নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষয়টা তো এমনও হতে পারতো। যখন কেউ ধর্মকে নিয়ে অশ্লীল গালাগালি করলো, তখন একজন ধার্মিক মানুষ তাকে ফেসবুকে বা ব্লগে পাল্টা গালাগালি না করে তার সাথে বন্ধুত্ব করলো। তার জীবন-যাপনের সাথে পরিচিত হলো। তারপরে তাকে বোঝাতে থাকলো ধর্মের ঔদার্য্য, মহানুভবতা, প্রয়োজনীয়তা, শিক্ষা। এই দেশে কি এমন একজন ধর্মগুরু ছিলো না যে এই খুনের শিকার হওয়া ব্লগারকে, এই ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হওয়া ব্লগারদের দিকে ধর্মের ঐশ্বরিক সৌন্দর্য্য নিয়ে হাত বাড়াতে পারতো? তাদেরকে নিহত করে, আহত করে ধর্মের যে বার্তা দেয়া হলো - তার চেয়ে তাদের কাছে এসে স্নেহের, মমতার বানী নিয়ে কথা বলার মত একজন ধর্মগুরু কি এই দেশে ছিলো না? এখনও কি নেই?
একজন সর্বোচ্চ শ্রদ্ধাভাজন ধর্মগুরু নিজের ধর্মের প্রয়োজনেই যদি ধর্ম-বিদ্বেষকারীকে বুকে টেনে নিতো, যদি দেখাতো তার মহত্ব, তার ঔদার্য্য - ধর্মের বিরুদ্ধে কথা বলার পরেও যদি তাকে ধৈর্য্যের সাথে তার জীবনাচার দেখিয়ে উদ্বুদ্ধ করতো - সেটা কি ধর্মের মহীমাকে খাটো করে ফেলতো? বরঞ্চ সেটাই কি প্রমাণ করে দিতো না তার ধর্মের সুশিক্ষা?
একজন বাবা যেমন তার ছেলেকে ভালোমন্দের দীক্ষা দেন, একজন সর্বোচ্চ ধর্মগুরু সেখানে এই প্রজন্মকে তো তেমন মমতায় দীক্ষা দেবার উদ্যোগ নিতে পারতেন? কেনো তাকে যুদ্ধবাজ সেনানায়কের মত হতে হবে?
বুঝিনা। সত্যিই বুঝিনা।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
আহমেদ জী এস বলেছেন: কৌশিক,
ভালোলাগলো আপনার অনুভূতি । যদি আপনার মতো আমরা সবাই এমোনটা ভাবতে আর করতে পারতাম !
আমাকে যদিও তেমন অর্থে ধার্মিক বলা যাবেনা । তবুও ধর্মকে নিয়ে টানা হেচড়া করলে আপনার আকাঙ্খার মতো তাকে দূরে ঠেলে নয়, বুঝিয়ে বলতে চেষ্টা করি যতোটুকু সম্ভব । এখানে মন্তব্যটুকু করলাম একারনে যে , আমি একজন সাধারন মানুষ হয়েও যদি এমোনটা করতে পারি তবে আমার চেয়ে হাযারোগুন জ্ঞানী মানুষ যারা আছেন তারা আমার চেয়ে ভালো করে তা করতে পারতেন । আপনার মতো একই প্রশ্ন আমারো ।
প্রসঙ্গত নীচের লিংকটি দিতে হলো সঙ্গত কারনেই -
Click This Link
ভালো থাকুন , এভাবেই থাকুন ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সজিব তৌহিদ বলেছেন: ধর্মবাজদের খেলা সত্যিই বোঝা কঠিন।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
আশফাক সুমন বলেছেন: হ ম ম
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেক ভাল লাগল, গুছিয়ে অল্প কথায় আসল কথাটি।
৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্রায় আয়াতুল্লাহ আল খামেনির মতো।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫
আশা-নিরাশা বলেছেন: ভবিষ্যতে কেমন থাকবেন জানি না। তবে ইদানিং আপনার লেখার কমনীয়তা আসলেই ভালো লাগে।
পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা।
এপিজে আবুল কালামের আত্মজীবনিটি পড়েছেন কি না জানি না। তার জীবনীতে লেখা আছে, সে বর্তমানে স্রষ্টাতে বিশ্বাস না করলেও, ছোটবেলায় মসজিদে তার বাবার সাথে মুনাজাত করতো; আর এই দোয়া ছিলো তার জন্য অনেক প্রশান্তির ও প্রেরণাদায়ক।
আমিও কাউকে পরামর্শ দিলে বলি- একাগ্রচিত্তে আসুন অদৃশ্যের নিকট প্রার্থনা করি। ভালো থাকি।