নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

সকল ধর্মপ্রাণ মানুষের কাছে ক্ষমা চাই

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

অনেকে ক্ষমা বা সরি বলতে এসে এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলেন যে বোঝাই যায় না আসলে তিনি অনুতপ্ত কিনা। একধরণের আত্মাভিমান বেশ যুৎসই কুটনৈতিক ভাষায় ব্যক্ত করেন।



আমি এসব ভনিতার মধ্যে যাচ্ছি না। আমি নিশ্চিত আমার কিছু কিছু লেখা বা মন্তব্যে অনেক ধর্মপ্রাণ ব্লগার আহত হয়েছেন। যদিও গড়ে একটা পোস্টে আমার পাঠক একশও না। তারপরেও তাদের আহত হওয়ায় আমি অনুতপ্ত। আমি এজন্য ক্ষমা চাই।



মূলত ব্লগ যখন শুরু হয় সেসময় এর একধরণের উম্মাদনা ছিলো, অপার স্বাধীনতার ক্ষেত্র ছিলো - কখনও কল্পনা করা যায় নি এর লেখা সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যাবে। আমি ব্যক্তিগত জীবনে আমার পরিবার-পরিজন-আত্মীয়স্বজন কারো সাথে ধর্ম বিষয়ক কোনো অমর্যাদাকর কথা বলিনি। ধর্মের নানা বিষয় সম্বন্ধে প্রশ্ন ছিলো - কিন্তু সেসব কৌতুহল মিটিয়েছি বই পড়ে, মানুষের সাথে আলাপ করে।



ব্লগে ধর্ম বিষয়ক নানা প্রশ্ন, সমালোচনা, উগ্র-সমালোচনার একধরণের সুযোগ ছিলো। এই নিয়ন্ত্রনহীন স্বাধীনতার যথেচ্ছা ব্যবহারও হয়। কখনও আমিও এমন মন্তব্য করেছি, ব্লগ লিখেছি - এর একধরণের ব্লগিও মিথস্ক্রিয়ার আকর্ষণ ছিলো বলে। কোন ধরণের শব্দ/ভাষা ব্যবহার করলে ধর্মপ্রাণ মানুষ আহত হয় এর বাইরের বাস্তবতা আর ব্লগের বাস্তবতা একসময় একদমই ভিন্ন ছিলো। বাইরে কোনো মানুষ ধর্ম সম্বন্ধে কটুক্তি করার সাহস রাখে না প্রকাশ্যে, কিন্তু ব্লগে সেটা করতে পারে অনায়েসে। কারণটা রিয়েলিটি ও ভার্চুয়ালিটির পার্থক্য আছে বলে। ফলে ভার্চুয়ালিটি যখন রিয়েলিটি হয়ে ওঠে বা রিয়েলিটিতে বিলিন হয়ে যায় ভার্চুয়ালিটি - ব্লগের ভাষা ও প্রতিক্রিয়ারও পরিবর্তন হতে থাকে। একসময় যা বাইরে বলা যায় না - তা ব্লগেও বলা যায় না - এমন একটা সমরেখায় এসে উপস্থিত হয়।



ধর্মের নানা গোঁড়ামি সম্পর্কে আমি কথা বলতে পছন্দ করি - যা যেকোনো সাধারণ শিক্ষিত মুসলমান করে থাকে। গ্রামে-গঞ্জে অনেক মানুষই ধর্মের নানারকম অপব্যাখ্যা করে, মাদ্রাসায় ঠিকমত পড়াশুনা করেনি - কিন্তু কিছু সুরা-কেরাত মুখস্থ করে সাধারণ মানুষের সামনে বিশাল আলেম হিসাবে জাহির করে। এসব চোখে দেখা। এমন সব আজগুবি গল্প তৈরী করে যার কোন রেফারেন্স পাওয়া যায় না। এসব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক চরম সত্য।



