নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

যে শিশুটি চোখের সামনে ধুকছে অনাহারে

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সরকারী সূচকে দেশে দারিদ্র কমার খবর থাকে। অথচ চোখের সামনে আমরা প্রতিনিয়ত দরিদ্রক্লিষ্ট শিশুদের দেখি। একদল বলে তাদের ভিক্ষা দেয়া ঠিক নয়, ভিক্ষার উপরে নির্ভরশীল হয়ে যাবে। আরেকদল বাচ্চাটিকে দেখে দয়াদ্র হয়ে দু-চার টাকা গুজে দেয়। আমরা এমন কথাও বলতে শুনি ওরা পেশাদার, ওরা চোর, এতটুকুন বাচ্চা অথচ কি শয়তান দেখেছেন!



ফুটপথে তিন/চার বছর বয়সের বাচ্চারা কেমন দিব্যি হেঁটে বেড়ায়, এটা সেটা খুটে খায়। রাস্তায় জন্মে বলে হয়তো রাস্তায় একা দৌড়ে বেড়াবার সাহস তার জন্ম থেকেই চলে আসে। এদের দেখে আমাদের তেমন বিকার হয় না। হলে এরা এভাবে বৎসরের পর বৎসর উদ্বাস্তু থাকতে পারতো না।



এরা কি ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে নিয়েছে? মোটেই না। নানাবিধ চক্র এমন উদ্বাস্তুদের ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে রাখে। এর সাথে নানা ধরণের মাদক ও অপরাধের একটা ছদ্মাবরণ থাকে। এই মানুষগুলো রাস্তায় থাকা, এমন দরিদ্রতা নিয়ে ঝুলতে থাকা মানুষগুলো কিছু ব্যবসার জন্য দারুণ একটা কভার-আপ হয়ে ওঠে।



যতটা নিরীহ অসংগঠিত মনে হয় - মূলত এরা তার চেয়ে অনেক বেশী সংগঠিত একটা পেশাদার গ্রুপের ক্রীড়ানক। তাদের স্বাধীনতা নাই ফুটপথ থেকে সরে পড়ার, অন্য কোন পেশায় নিযুক্ত হবার। একধরণের দাসত্বের মধ্যে বন্দী থাকে এই অসহায় মানুষগুলো।



যারা তাদের ব্যবহার করে তারা সবাই আমাদের মান্যগন্য সমাজপতি। তাদের হাতে এই অসহায় মানুষগুলোর কিভাবে বন্দী হয় তা নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো দরকার। আমি অনেক শিশুকে নিয়ে আসতে চেয়েছি, পুনর্বাসন করতে চেয়েছি - কিন্তু খুবই বিষ্ময়করভাবে উপলব্ধি করলাম সরকারী পুনর্বাসন কেন্দ্রের ভগ্নদশা। যেখানে এই অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে পড়ে, আরো বেশী দাসত্বের শৃংখলে আটকা পড়ে।



আমাদের ভাবা উচিত। কিছু একটা করা উচিত। রাস্তায় এই ছোট্ট শিশুগুলো যেভাবে বেড়ে ওঠে - তা দেখে মুখ ফিরিয়ে চলে যাওয়া আমাদের সব মানবীয় অনুভূতিকে উপহাস করে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

নিমচাঁদ বলেছেন: ধনী মানুষ সবাই দরিদ্রের পিছনে টাকা পয়সা খরচ করতে চান না ।অনেকেই অবশ্য এর ব্যতিক্রম আছেন ।
ইসলামের ৫ মূল স্তম্ভের একটি হলো জাকাত। এটা ফরজ এবং অবশ্য পালনীয় ।আমার ধারণা সরকার ধনী মুসলমানের কাছ থেকে জাকাত নেওয়াটা বাধ্যতামূলক করলে , এই টাকা গুলো দিয়ে এই দরিদ্র শিশু দের জন্য সুন্দর ভবিষ্যত নির্মাণ করা পসিবল ।

বর্তমান 'পরিবর্তিত' পরিস্থিতিতে এই ধরনের একটা পদক্ষেপ নিতে একটা ইসলামী আন্দোলন শুরু করতে পারেন কিনা ?

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

কৌশিক বলেছেন: সরকারের ফান্ডে টাকা আছে, তাদের জন্য পুনর্বাসন কেন্দ্র আছে, দায়িত্বপ্রাপ্ত জনবল আছে। টাকার অভাবের কথা আমি বলিনি। সমস্যাটা হলো এদেরকে জোর করে একদল মানুষ এই কাজে নিয়োজিত রাখার ব্যবস্থা করেছে। আমার পোস্টে সেই বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি। ধরতে হবে তাদের - যারা এদের বাধ্য করছে।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

ডক্টর স্ট্রেঞ্জলাভ বলেছেন: হুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.