নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

জীবন বহন করা এক অতলান্তিক ঠেউ

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৭

দীর্ঘদিন আমি আমার ভেতরে হাত ঢুকাইনি। হৃদয়ের ভেতরে। বাম হাতও না, ডান হাতও না। নিজের হৃদয়ের সাথে নিজের দূরত্ব মেপে চলার অভ্যাস হয়ে গেছে। বাম হাত দিয়ে সর্বনাশ করার মানে হয় না।



বিষয়টা এমন নয় যে আমি ইচ্ছে করলে আমার হাতটা হৃদয়ের ভেতরে মানে হৃদপিন্ডের মধ্যে ঢুকিয়ে একটু নেড়েচেড়ে দেখতে পারি, টিপেটুপে বুঝতে পারি ভেতরে কোন জায়গাটা ব্লক হয়ে আছে, বন্ধ হয়ে আছে - রক্তে বা দু:স্বপ্নে - ঠিক এমনও নয়। কিন্তু তারপরেও আমার হাত ঢুকাতেই হচ্ছে।



আমার কেনো যেনো মনে হচ্ছে আমি ভালোবাসিতো হচ্ছি না। ফিলিংটা অদ্ভুত। মানে অনুভূতিটা অসম্ভব স্পর্শকাতর - আর সব স্পর্শকাতর অনুভূতির মতই এটা অবোধগম্য - এবং ঠিক এই যুক্তিতে এই অনুভূতিকে একটা বিকার বলা সম্ভব। অনুভূতি তো বোধগম্য হবে, হবার কথা - কিন্তু ভালোবাসিতো না হবার বিষয়টা ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না।



বিষয়টা এমনও নয় যে আমাকে কেউ ভালোবাসে না। বরঞ্চ প্রচুর প্রচুর হিউম্যান বিং আমাকে ভালোবাসে বলেই আমার কাছে প্রতিদিনের নোটিফিকেশন আসে। উহু! ফেসবুকের নোটিফিকেশন না, হৃদয়ে বাম/ডান হাত ঢুকানো নোটিফিকেশন।



এমনকি আমি ধারণা করি নন-হিউম্যান বিংও আমাকে ভালোবাসে। যেমন আমার কিবোর্ড খুব সহজে আমার আঙুলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। চক্ষু বন্ধ করে মোবাইলের কীগুলো মুখস্থ চাপতে পারি। সব সব সব কিছুর সাথে আমার মহান ভালোবাসাময় সম্পর্ক।



কিন্তু তারপরেও ভালোবাসিতো না হওয়ার অনুভূতি আমার হৃদয়ের অনুভূতি - যেখানে বাম/ডান হাত ঢুকিয়ে এটা আমার বের করতে হয়েছে। এইভাবে নিজের হৃদয় উন্মোচন করার জন্য আমি আনন্দিত। মাঝে মাঝে জখমে হাত বুলানো ফের জখমিত না হওয়াকে বন্ধ করতে পারে। তবে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আগ্রহীরা নিজ দায়িত্বে নিজ হৃদয়ের মধ্যে বাম/হাত ঢুকাবেন।

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

বিষয়টা এমনও নয় যে আমাকে কেউ ভালোবাসে না। বরঞ্চ প্রচুর প্রচুর হিউম্যান বিং আমাকে ভালোবাসে বলেই আমার কাছে প্রতিদিনের নোটিফিকেশন আসে। উহু! ফেসবুকের নোটিফিকেশন না, হৃদয়ে বাম/ডান হাত ঢুকানো নোটিফিকেশন।

ভাইয়া অসাধারণ দর্শন +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.