আমাদের ধর্মজ্ঞান - যারা মাদ্রাসায় পড়েনি, তাদের দৌড় একদমই সীমিত ছিলো একসময়। আরবী না বুঝে, কুরআন শরীফ ও হাদিস শরীফের মর্ম না বুঝে কেবল কিছু ওয়াজ শুনে যে ধর্মজ্ঞান তৈরী হয় তা দিয়ে ইসলাম বোঝা সত্যিই অসম্ভব। তাছাড়া, মাদ্রাসায় যারা ধর্মজ্ঞান লাভ করেন - তাদের মধ্যেও ভালো ছাত্র, খারাপ ছাত্র রয়েছে। সবাই সমানভাবে ধর্মশাস্ত্র, ফিকাহশাস্ত্র ভালোমতো রপ্ত করতে পারবে এমনটি ভাবাও যায় না। তাদের কাছ থেকে সব সময় সঠিকভাবে ইসলামের শিক্ষাও সম্ভব হয় না।



ইন্টারনেটে, ব্লগে/ওয়েবে ধর্মের নানা বিষয় সহজলভ্য হওয়ায়, অনুবাদ হাতের কাছে থাকায় অনেক মানুষই ধর্মের নানা বিষয় নিয়ে আগের তুলনায় বেশী পড়া ও বোঝার সুযোগ পায়। এই একই মাধ্যমে ধর্মের সমালোচনার ক্ষেত্রও বিস্তৃত হবে এটাও স্বাভাবিক।



ব্লগে আমার ধর্ম বিষয়ক লেখায় মূলত আমি ধর্মের নানা গোঁড়ামিকে চিহ্নিত করার চেষ্টা করেছি, এসব চেষ্টায় অনেক ভাষা প্রয়োগ অসংযমী ছিলো। কিন্তু কালক্রমে আমি সচেতন হয়েছি - যে ভাষার ব্যবহারে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে মানুষের সাথে, তা সংশোধনের চেষ্টা করেছি।



এই চেষ্টাটা আমার নিজে থেকে ছিলো - তবে কখনও মনে হয়নি এটা পরিস্কার করে ঘোষণা দেয়ার দরকার আছে। কিন্তু এখন মনে হচ্ছে বাংলা ব্লগের শুরু থেকে এমন সব নানান তর্ক-বিতর্ক, ধর্মকে অবমাননা করে এমন কিছু নিদৃষ্ট ভাষা, শব্দ, বাক্য ব্যবহার চোখের সামনে দেখে নীরব থাকাও একধরণের অপরাধ। অনেকেই আমাকে সামহোয়ারইনব্লগের মডারেটর মনে করে থাকেন সেই ২০০৬ সাল থেকে, যা সম্পূর্ণ ভুল। সিনিয়র ব্লগার হিসাবে ব্লগের বিভিন্ন ইস্যুতে, ইভেন্টে থেকেছি বা পরামর্শ দিয়েছি হয়তো - কিন্তু কারো ব্যক্তিগত ব্লগিংয়ের পছন্দের বিষয় নিয়ে আমার মাথাব্যথা ছিলো না। এ বিষয়ে নাক গলানো আমার কাছে অযাচিত মনে হয়েছে। তাছাড়া ব্লগারদের একটা স্বাধীনচেতা মনোভব তৈরী হয়েছিলো - কে কি করলো, কিছু যায় আসে না, কৈফয়েত দেয়ার কি আছে বা কেনো এসবে নাক গলাবো - এটা আমার ইস্যু নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কমিউনিটির অংশ হিসাবে এটা যে বিভিন্ন সময়ে মানুষকে আন্দোলিত করে, সংঘবদ্ধ করে সে বাস্তবতা মাথায় রেখেও আমরা নানা গ্রুপ ও পছন্দের মানুষদের সাথে ঐক্য বা ডিফেন্ড করার চেষ্টা করেছি। এসবই মূলত ব্লগের কিছু অবশ্যম্ভাবী গ্রাউন্ড রুল সেট করার ক্ষেত্রে অন্তরায় হিসাবে কাজ করেছে।



আমার কোনো লেখায় ধর্মপ্রাণ মানুষ এজন্য আহত হলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থণা করি। তবে তার চেয়ে বড় যে কারণে ক্ষমা চাওয়া জরুরী মনে করি তা হলো একজন সিনিয়র ব্লগার হিসাবে অন্যান্যদের ধর্ম নিয়ে গুরুতর অবমাননাকর বিষয়গুলোতে নির্লিপ্ত থাকা। কখন যে দায়িত্ব এসে পড়েছিলো নিজের ঘাড়ে সেটা নিজেই অনুধাবন করতে না পারার অপারগতা।



