নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

'তুই একটা চুৎমারানি', সত্যি কথা বলার জায়গা তো সংসদই

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৭

বিএনপি সংসদের দীর্ঘদিনের প্রমিত ভাষা ব্যবহারের প্রাগৈতিহাসিক শ্লীল-অশ্লীল ধারণা ভেঙে দিয়েছে। চুদুরবুদুর, চুৎমারানী - এইসব শব্দসমূহ সংসদে সাহসের সাথে আগে কেউ উচ্চারণ করে নি। সাধুবাদ জানাই এই চর্চাকে, অপেক্ষায় আছি শুনতে কোন এক এমপি তার প্রতিপক্ষকে বলবেন....'তুই একটা চুৎমারানি', সত্যি কথা বলার জায়গা তো সংসদই, যতই শ্লীল-বিরোধী হোক না কেনো।



আশা করি সমস্ত সংসদরা এভাবেই তাদের সঠিক অনুভূতি ব্যক্ত করার জন্য সঠিক শব্দটি ব্যবহার করবেন। কারণ সাধারণ মানুষ যে গালি দিতে অভ্যস্ত তা যদি সংসদেও না দেয়া যায় সঠিক রিপ্রেজেনটেশন হয় না। আপনাদের ভোট দিয়ে আমরাই সংসদে পাঠিয়েছি - সুতরাং আপনাদের মুখের জবান হবে আমাদের মতই। শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে ভাষা, আচরণের বিধিনিষেধে সংসদকে ধর্মাগার বানালে সমালোচনা করবে কে? 'আপনি এততোগুলো পচা' এইসব বলার দিন গত হয়েছে, মনে মনে আসলে যে গালিটা দেন সেটা উচ্চারণ করাই দেশ ও জাতির জন্য কল্যাণকর।



গালি বিষয়ে ধর্মের নিষেধাজ্ঞা রয়েছে বলে একটা সামাজিক ধারণা পরিবারসমূহে গ্রোথ্থিত থাকলেও আমাদের অনলাইন এক্সপেরিয়েন্স ভিন্ন। আমরা দেখেছি ধর্মকে ডিফেন্ড করতে বা সমুন্নত রাখতে ধার্মিক নামধারী মানুষদের গালির তুফান। দেখে দেখে একসময় মনে হতো ধর্মবিরোধীদের জগতের নিকৃষ্টতম গালি না দিলে সম্ভবত ধর্ম ভেঙেচুড়ে গুড়ো গুড়ো হয়ে যাবে। ধর্মকে সুরক্ষায় জাতিয়তাবাদীদের গালি প্রয়োগ ও ব্যবহার যার জন্য ভিন্ন কিছু নয়।



ধর্ম-সমালোচকরা কেবল গালি ব্যবহারের অধিকার সংরক্ষণ করবেন, কবি সাহিত্যিকদের আমরা পুজো করবো, তাদের ব্যবহৃত গালিকেও পবিত্রজ্ঞানে আবৃত্তি করবো - আর সেটা মসজিদ, মন্দির বা সংসদে ব্যবহারের অনুপযুক্ত বলে বিবেচিত হবে এই প্রচলিত কাঠামো থেকে চুদুরবুদুর ও চুৎমারানী বড় ধরণের অগ্রযাত্রা।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:১৭

জাতির চাচা বলেছেন: চুদুরবুদুর কোন অস্লীল শব্দ নয়, এটি একটি আঞ্চলিক শব্দ যার অর্থ হচ্ছে টালবাহানা। অপরদিকে চুৎমারানী একটি অস্লীল গালি বিশেষ।এই দুইটিকে এক কাতারে ফেলা যায় না।

২| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:২৭

পাস্ট পারফেক্ট বলেছেন: তুই একটা চুৎমারানি

৩| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ইলিয়াস স্যারের গল্পেও খুব অশ্লীল গালির ব্যবহার পাওয়া যায়।তিনি নিসন্দেহে একজন শক্তি শালী লেখক।কিন্তু গালি ব্যবহার করতে আন ইজি ফিল করি।একজন রিকশাচালক শ্রমিক অনেককেক্ষেত্রে ই তার গালি দেয়া ব্যপক প্রচলিত। তার চরিত্র অংকন গালি ছাড়া সম্ভব নয়।এমনকি সুশীল সমাজেও ওটা বেশ চলে। এবং তা ইংরেজীতে।গালির প্রয়োগ আছে। তবে এটি খুব খারাপ।ধর্মীয় ব্যাপারটা যেহেতু উল্লেখ করেছেন বেশ কিছু কথা মনে পরে গেল। দারুণ একটা আইডিয়া পেলাম।

৪| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:০২

ম্যানিলা নিশি বলেছেন:

শালারা "চুদুরবুদুর" শুনতে কানে লাগে না X((
রেলওয়ে,সোনালি ব্যাংকের টাকা গায়েব করে দেবার সময় তোদের ঐ ভদ্রতা কোথায় ছিল রে?

৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:১৮

যোগী বলেছেন:
এই জন্যই বলি সমাজ থেকে যেহেতু গালী সরানো যাবেনা কোন ভাবেই, কেও গালীদিবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, কেও গালী দিবে মনের সুখে, কেওবা গালীদিবে পরকালের জন্য অশেষ সোয়াব হাসিলের আশায়।

তাই পাবলিক আসো আমরা গালীকে শিল্পরুপ দেয়, গালীশিল্পীরা নতুন নতুন গালী তৈরী করুক আর আমরা মনের সুখে গালীগাই ।

৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ফ্যান্টাসটিক ফাইভ সংসদে গালির বিপ্লব নিয়ে আসলো। পাপিয়া পান্ডে, শাম্মি পান্ডেকে ভুট দিয়ে জয়যুক্ত করুন।

৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮

তিক্তভাষী বলেছেন: শুধু সংসদ কেনো, সর্বত্রই অশ্লীলতা, গালি-গালাজ পরিত্যাজ্য। তবে গালি-গালাজের চেয়েও অশ্লীল বিষয় সংসদে হতে দেখা যায়। সন্ত্রাসী, দুনীতিবাজদের সাফাই গাওয়া, দেশপ্রেমিক আখ্যা দেওয়া- আমার মতে এগুলো গালি-গালাজের চেয়েও অশ্লীল।

৮| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯

আরজু পনি বলেছেন:

গালিবাজরা যখন ভদ্রভাষায় নিজেদের তুলে ধরতে পারে না, যুক্তি দিয়ে নিজেদেরকে উপস্থাপনে ব্যর্থ হয়...তখন গালিই তাদের শেষ অস্ত্র...
তা সাংসদ হোক বা অনলাইন এ্যাক্টিভিস্টই হোক!


৯| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৭

শ্রাবণধারা বলেছেন: সংসদে শুধু গালি দিলে হবে না, মাঝে মাঝে প্রতিপক্ষকে ঘায়েল করতে হাত এবং পাও চালাতে হবে, কিল ঘুসি লাথি ইত্যাদি প্রাকটিস করতে হবে, এবং সেটা সংসদেই, নইলে আর কিসের রাজনীতি?
এক চোর আরেক চোরকে পেটাচ্ছে, এক ডাকাত আরেক ডাকাতকে মেরে রক্তাত্ত করে দিচ্ছে, এক খুনে আরেক খুনেকে পরপারে পাঠানোর বন্দোবস্ত করছে- এর চেয়ে আম জনতার জন্য ভালো এবং আনন্দকর দৃশ্য আর কি হতে পারে............।

১০| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

কোবিদ বলেছেন: চুৎমারানি কোন অশ্লীল শব্দ নয়!
এটার অর্থ হলো স্বর্গের রানী
চুৎ অর্থ স্বর্গ আর রানীর অর্থ বুঝিয়ে বলার
আবশ্যকতা নাই। বর্তমানে এই শব্দগুলি অপ্রচলিত বিধায়
আমরা এই শব্দসমুহ নিয়ে বিব্রত বোধ করি, যেমন করি
বোদা বলতে। বোদা বাংলাদেশের একটি স্থানের নাম।
কিন্তু আমদের সাধারণ জ্ঞানে একে স্ত্রী লিংগ বুঝে থাকি।
যেমন ভাবে কুলা বাংলাদেশের কোন জেলাতে ধান বাছবার
উপকরন আবার কোন জেলাতে এটাকে স্ত্রী লিংগ বুঝে থাকে।
এমন আরো অনেক শব্দ আছে পুরি, সিলেটে পুরি চাইলে খবর আছে।

১১| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মৃন্ময় বলেছেন: হোয়াট দা ফাক ম্যান.......গালি দেওয়া খুব খারাপ

১২| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

আলাপচারী বলেছেন: বিষয়কে তা‍#পর্য দিতে গালির দরকার আছে।

১৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

কাঙাল বলেছেন: ঘটর মটর, লটর বটর, চুদুর বুদুর
তারপর
চুৎমারানি

এই শব্দগুলো নিয়ে আরও গবেষণা হওয়া দরকার। আর মহান সংসদই এর উপযুক্ত স্থান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.