নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

হরতাল - কবে থেকে হরতাল আমাদের নিজেদের হলো!

২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

হরতাল শব্দের সাথে আমরা পরিচিত হলেও ধর্মঘটও প্রায় সমার্থক হিসাবে বিবেচিত হয়। তবে অর্থের দিক থেকে হরতালের সাথে যোগাযোগ আর ধর্মঘটের সাথে কর্মস্থানের একটা যোগ আছে। ভারতীয় উপমহাদেশে সর্বাত্মক হরতাল না ধর্মঘট কোনটা আগে ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য উদ্ধার করতে না পারলেও সাম্প্রতিককালে কিছু আত্মজীবনী পড়ে মনে হচ্ছে 'ধর্মঘট' সম্ভবত জেল থেকে শুরু হয়েছে।



বৃটিশ-বিরোধী আন্দোলনের সময় জেলে রাজনৈতিক বন্দীরা অনশন-ধর্মঘট পালন করতেন। বৃটিশ বিরোধী কংগ্রেসী, স্বদেশি, বামরা অনশনের জন্য বিখ্যাত ছিলেন।



হরতাল শব্দটা বাংলাদেশে প্রচলিত হলেও ভারতের বাংলা ভাষী অঞ্চলে ধর্মঘট এবং অন্যান্য অঞ্চলে বনধ বলা হয়। ইংরেজী প্রতিশব্দ হিসাবে স্ট্রাইক একসময়ে আধিপত্য বিস্তার করে থাকলেও - এখন হরতাল শব্দটা ইংরেজীতে বেশী ব্যবহৃত হয়।



ভারতে 'হরতাল' শব্দটা বনধ বা স্ট্রাইকের আড়ালে চলে গেলেও মহাত্মা গান্ধীই প্রথম 'হরতাল' শব্দ ব্যবহার করে সব কাজ ও যোগাযোগ বন্ধের আন্দোলন সূচনা করেন। হরতাল শব্দটাও গান্ধীর মাতৃভাষা গুজরাটি।



তবে হরতাল/ধর্মঘটের এই চর্চা একদমই ভারতীয় আবিস্কার নয়। এর সূচনা আমেরিকাতে - সম্ভবত মে মুভমেন্টের মাধ্যমে।



আগামী হরতালে হরতাল বিষয়ক ইতিহাসই পড়বো বলে ভাবছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: যখন একদিন বাঙ্গালী ছিলাম রে
তখন থেকে হরতাল
আর আজ হযবরল তাল

২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

আরিয়ানা বলেছেন: বাহ অনেক নতুন তথ্য জানলাম!

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

এম এম কামাল ৭৭ বলেছেন: তথ্য সমৃদ্ধ

++

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আগামী হরতালে হরতাল বিষয়ক ইতিহাসই পড়বো বলে ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.