নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার বাড়ি নেই। আমার বাড়ি আছে। তার বাড়ি নাই তো কোনো অস্তিত্ব নাই। আমার আছে। আমার মনে সুখ নাই। তার সুখ আছে। কিন্তু তার অস্তিত্ব নাই।
যখন সে উড়ে যায়..তখন উড়তেই থাকে। চেয়ে দেখি তার ওড়াউড়ি। কখনও দেখি না। দেখলে কষ্ট হয়। ঠিক কষ্ট না। একটা অবোধগম্য শূন্যতা - না কষ্ট, না কিছু।
কষ্ট বলতে চাই না, আসলে সেটা কষ্টই। কষ্ট বললে আরো কষ্ট লাগে। বরঞ্চ এটাকে একটু কম কষ্ট করে বলি কেমন কেমন লাগে। মানে ঠিক তীব্রতাটাকে ছেটেখুটে।
তার বাড়ি নাই। তার সুখ আছে। তার সবই আছে। মানে তার অস্তিত্বটাই আছে।
আমার বাড়ি আছে। কিন্তু...হুম আমার কেবল বাড়িই আছে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২
কৌশিক বলেছেন: একজন সুখী মানুষ সম্ভবত।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
ইখতামিন বলেছেন:
তার কিছুই নাই। তার সবই আছে।
দারুণ কবিতা।
প্রথম ভালো লাগা।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
খেয়া ঘাট বলেছেন: ভাবকথার কোনো ভাবই নিজ স্বভাবে ,বুদ্ধির অভাবে, যেভাবে বুঝা দরকার ছিলো তা অনুভব করতে পারিনাই।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
শরৎ চৌধুরী বলেছেন: দূর্দান্ত।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দূর্দান্ত।
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
যীশূ বলেছেন: ভালৈছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সে কে?