আমি এজন্যও ক্ষমা চাই যে আমাদের অসতর্কতার কারণে - আমাদের সম্মিলিত উদ্যোগের অভাবে ব্লগের এত এত মানবিক উদ্যোগ থাকা স্বত্ত্বেও আমরা ধর্মের মত স্পর্শকাতর বিষয় নিয়ে মানবিক হতে পারিনি। এ উদ্যোগ নেয়া যেতেই পারতো। জামাত-শিবিরের ধর্ম বিষয়ক প্রোপাগান্ডার জবাব দিতে দিতে আমরা গড়ভাবে ধর্ম সম্বন্ধে একটা প্রশ্নবোধক সমীকরণ তৈরী হবার সুযোগ দিয়েছি।



আমি ব্যক্তিজীবনে পরমতসহিষ্ণু এবং বিশ্বাস করি নাস্তিকতা চর্চা যার যার নিজস্ব বিষয়, কিন্তু ধর্ম সম্বন্ধে যে ভাষা ও উক্তি ব্যবহার সাধারণ মানুষকে আহত করে - তা ব্লগেও ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।



আমি খুব কম সময় অন্যের ব্লগ পড়েছি জীবনে এবং আমার নিজের ব্লগের কমেন্টের খুব কম উত্তর দিয়েছি। কেউ খারাপ শব্দ বা গালি না দিলে আমি কখনও খারাপ ব্যবহার করিনি। তবে এটা স্বীকার করতেই হবে জামাত-শিবিরকে আমি গালি দিয়েছি, এটা তাদের প্রাপ্য বলেই।



কোনো ধর্মপ্রাণ মানুষ যদি আমার ব্যবহারে রুষ্ট হন, কষ্ট পেয়ে থাকেন তবে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। তবে খুব বেশী ব্লগে থাকা হয় না বলে ব্লগের সকল বিষয় ও বিতর্ক সম্বন্ধেও আমার জানা থাকে না। কিন্তু কেউ যদি ধর্মকে অসম্মানজনকভাবে আক্রমন করে, ধর্মের স্মারক কোনো বিষয়কে কদর্য শব্দে প্রকাশ করে সেজন্য আমাকে জানালে আমি অবশ্যই প্রতিবাদ করবো।



আপনাদের সবার সম্মিলিত চেষ্টা ও অবদানের কারণে ব্লগিং বাংলাদেশে এখন জাতিয় একটা বিষয়। এইখানে ভুল স্বীকারের চর্চা ও দায়িত্ব গ্রহণের নজির স্থাপন করে আমরা আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক চর্চাকেও পাল্টে দিতে পারবো একদিন।



সবার মঙ্গল কামনা করছি।

মন্তব্য ৯১ টি রেটিং +২৮/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

মরু বালক বলেছেন:
ক্ষমা চেয়েছেন????

ভালো কাজ করেছেন,
আমি ধন্যবাদ জানাই।
তবে মন থেকে করলে অনেক বেশী ধন্যবাদ জানাই।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো বলেছেন। সবাইকেই ক্ষমা চাওয়ার সুযোগ দেয়া উচিৎ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

ব্লাক প্যান্থার বলেছেন: আমি ব্যক্তিগত জীবনে আমার পরিবার-পরিজন-আত্মীয়স্বজন কারো সাথে ধর্ম বিষয়ক কোনো অমর্যাদাকর কথা বলিনি।
কিন্তু এখন মনে হচ্ছে বাংলা ব্লগের শুরু থেকে এমন সব নানান তর্ক-বিতর্ক, ধর্মকে অবমাননা করে এমন কিছু নিদৃষ্ট ভাষা, শব্দ, বাক্য ব্যবহার চোখের সামনে দেখে নীরব থাকাও একধরণের অপরাধ।
এই বোধটা ৮৪ জনের নাম প্রকাশের আগে কোথায় ছিল ভাই?এরেই বলে ঠেলার নাম বাবাজি, তারপরেও যদি মন থেকে একটা নির্দিষ্ট গোষ্টির প্রতি অহেতুক বিদ্বেষ মনোভাব ঘুচিয়ে থাকেন তবে আপনার জন্য শুভকামনা থাকলো।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল। অনেক শুভ কামনা রইল।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

