নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

কেনো ব্লগ লিখি বা বলা করি - দ্বিতীয় পার্ট

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

আরো কিছু আলতু ফালতু বলাবলি। কেনো ব্লগ লিখি বিষয়টা যেহেতু মাথায় ঢুকেছে সেহেতু এটাকে খালাস করতেই হবে। বা কেনো ব্লগ লিখির চেয়ে বলা উচিত কেনো 'বলা' করি। যেহেতু 'বলা' আমি যেকোনো লেখার জায়গায় করি, যেমন ব্লগ, ফেসবুক, কারো পোস্টের শেষের মন্তব্যের জায়গা, কোনো সংবাদের মন্তব্যের জায়গায় - সুতরাং আমার নানাবিধ বলার ধরণ সম্বন্ধে একধরণের পরিচয় সম্ভব হয়েছে। এইসব ধরণ কোনোটা আমাকে পূর্ণ স্বাধীনতা দেয়, কোনটা নিয়ন্ত্রিত স্বাধীনতা। কোনটায় আমি শ্রোতা হিসাবে পাই ছাগল, কোনটাতে পাগল - একই সাথে প্রিয় মানুষ, অপ্রিয় মানুষ। কোনটাতে নানা পেশার মানুষ - আর তাদের মিথস্ক্রিয়ার নানা নিয়ম। এসবের মধ্যে থেকে এক বিশাল, বহুমুখী বিষয়াবলীর সাথে আমার ধারণা জন্মে, সঠিক বা বেঠিক - কখনও আগ্রহ তুঙ্গে চলে যায়। ফলে এসব বিষয়ের উপরে আমার বলাবলির যে একটা আগ্রহ আছে সেটাকে 'বলা' করতে পারি।



এই 'বলা' করতে গিয়ে ভয় বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। নিয়মের ভয়, ধরণের ভয়। মানুষের ভয়। বিষয়ের ভয়। প্রত্যেক ভয়-ই স্বাধীনতাকে সংকুচিত করে, নিয়ন্ত্রিত করে। এর ভেতর থেকে কিভাবে স্বাধীনতাকে উদ্ধার করা সম্ভব সেসব নিয়েও বলা করা যায়।



(এই পোস্টেই লিখবো - ড্রাফট করার অপসন ঠিকমত কাজ না করায় বলাটা অসমাপ্ত রইলো)।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

কাঙাল বলেছেন: সেলাম গুরু.......

২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

সোজা আঙ্গুল বলেছেন: বসের সম্মানার্থে পোস্টটি কমপক্ষে ৭দিনের জন্য স্টিকি করার জোর দাবি জানাচ্ছি।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

কৌশিক বলেছেন: কই স্টিকি তো হইলো না? শুধু শুধু কেনো আশা দেখান?

৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

শাহ আলম৬৭ বলেছেন: পর জনমে হইও রাধা থুক্কু স্টিকি!!

৪| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

রেজোওয়ানা বলেছেন: ব্লগ কেন বলি!?

আমি ব্লগ লিখি বা বলি এই কারণে যে কথা গুলো অন্য কোথাও বলার সুযোগ পাই না, যেখানে বলতে চাইছিলাম সেইখানে উপযোক্ত যোগ্যতা থাকারও পরেও বলার অনুমতি না পাইয়া এইখানে বলি!!

৫| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

নেক্সাস বলেছেন: কৌশিক দাদা বেশ উচ্চ মার্গিয় ভাবনা মনে হচ্ছে। তবে ভাবনাটা ভাল লেগেছে যদিও আরি কিছু বোধ হয় বকা বা জানার ছিল

৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


কি বলতে কি বলে ফেলি তার চেয়ে চুপ থাকি সেটাই ভালো।

৭| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৬

আরিফ রুবেল বলেছেন: এই রকম আঁতকা ব্রেক কষলে কেমনে কি ? :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.