নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরে ইয়োলো ক্যাব কয়টা চলে জানেন? মাত্র ৭০/৮০ টা। একমাত্র কোম্পানী নাভানা - যা টিকে আছে। এই ৭০/৮০টা ক্যাব আবার যখন তখন রিকুইজিশনের কোপে পড়ে। নতুন কোনো ইয়েলো ক্যাব রাস্তায় নামারও কোনো সম্ভাবনা নাই। রিকুইজিশন বন্ধ করা ও পুরা বাংলাদেশে চলাচল করতে দেবার অনুমতিসহ কয়েক দফা দাবী সরকারের কাছে পেশ করেছে ইয়েলো-ক্যাব কোম্পানিগুলো। না মানা হলে নতুন কোনো ইয়েলো-ক্যাব আমদানী তারা করবে না।
চায়ের দোকানে একজন ড্রাইভারের সাথে কথা বলতে বলতে জানলাম। তবে অনেক বিশেষজ্ঞরা যা বলে এসেছেন দীর্ঘদিন যাবত যেমন ট্যাক্সি-ক্যাবের তুলনায় পাবলিক-ট্রান্সপোর্ট বা গণপরিবহনের পরিমাণ বাড়াতে হবে - সেটাই গুরুত্বপূর্ণ মনে হয়। রাস্তা যেহেতু বাড়ছে না - কাজেই অসংখ্য ছোট ছোট গাড়ীর বদলে বড় বড় গাড়ী/বাস যা বেশী মানুষ পরিবহন করতে সক্ষম সেটাই হওয়া উচিত।
তবে আমার একটা গাড়ি কিন্তু চাই-ই। কেউ কি গাড়ী ভিক্ষা দেয়?
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++++++++++++++