নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিশ্চিতভাবেই সে আপনার কাছে মতামত জানতে চাইবে কোন শাড়িটা কেমন। সাধারণত ছেলেরা এসব ব্যাপারে বিরক্ত হয় কারণ তাদের পছন্দ আসলেই জঘন্য। আবার নারীমানুষটি আপনাকে ছেড়েও দেবে না। ছেলেরা এক্ষেত্রে মেয়েটির পছন্দকে একটু খেয়াল করে, মানে তার শাড়ি পছন্দ করার ধরণ পর্যবেক্ষণ করে সেরকম মতামত জানাতে থাকে। যা আসলে খুবই হাস্যকর।
দীর্ঘদিন শাড়ি কেনার পার্শ্বচর হিসাবে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি একটা সহজ ফর্মুলা রপ্ত করেছি। যে শাড়িটা আসলে আপনার ভালো লাগছে, রঙ ও ডিজাইনের কম্বিনেশনে, ডিসরিগার্ডিং মেয়েটির গায়ের রঙ এবং তার পছন্দ - সেটা প্রথমেই বলতে হবে। কারণ প্রকৃতপক্ষে আপনি যা পছন্দ করেন সেটা পরাই তার গোপন লক্ষ্য। শাড়ি কেনার সময় মেয়েটি এই সত্য থেকে চ্যুত হয়ে বিভ্রান্ত হলেও তার সামনে যদি আপনার পছন্দের একটা জানান দিয়ে দিতে পারেন - এতে মেয়েটির হেল্প হয়। সে ঘুরে ফিরে আপনার পছন্দে ফেরত আসবে।
তবে আমার প্রয়োগিক বিদ্যাটা খুবই এক্সাইটিং। প্রথম শাড়িকে খারাপ, দ্বিতীয়টিক মোটামুটি, তৃতীয়টিকে খারাপ, চতুর্থটিকে খুবই খারাপ - এই শাড়ি কে বানিয়েছে তাকে পেটানো উচিত এই ডায়লগ মারা এবং তারপরের শাড়িটিকে দেখেই লাফ দিয়ে উঠে ওয়াও বলা, খুবই আন্তরিকভাবে। অবশ্যই চেহারায় মুগ্ধতা ও খুশির ঝিলিক রাখতে হবে। এবং তারপরে সেটাতেই স্টিকি না থেকে চলো আরো একটু দেখি বলে সামনের দোকানে যাওয়া।
এই একই ফর্মুলা একশবার প্রয়োগ করলেও ধরা খাওয়ার কোনো চানস নাই।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪
বিডিআর বলেছেন: লুকজন আন্নেরে বুইল্লা গেছে। আগের মতন খায় না।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: আপনার ফর্মূলার তারিফ করতে হয়।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
এই ফর্মুলা অন্যক্ষেত্রে কাজে লাগানো যাবে
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
আদম_ বলেছেন: একসিলেন্ট!!
কয়েকবার বিপদে পড়ছিলাম
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা হা হা