নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার অলিগলিতে সাদা-কালো অক্ষরে ছাপানো হিজবুত তাহরীরের বিশাল পোস্টার চোখে পড়লো। গতকাল রাতেই বোধহয় সাটিয়েছে। এই পোস্টারে দুই নেত্রী হাসিনা-খালেদাকে বাদ দিয়ে সামরিক বাহিনীকে ক্ষমতা দখলের জন্য আহবান জানানো হয়েছে।
তাদের দাবি সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে হিজবুত তাহরীর নেতাদের হাতে দায়িত্ব ছেড়ে দিবে যারা দেশে ইসলামী খেলাফত কায়েম করবে।
পোস্টারে হিজবুত তাহরীরর নামের শেষে আরো দুটো শব্দ যোগ করা হয়েছে। যা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা বৈশ্বিক সংগঠন।
হিজবুতের প্রধান হিসাবে মানে আমীর হিসাবে এক পুরুষের নাম লেখা হয়েছে যা আরবদের নামের মত। এবং দুটো ওয়েব সাইট ও উক্ত আমীরের ফেসবুক পেজের ঠিকানাও দেয়া হয়েছে।
বোঝাই যাচ্ছে হিজবুত তাহরীরের পরিকল্পনা হচ্ছে দেশের সামরিক বাহিনীকে দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। কিন্তু আমি গরীব মানুষ, ক্যামেরা নাই - সেজন্য ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না। কেউ যদি আমাকে একটা ডিএসএলআর ক্যামেরা খয়রাত দিতো কতই না আমার উপকার হতো!
সে যাক, ক্যামেরা কেউ দেউক বা না দেউক - পোস্টার তুলতে পারি আর না পারি আপনারা পোস্টারটা দেখে নিবেন। আমি ভেবে কুল পাই না, হিজবুত তাহরীর এই মিশনকে ছাগলের মুখ থেকে জোর করে কাঠাল পাতা কেড়ে নেয়ার মত মনে হচ্ছে না? হিজুরা কেনো নিজেরা কাঠাল পাতা জোগার করতে পারে না? অন্যের দন্ড দিয়ে সঙ্গম করলে বাচ্চাকাচ্চা তো দন্ডের মালিককেই বাপবাপ করবে! তখন হিজুর কি হবে?
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কেমন আছে?
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
কৌশিক বলেছেন: গুড গুড। আপনি কেমন আছেন?
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
যীশূ বলেছেন: ঐ, তুমি না একটা ডিএসএলআর কিনলা? সেইটা করছো কি?
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
নষ্ট ছেলে বলেছেন: "কিন্তু আমি গরীব মানুষ, ক্যামেরা নাই - সেজন্য ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না। কেউ যদি আমাকে একটা ডিএসএলআর ক্যামেরা খয়রাত দিতো কতই না আমার উপকার হতো! "
এক পোস্টারের ছবি তুলতে কি আবার ডিএসএলআর লাগে নাকি? মোবাইলের ক্যামেরা দিয়াই তোলা যায়। নাকি বলবেন ক্যামেরা মোবাইল নাই?
এতটুকু সামর্থ যদি না থাকে তাহলে কি ব্লগ দিয়ে ইন্টারনেট লেখেন?