নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল যে জীবিত ছিলো আজ সে মরে গেছে
আজ সকালে যে জীবিত ছিলো সেও মরে গেছে
আজ দুপুরের রোদে-বৃষ্টিতে দৌঁড়ানো মানুষটিও এখন বেঁচে নেই
আজ সন্ধ্যায় যে হেঁটে এলো রাজপথে এখন তার শবের শরীর
আগামীকাল যে হেঁটে হেঁটে সংসদ ঘুরে গেলো আজ সে নেই
মাস শেষে বেতন নিতে এসে মালিকের রক্তচক্ষু দেখে ফিরে গেলো যে জন সেও মরে গেছে
আগামী দিনে যে বসে বসে ইতিহাস লিখছে সেও এখন অজীবিত
সামনের সকল কবি ব্লগার আর লালন ভক্তেরা যত মুখর আড্ডায় মেতেছে, তারাও মৃত
আমাদের প্রাক্তন মৃত-শরীরের উপরে ঘাস জন্মে যায় মরার আগেই
আমাদের আগাম মৃত-অবয়বে ক্যামেরার ফ্লাশ চমকায়
আমাদের বিলবোর্ডে ঝুলে থাকে মৃত্যুর ছবিয়াল
আমাদের প্রতিটা নিশ্বাসের ভেতরে মৃত্যুর থিয়েটার
আমাদের বাঁচার প্রতিটা স্টাটাসে মৃত্যুর ডায়াগ্রাম
২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫
সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন। জিন্দা লাশ।
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:১৩
মুনসী১৬১২ বলেছেন: জটিল হয়েছে
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমরা সবাই এক একটি জীবিত লাশ