নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সকল ছবিই এখন ফেসবুকের জন্য তোলা হয়....নাকি?

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭

মোবাইলে ছবিঘর তৈরী হবার পরে এখন ছবি তোলার যে বিপ্লব চলছে, সেলফির যে গণজোয়ার শুরু হয়েছে - এসব যায় কোথায়? কে দ্যাখে? এসব প্রশ্ন এখন কেউ করে না। কারণ উত্তর তো জানাই....ফেসবুক হচ্ছে এসব সেলফির গন্তব্য। শুধু সেলফি কেনো...রাস্তাঘাটে যত ছবি তোলা হয় সব ছবির এ্যালবাম এখন ফেসবুকে...পাবলিক ও ছবি, ফেসবুক ও ছবি, পাবলিক ও ফেসবুক এক পুরাই ভিজুয়্যাল বন্ডেজ।



ছবির জন্য আমরা এখন বাঁচি। ভবিষ্যতের স্লোগান হবে প্রত্যেকটা মানুষের ছবি তোলার অধিকার থাকতে হবে। সম্ভবত সংবিধানে যুক্ত হবে নতুন অনুচ্ছেদ।



সম্ভবত জাতিসংঘের নতুন কোনো ঘোষণা তৈরী হবে...এর পর থেকে তাদেরকেই দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রেণী হিসাবে গণ্য করা হবে যাদের কোনো সেলফি নাই...যাদের ছবি তোলার কোনো ক্ষমতা নাই।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ছবি কোথায়? :P

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

কৌশিক বলেছেন: কত কোটি কোটি ছবি তুলে ফেসবুক ভরিয়ে ফেললাম!

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


নামটাই যে ''ফেইসবুক''!!!!!!!!


|-)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: আহেম আহেম। ছবি বিপ্লব দীর্ঘজীবী হোক।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

িজলশািন্ত বলেছেন: ছবি যে কোন সময় স্মৃতি হয়ে যায়...............

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

সুমন কর বলেছেন: হুম

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

রাকিব আমিনি বলেছেন: ফেসবুক হচ্ছে এসব সেলফির গন্তব্য ! সামুতে নয় কেন !! ;)

৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: :P

৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

ইমরান হক সজীব বলেছেন: কই কত ছবিই তো তুললাম, ফেসবুকে তো বছর দুয়েক কোন ছবিই পোষ্ট করিনি :||

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

লেখাজোকা শামীম বলেছেন: ছবি না তুললে ফেসটা দেখাবেন কিভাবে ?

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি পোষ্ট দিলেই মডুরা নির্বাচিত করে দিচ্ছে। কি ব্যাপার, মডুদের প্রবলেম কি?

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

কৌশিক বলেছেন: আমি যদি মডু হতাম আপনার প্রতিটা পোস্ট নির্বাচিত করে দিতাম। প্রকাশ্যে দেখাতাম স্বজনপ্রীতি।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

মামুনূর রশিদ নূর বলেছেন: আপনাকে সু-স্বাগতম

১২| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৬

ইসতিয়াক অয়ন বলেছেন: B-)) B-)) B-))

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা। মডুরা তো আপনার প্রতিও সেটাই করছে। যা লেখেন তাই নির্বাচিত করে =p~ অবশ্য আমিও মডু হলে আপনার পোষ্ট নির্বাচিত করতাম :#>

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

কৌশিক বলেছেন: আমি যা লিখি তার মধ্যে এখন একটা গভীর ব্যক্তিগত লোভ আছে। এবং অপেক্ষা থাকে। এবং আনন্দ থাকে। যা লেখার শব্দে নাই...কিন্তু লেখার উদ্দেশ্যের মধ্যে থাকে।

মডু সেটা কিভাবে পড়ে ফেলে যেনো। গোপন বিষয় গোপন থাকে না আর।

আমার লেখা আপনি ট্রাশে ফেলবেন...কারণ লেখাটা গুরুত্বপূর্ণ না। ট্রাশে ফেলাটা গুরুত্বপূর্ণ।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

আবু শাকিল বলেছেন: দারুন বলেছেন গো -
"ছবির জন্য আমরা এখন বাঁচি। ভবিষ্যতের স্লোগান হবে প্রত্যেকটা মানুষের ছবি তোলার অধিকার থাকতে হবে। সম্ভবত সংবিধানে যুক্ত হবে নতুন অনুচ্ছেদ। "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.