একটু পর পর স্ক্রিনের নিদৃষ্ট একটা জায়গা চাপলে বোঝা যায় সে এসএমএস লিখছে। একই প্যাটার্নে আঙুল দুই মিনিট অন্তর মোবাইলের স্ক্রিনের উপরে খেলা করলে বুঝতে হবে ফেসবুকের স্টাটাসের মন্তব্য বা লাইক বা চ্যাটিং এর রেসনপন্স চেক করছে। দুই হাত মোবাইলের দুই প্রান্তে রেখে দুটো আঙুল একই সরলরেখায় স্ক্রিনের মাঝ বরাবর নড়নচড়ন করলে বুঝতে হবে গেম খেলছে। কোন গেম খেলছে তাও একটু চেষ্টা করলে বোঝা যায়। যেমন বাম বুড়ো আঙুল যদি স্ক্রিনের বাম দিকে গুলতি মারার মত আসাযাওয়া করে তাহলে বুঝতে হবে এ্যাংরি বার্ড। মোবাইল একটু পর পর ব্যগ বা পকেট থেকে বের করে স্ক্রিন লাইট অন করলে বুঝতে হবে নোটিফিকেশন চেক করছে। আলতো করে স্ক্রিনে আঙুল স্ক্রল করলে বুঝতে হবে সেটটি স্যামসং এস/ডুয়ো। একটু আঙুল দাবিয়ে স্ক্রল করলে বুঝতে হবে ওয়াল্টন বা সিম্ফনী। মোবাইল সারাক্ষণ হাতে থাকলে বুঝতে হবে এটা স্যামসংনোট টাইপের মডেল। কখনও বুক পকেটে, কখনও হাতে রাখলে বুঝতে হবে স্যামসং এস টাইপের মডেল। প্যান্টের পকেটে থাকলে সেটা স্ম্যার্টফোন না।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

সাইফুল আজীম বলেছেন: দুই হাত দিয়ে তো সাধারন কোয়ার্টি ফোনও ব্যবহার করা যায়। আবার স্মার্টফোনতো এক হাতেও ব্যবহার করা যায়। আমিতো ব্লাকবেরী স্মার্টফোন এক হাতেই ব্যবহার করি। তাই এইটার সাথে দ্বিমত ;)

বাকীগুলো একদম খাপে খাপ!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

মামুন রশিদ বলেছেন: হাহাহা ;) ;)


আপনার অবজার্বেশন নিখুঁত!

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

পাঠক১৯৭১ বলেছেন: ইন্টারেস্টিং

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি কোনো বই লেখা শুরু করেছেন নাকি? =p~

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

কৌশিক বলেছেন: বই!!!!! নেভার এভার।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত দিন পরে রিপ্লাই এর জন্য থ্যাংকস!

আপনার লেখাগুলো খুবই ভাল।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: দারুণ পর্যবেক্ষণ!! তা আপনি কোনটি করেন?

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-B :-B খাইছে ! কঠিন পর্যবেক্ষণ!

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

ইখতামিন বলেছেন:
সুন্দর পর্যবক্ষণ :)

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

যীশূ বলেছেন: আমার মুবাইল তো প্যান্টের পকেটে থাকে... :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ....।

সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.