নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় আওয়ামী লীগ, আপনাদের অধীনে নাকি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন - কোনটা লাভজনক আপনাদের জন্য?

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

মাননীয় আওয়ামী লীগ, আপনারা দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার ব্যবস্থা যদি বহাল রাখেন, তারপরে যদি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেন, এবং সেই নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়, তবে সুন্দরভাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন। বাংলাদেশে গনতন্ত্র সমুন্নত হবে, আপনাদের ভূয়সী প্রশংসা করবে সুশীল-কুশীল ও নাগরিক সমাজ।



দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা রেখে আপনারা যখন সংসদে বিরোধী দলের আসনে বসে বিশাল বিশাল জাতিয় মানের 'স্পিচ' দিবেন তখন আস্তে আস্তে বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সময় হয়ে আসবে। আপনারা কি নিশ্চিত বিএনপি সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবে? আপনাদের আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য রাজপথে আন্দোলনে নামতে হবে না তো? অতীত-ভেদিত দৃষ্টান্ত আমরা দেখেছি, আপনারা একটু সুদূরপ্রসারী নাটকটাও দেখে নিন। আপনারা নির্বাচন করবেন, না তত্ত্বাবধায়কের অধীনে করবেন - কোনটা লাভজনক এটা এখন আমাদের মফিজ গেদুও ভালোভাবে বুঝতে পারবে - আশা করি আপনারাও পারবেন।



হুদাহুদি দৃষ্টি অপসারণের চেষ্টা বাদ দিয়ে দলের মধ্যে তরুণ নেতৃত্ব তৈরী করুন, অসাম্প্রদায়িক রাজনীতির মুলমন্ত্র ঠিক করুন ও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে এসবের রাজনৈতিক প্রচারণা শুরু করুন। বিএনপি জোট ক্ষমতায় যদি আসেও তাদের জঙ্গী ভ্রাতারা অল্পদিনের মধ্যেই দেশে তালেবানী আলামত দেখাতে শুরু করবে। বাংলাদেশের মানুষ কিন্তু এইসব বাংলাভাই-টাই পছন্দ করে নাই। কিন্তু জেহাদীদের মাথায় অন্য কিছু ঢোকে না, ভোতা মাথায় তারা আবার ঐ একই কাজই করবে। সুযোগ আপনাদের হাতেই উঠিয়ে দেবে সময় ও পরিস্থিতি।



দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু রেখে নিজেদের ক্ষতি নিজেরাই করছেন না তো?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

কালোকাক বলেছেন: ৫-০ তে হেরে গেল, আর কবে বোধেদয় হবে?

এইবার লাইনে আসা উচিত, একগুয়েমী বাদ দিয়ে।

অট: ব্লকড আমি অনেক দিন ধরে।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

কৌশিক বলেছেন: কোথায় ব্লক?

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩২

গেস্টাপো বলেছেন: কৌশিক দাদা ভালু আছেন? :|
আমি আপনার লেখার অনেক বড় ফ্যান :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

কৌশিক বলেছেন: আলহামদুলিল্লাহ

৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

নষ্ট ছেলে বলেছেন: অনেক দিন পর আপনাকে কৌশিক নিকে দেখলাম!
ওয়েলকাম ব্যাক :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

কৌশিক বলেছেন: আমাকে কি অন্য নিকে দেখা যায়?

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯

মদন বলেছেন: হুমমম

৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

দুরন্ত-পথিক বলেছেন: অবশ্যই তত্ত্বাবধায়ক এর অধীনে নির্বাচন হবে।

৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১০

ল্যাটিচুড বলেছেন: এখনি সময়, একগুয়েমী বাদ দিয়ে জনগন যা চায় তার প্রতিফলন ঘটানো।

৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত!!! ভালো বলেছেন কৌশিকদা!

৮| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: সরকারী দল আর বিরোধীদলের ঐতিহ্যবাহী তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক খেলাটা বেশ ইন্টারেস্টিং :D

৯| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এটা একটা কমন গেম নতুন কোন গেম থাকলে এরা যে কেন ট্রাই করেনা বুঝিনা। :|

১০| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

লেফট্যানেন্ট ব্যাঁকা বলেছেন: জাতীয় সরকার হোক সব দল মিলে।

১১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

সেমিবস বলেছেন: ৫-০ তে হেরে গিয়েতো তারা দেখি চুইপস্যাইয়া গেচে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.