মৃন্ময় বলেছেন: ভাল লাগল। অনেক শুভ কামনা রইল

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগলো কৌশিক।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

দমকল৮৬ বলেছেন: কৌশিক - টেনশানের কিছু নাই । সময় আসলে আপনাকে অবশ্যই ডিম দেয়া হবে এবং এর পর আপনার কাছে আন্তরিক ভাবে সরি বলা হবে । /:)

৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

বুড়া শাহরীয়ার বলেছেন: ঠেলার নাম বাবাজি। আপনি এই কথা গুলা এখন যা বলছেন আশা করি পবর্তিতে মনে রাখবেন। নাস্তিক হন কোন প্রব্লেম নাই কিন্তু Hate Crime করবেন না।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

দেখি তাই বলি বলেছেন: সত্যিকারের ধর্ম আর পালিত ধর্মে ফারাক থাকাটাই স্বাভাবিক। সেটা নিয়ে যদি কেউ পোষ্ট দেয়, সে তো ধর্মের প্রকৃত বন্ধু।

কিন্তু আজকের আলোচিত ব্লগারদের কেউ কেউ সাইকো যারা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মহাপুরুষদের গালি দিয়ে এক ধরণের বিকৃত আনন্দ পায়। শুধু গালি নয়, মানুষকে উত্তেজিত করার জন্য তাঁদের নামে মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত গল্প বানিয়ে ব্লগে লিখেও সেই বিকৃত আনন্দ তারা পেত।

একটা সময় দিনের পর দিন এ ধরণের পোষ্ট আসতেই থাকত। ঠান্ডা মাথায় জবাব দিতে নিজের সঙ্গেই এক ধরণের কঠিন যুদ্ধ করতে হত। কিছু পোষ্টের জবাব আসলে গালি ছাড়া অন্য কোন কিছু দিয়ে দেয়াটাই সাংঘাতিক কঠিন হয়ে যেত। যারা ধৈর্য রাখতে পারত না তাদেরকে ব্যান ব্লক করা হত প্রতিনিয়ত।

এটা খুব বেশীদিন আগের কথাও কিন্তু না।

যাই হোক ব্লগে আমি খুব রেগুলার না। আপনার এ ধর্মবিষয়ক কোন পোষ্ট বা কমেন্ট দেখেছি বলে মনে পড়ছে না। তবে ব্লগে নিয়মিত না হবার অন্যতম কারণও কিন্তু এটাই যে সামনে তেমন একটা লেখা পড়লে তার উত্তর না দিয়ে থাকাটাই কঠিন হয়ে যেত। আর এত বেশী পোষ্ট আসত যে উত্তর দিতে যাওয়াটাই একটা কঠিন বিষয় হয়ে যেত। এসব পোষ্টের উত্তর দিতে গেলে ২৪ ঘন্টা ব্লগেই পড়ে থাকতে হত। যেটা সম্ভব না। সুতরাং এড়াতে হলে ব্লগ এড়িয়ে চলা ছাড়া উপায় কি?

আশা করছি পরিস্থিতি পরিবর্তীত হবে এরপর থেকে।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

বিডি আমিনুর বলেছেন: অনেক ভাল লাগলো , আল্লাহ ও যেন আপনাকে ক্ষমা করে দেয় , তিনি ক্ষমাশীল ও দয়ালু, শুভ কামনা রইল ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

কুয়াশা১৩ বলেছেন: কিরে কৌশিক ১০ মিনিটে জেনারেল করে দিলি?তুই না মডু না?তোদের মতো ভন্ডগুলোর কারনে আজকে সকল ব্লগার নাস্তিক উপাধি পাইছে।তুই আসিফ দাড়িপাল্লা।তোরে সামুর বাহিরে ধরবো।দেখি কেমনে ব্যান করিস।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

কুয়াশা১৩ বলেছেন: কিরে কৌশিক ১০ মিনিটে জেনারেল করে দিলি?তুই না মডু না?তোদের মতো ভন্ডগুলোর কারনে আজকে সকল ব্লগার নাস্তিক উপাধি পাইছে।তুই আসিফ দাড়িপাল্লা।তোরে সামুর বাহিরে ধরবো।দেখি কেমনে ব্যান করিস।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

