নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা আমার অনুকূলে নয়। ত্রেত্রিশটা কারণের মধ্যে একটা হচ্ছে ঘড়ি। ভাবলাম একটা ঘড়ি কিনবো। তারপরে একযুগের মধ্যে কেনা হয়নি। তারও কারণ তেত্রিশটা।
ঘড়ি ছাড়া সময় অনুকূলে রাখার কোনো বন্দোবস্ত আমার জানা নাই। ইচ্ছেমতো কাটা ঘুরিয়ে সময় নিয়ন্ত্রণ করার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।
বাকী বত্রিশটা কারণ আমার অজানা। এসবের সাথে ভুত-প্রেত জড়িত থাকতে পারে। অলৌকিক বিষয়ই। এই শতাব্দীতে এসে মানুষের জীবন পুরোপুরিই অশরীরী হয়ে পড়েছে।
দেখি না, দেখতে হয় না। তারপরেও আমরা কেমন কেমন। ভুত তো বটেই। ভুতের ফোরটিন জেনারেশন আমাদের চারপাশে।
ঐরকম বত্রিশটা কারণে আমার সময় এখন অনুকূলে না। আর বাকীটা তো বললামই...সময় ঘুরিয়ে দেবার মত একটা ঘড়ি আমার নেই।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মডুরা বাড়ে বাড়ে আপনার পোষ্ট নির্বাচিত পাতায় নিয়ে অন্যদের কাছে একটা মিথ্যা আরোপিত করতে চায় যে আপনি মডু :!>
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
কৌশিক বলেছেন: নির্বাচিত পাতার কি বিশেষ কোনো গুরুত্ব আছৈ? ঐ পাতা তো আমি কখনও ভিজিট করি না।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৮
ইসতিয়াক অয়ন বলেছেন: বাহ ! সুন্দর !!
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১১
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
ইখতামিন বলেছেন:
কৌশিক ভাই...
নির্বাচিত পাতার বিশেষ কোনো গুরুত্ব এতোদিন না থাকলেও এইবার মনে হয় হবে।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
যীশূ বলেছেন: এটাও ভালৈছে
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
ইখতামিন বলেছেন:
সুন্দর করে লিখেছেন।
আজকের এই সময়টা যদি গতকালে ফিরিয়ে নেওয়া যেতো, তাহলে কতোই না ভালো হতো।
অঃটঃ
কৌশিক ভাই
আজকের কোনও পোস্ট নির্বাচিত পাতায় যায়নি।