নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনন্দ চেঞ্জ করেছি।
বিষয়টা একটু কমপ্লিকেটেড। যান্ত্রিক যেকোনো বিষয়েই আমার তুমুল অনাপত্তি। আনন্দের মত একটা খসখসে বাটন ভালো লাগার কথাই। ইচ্ছেমতো চেপে ধরো তো আনন্দ স্ক্রিন...তারপরে দুই পা ঢুকিয়ে ইচ্ছেমতো আনন্দ আনন্দ। এতই আনন্দ যে ফেটেফুটে যাবার মত অবস্থা।
যা হোক বিষয়টা স্পেল-আউট করি। আমি একটা অযান্ত্রিক সেকেলে বিকারে জড়িয়েছি। যার মধ্যে আনন্দের বিজ্ঞাপন নাই।
আনন্দ বাটনটার ব্যাটারীও শেষ হয়ে গেছে। মার্কেটে নাই। ফলে চেঞ্জ করে ফেলার কষ্টকর সিদ্ধান্তটা নিতেই হলো।
২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
কৌশিক বলেছেন: সেজন্যই তো চেঞ্জ করে ফেলেছি। এখন আর বুঝতে কোনো অসুবিধা নাই।
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
দুবার পড়েও কিছু বুজলাম না ....
৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি নিয়মিত লিখছেন, ভাল লাগছে
৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: বাহ, চেইঞ্জ তাহলে হচ্ছেই।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
তোমোদাচি বলেছেন: মাথার উপর দিয়ে গেল ভাই!
ঝেড়ে কাশেন
৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
বিষন্ন পথিক বলেছেন: বাপ্রে, কি কঠিন
৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই মার্কেট থেকে চায়না ব্যাটারীও কি খুঁজে পাওয়া সম্ভব না শুধু শুধু চেঞ্জ হয়ে লাভ কি ?
৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
মামুন রশিদ বলেছেন: চেইঞ্জ দরকার!
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬
ইখতামিন বলেছেন:
হু.. ভালো লাগা জানানো বাটনটা একটু পরিবর্তন করা দরকার ছিলো।
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫
ইখতামিন বলেছেন:
আপনার পোস্ট আমার অনুসারিত পাতায় দেখা যাচ্ছে না কেন?
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
এন ইউ এমিল বলেছেন: কানা কড়িও বুঝিনাই