শওকত বলেছেন: গত কয়েক বছরে সামুতে অনেকে বিভিন্ন ভাবে ইসলাম এবং রাসুল (সা:) কে নিয়ে কটুক্তি করেছে....আমার ব্লগিং এর বয়স ৭ বছর ১ মাস... আমি অনেক নাস্তিককের লেখা পড়েছি সামুতে... আজ যাদেরকে নাস্তিক বলা হচ্ছে তারা সবাই খুবই বিস্রি ভাবে আমার ধর্মকে অবমাননা করেছে... যখনি আমার চোখে পড়ত প্রতিবাদ করতাম... কিন্তু আমার সীমিত জানার পরিধির কারনে তাদের সাথে পেরে উঠতাম না... মাঝে মাঝে নিজেকে খুবই অসহায় লাগত... আমি একজন মুসলমান হয়ে ওদের বিরুদ্ধে কিছুই করতে পারছি না...

ক্ষমা মহত্বের লক্ষন... ইসলাম মানুষকে ভালো হতে শেখায়...

আল্লাহর কাছে ক্ষমা চান... নিশ্চয় তিনি ক্ষমা করে দেবেন...

(ইসলাম আমার ধর্ম, এই ধর্মই আমাকে দেশপ্রেম শিখাইছে; আপনার নাস্তিকানুভূতি আপনার বাকস্বাধীনতা হলেও আমার বিশ্বাসকে আঘাত করার অধিকার আপনাকে কেউ দেয়নি।)

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

আশফাক সুমন বলেছেন: আপনার অপ রাধ বোধ কতটুকু সত্য তা শুধু আল্লাহ জানেন।
তবে পোস্ট টা লিখেছেন ভাল ।
ধন্যবাদ ।
আল্লাহ আমাদের সবাই কে মাফ করুন ।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

আমি মোঃ চয়ন বলেছেন: গ্রেফতার এড়াতে এই পোস্ট !!

ভাল ভাল। হেফাজত ট্রেন্ড শেষ হলেই ড্রাফটে চলে যাবে।

১ দিন ২দিন না ৫ বছর ধরে আপনাকে চিনি। এত সহজে আপনি ভাল হয়ে যাবেন এইটা বিশ্বাস করতে পারলাম না। সরি।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

শওকত বলেছেন: রাসুল (সা) লেখাটি এভাবে আসলো কেন???

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কৌশিকদা,
আশা করি পড়বেন।
বিশ্বাস করেন, আপনার এই পোস্ট স্পর্শ করেছে।
অথচ এভাবে কথা এই পরিস্থিতির বাইরে এলে হয়ত আরো অন্যরকম লাগত।

এই যে পরিস্থিতি, এটা কি বদলাবে না? অবশ্যই বদলাবে। অবশ্য অবশ্যই আবার একদিন, সেটা একদিন পরও হতে পারে আবার ২০ বছর পরও হতে পারে, ব্লগে গড়ে ফেলে দিয়ে ধর্ম বিদ্বেষ অথবা জাতি বা সম্প্রদায় বিদ্বেষের কথা লেখার সুযোগ আসবে।

কিন্তু সুযোগ পেলেই কি আমরা অনবরত মানুষকে বিক্ষত করতে পারি? করতে থাকতে পারি ভাই, শুধুই সাম্প্রদায়িকতার বিষবাষ্পে?

দেখুন,
আমরা অনেকেই বিষয়টাকে ভার্চুয়াল মনে করছি।
কিন্তু ভার্চুয়াল পৃথিবীতে আমার আপনার সত্যিকার রক্তমাংসের আঙুল দিয়ে কথাগুলো কিবোর্ডে আসে।

এবং যে আহত হয়, তার সত্যিকার রক্ত মাংসে গড়া হৃদপিন্ড ক্ষতবিক্ষত হয়।

তবে,
এইজন্য মাঝে মাঝে গৌতম বুদ্ধের কথা মনে পড়ে।
গৌতম শিক্ষা দিয়েছেন দর্শক হওয়ার জন্য।
এমনকি, তিনি শিক্ষা দিচ্ছেন, সব দেখেশুনে চুপ করে থাকার জন্য, যার আরেক নাম মোহমুক্তি।

