নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

'বাংলা ব্লগ দিবস' পালন বাংলাদেশে ভার্চুয়াল-কালচারের মাইল-ফলক

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

সামহোয়ারইন বাংলা ভাষাকে ওয়েবের মাধ্যমে বিশাল একটা জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় করেছে যারা ইংরেজী অক্ষরে বাংলা লিখতে বা ইংরেজী ভাষায় যোগাযোগ করতো। মেইল, ওয়েব থেকে শুরু করে যেখানে মন্তব্য বা লেখালেখির জায়গা ছিলো সর্বত্রই বাংলা লেখা এত সহজতর ছিলো না। সামহোয়রইনব্লগ এক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়েছে। অনেকেই এমন ছিলো, এমনকি আমিও, অন্য জায়গায় লেখার জন্য সামহোয়াইনের নিউ পোস্ট উইন্ডোটা ব্যবহার করতাম। মনে রাখতে হবে তখনও অভ্র'র যুগ শুরু হয়নি। সামহোয়ার যদিও তখন ইউনিকোড ছিলো না, কিন্তু ওয়েবেই পুরাতন বাংলা লেখার কিবোর্ড নিয়ে আসা যুগান্তকরী ছিলো। কালক্রমে ইউনিকোড হলো এবং খুব সহজ কীবোর্ড নিয়ে এলো।



বাংলাদেশে ব্লগের যত অর্জন তার ৯৯% সামহোয়ারইনব্লগের আর বাকি ১% বাদবাকী সব ব্লগের। বিষয়টা হয়তো সত্য নয়, কিন্তু আমি এভাবেই বলবো।



ভার্চুয়াল-মানুষদের এ্যাক্টিভিস্ট বানানোর সূচনাও ঘটে সামহোয়ারইনে। তখন ফেসবুক ছিলো না - কিন্তু ব্লগাররা যাবতীয় সকল প্রতিবাদ-বিক্ষোভের সূত্রপাত করেছিলো। তার ধারাবাহিকতায় 'অনলাইন এ্যাক্টিভিস্ট' নামে একটা নতুন শব্দমালার আবির্ভাব বাংলাভাষায়।



বাংলা ব্লগ বাংলাদেশের অনলাইন জনগোষ্ঠীর বাক-স্বাধীনতার ক্ষেত্র বিকাশে ভূমিকা রেখেছে যা গনতান্ত্রিক অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছে। রাজনীতি-বিমুখ বিশাল এক তরুণ গোষ্ঠীকে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে উৎসাহিত করেছে। এজন্য ব্লগ দিবস এসব অর্জনের মুখপাত্র হয়ে থাকে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: বাংলাদেশে ব্লগের যত অর্জন তার ৯৯% সামহোয়ারইনব্লগের আর বাকি ১% বাদবাকী সব ব্লগের। বিষয়টা হয়তো সত্য নয়, কিন্তু আমি এভাবেই বলবো।
কথাটা সত্য অনেকাংশেই।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২১

কৌশিক বলেছেন: প্রিয় জিনিসের জন্য একটু পক্ষপাত থাকবেই।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভেচ্ছা! অনলাইনে হওয়ায় আপনার কথা মিস করলাম, মানে অনুষ্ঠানে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

কৌশিক বলেছেন: হাহাহা। অনেক লেকচারবাজি করছি। আর নাহ। কেমন আছেন?

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। তবে এবার সরাসরি সাক্ষাৎ হচ্ছে না। আপনার জ্ঞানগর্ভ কথাও শুণা হচ্ছে না।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

ইখতামিন বলেছেন:
আমি এখনও অভ্র তেমন একটা ব্যবহার করিনা। কিন্তু ইউনিকোডে লেখার প্রয়োজন হলেই সামহোয়াইনের নিউ পোস্ট উইন্ডো ব্যবহার করি :)

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল আছি। আপনি কেমন আছেন?

আপনি আঞ্চলিক কোন একটায় যান।

আমার ব্লগ দিবস উপলক্ষে পোষ্ট দেয়ার কথা ছিল :(( কিন্তু কালকে ঘুম থেকে উঠতে উঠতে তো ব্লগ দিবস চলে যাবে :( সো স্যাড, পিপল উইল থিঙ্ক আই অ্যাম অ্যারোগ্যান্ট।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

কৌশিক বলেছেন: এ্যারোগ্যান্ট মনে করার কি আছে? আপনার সময় সুযোগ বুঝে দিবেন। আপনার পোস্ট পড়ার অপেক্ষায়।

কোথাও যাওয়া হবে না। আপনি থাকলে কোনো একটা জায়গায় যাওয়া যেতো।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা কৌশিক ভাই ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

শুঁটকি মাছ বলেছেন: শুভেচ্ছা রইল!!!!!!!!

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা কৌশিক দা। !:#P !:#P !:#P

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

তাহমিদুর রহমান বলেছেন: ব্লগ দিবস উপলক্ষ্যে একটি লেখা

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

মহামহোপাধ্যায় বলেছেন: বাংলাদেশে ব্লগের যত অর্জন তার ৯৯% সামহোয়ারইনব্লগের আর বাকি ১% বাদবাকী সব ব্লগের। বিষয়টা হয়তো সত্য নয়, কিন্তু আমি এভাবেই বলবো।

সহমত। বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা ভাইয়া।


ভালো থাকুন।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

আরজু পনি বলেছেন:

ইসস এই কথা গুলোই আপনার কন্ঠে শুনতে পারলে বেশ হতো :D

ব্লগ দিবসের শুভেচ্ছা রইল, কৌশিক ।।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

এম মশিউর বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। :)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে দেখলাম 'ইয়াং নাইট' এ B-))

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

কৌশিক বলেছেন: কেম্নে কি? কোথাও যাইনাইতো!

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগের :P

ওইটা কি আপনি না। আল্লাহ, আপনি আপনাকে ভুল চিনে এসেছি এতদিন ;) ;) ;) ;) ;)

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

কৌশিক বলেছেন: কই দেখলেন। লিংক দেন। একটু দেখি আবার। তারপরে নিশ্চিত হই আমি কিনা।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

View this link

আপনি আমার ব্লগে কমেন্ট করেন না কেন :|

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

কৌশিক বলেছেন: আপনার আড্ডা তো বিয়াফুক হিট।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: লুলামি জিন্দাবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

কৌশিক বলেছেন: ছিছিছি আমি মোট্টেও লুলামি করি না। এই একটু আধটু ভুলে হয়ে যায়। মাফ করে দিয়েন চেয়ারম্যানসাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.