নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরোধী দল বিশেষ করে বিএনপিকে না রাজি করানো পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এমন বিশ্বাস করা যাচ্ছে না। আর করলেও সেটার পরিনতি ৯৬ সালের বিএনপির একক নির্বাচনের চেয়ে আরো নির্বোধ অনুকরণ হবে মাত্র।
তবে এই দেশে জনগণ মূলত কোনো বিপ্লব করে কিনা তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। রাস্তায় নামে বটে, কিন্তু আসলে তারা কোনো রাজনৈতিক সুবিধা ভোগ করে না। শেষ পর্যন্ত সবকিছুই ফসকে যায়।
চায়ের আড্ডা, ড্রইংরুম, টকশো, ব্লগ আর ফেসবুকের জনপ্রিয় টপিক বানানো ছাড়া নির্বাচন ও সরকার ব্যবস্থা নিয়ে আমাদের আর কিছু যায় আসে না !
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আমি অপদার্থ বলেছেন: নিজে থেকে কিছু করার পথ যে এতই সংকীর্ণ কার পক্ষেই এই সিস্টেমের পরিবর্তন করা সম্ভব না। যদিনা সিস্টেম নিজেই ধ্বংস না হয়ে যায়। সিস্টেমবাজরা যেই দিন নিজেদের সিস্টেমের প্রতি তিক্ত হয়ে উঠবে সেইদিনি সুন্দর আগামীর দেখা পাব আমরা।সিস্টেমে গা না ভাসিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করাই এখন শ্রেয়।