এই শেষ নয়।
এরপর জের চলতে থাকবে। কখনো এদিকে হেলবে, কখনো ওদিকে হেলবে।

যে জটিলতায় আমরা পতিত,
এটা দেশে কিছু পক্ষের তান্ডবমাত্র নয়। এর পিছনে আরো প্রায় অনন্ত পথ বাকি।

তাই,
বারবার দর্শক হয়ে যেতে মন চায়। বারবার ছুটি নিতে মন চায়।

কৌশিকদা, ভাল থাকুন। আপনি ভাল থাকুন। প্রভু যেন আপনাকে ও আমাদেরকে সত্যের সর্ব্বোচ্চ শিখরের ঝলক দেখান। আর শুধু একটা কামনা, আমাদের দেশটা ভাল থাকুক। আমিন।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

লাইট ইয়ার বলেছেন: খাইছে! কাহিনী কি? পিছনে রেব কি পিস্তল নিয়া দাড়ায়া আছে নাকি ...!!!

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

পথ-হারা এক পথিক বলেছেন: ভালো লাগলো পোস্টটি। আপনার লেখার মধ্যে বেশ কিছু গভীর সত্য উঠে এসেছে। আল্লাহ আপনাকে সুন্দর জীবন দান করুন।

২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার এবং লজিক্যাল কনফেশন। সাধুবাদ জানাই। যারা বলছেন কৌশিক ঠেলায় পড়ে এই কনফেশন দিয়েছে, তাদের প্রতি, হ্যাঁ এরকম একটা বিপদজনক এবং স্পর্শকাতর ব্যাপারে তালিকাভূক্ত হবার ফলে শঙ্কিত হওয়াটাই স্বাভাবিক, সেখান থেকে এরকম কনফেশনের উৎপত্তি হতেই পারে। তবে আগে কৌশিক অনেক এ্যাগ্রেসিভ ছিলো, অনেক আপত্তিকর কথা বলেছে। সময়ের সাথে সাথে নিজেকে সংযতও করেছে। সেটা হেফাজতি ইসলামের ঠেলায় পড়ে না, অনেক আগে থেকেই। অনেকদিন ধরেই তার ব্লগ এবং ফেসবুকে তেমন উগ্র কিছু দেখিনি। তার শুভবোধের উন্মেষ সবার মধ্যেই প্রবাহিত হোক,কারো ঠেলায় পড়ে না, নিজের বিবেকের তাগিদ থেকে।

শুভরাত্রি।

২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

মনজু মজুমদার বলেছেন: কৌশিক দা, আশা করছি আপনার ওপড়ে যাদের রাগ ছিল সব পানি হয়ে যাবে। আসলে হেট স্পিচ গুলো আমাদের সবার মধ্যে শুধু দুরত্ব তৈরী করতে পারে, কখোনো ভালো কিছু আনবেনা।

আসেন না সবাই মিলে একটা শিক্ষিত, দারিদ্র, দূর্নীতিমুক্ত সমাজের জন্য কাজ করি। এটা কিন্তু শুরু করাই যায়, খুব কঠিন কিছুনা। সেই সমাজটা বানাই যেখানে চাঁদে সাঈদীকে দেখা যাবেনা, যেখানে রাতে শহরের রাস্তায় কেউ ঘুমাবেনা, কেউ খিদের কস্ট পাবেনা, যেখানে সবাই পড়তে জানবে।

ভালো থাকুন। শুভকামনা।

২২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

অচিন.... বলেছেন: সবাই সত্যের পথে আসুক

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

নরাধম বলেছেন:
আপনাকে আগেও কয়েকবার বলেছি, এখনও বলছি আপনি আমার খুব পছন্দের ব্লগার। আপনার ইসলামোরফসিস বা এই জাতীয় লেখা আমাকে খুব অবজার্ভেন্ট এবং ধর্মপ্রান মুসলিম হিসেবে কষ্ট দিয়েছে এবং প্রতিবাদও করেছি সেসময় বা ফেইসবুকেও। কিন্তু সবসময় মনে হয়েছে এই লোক ঠিক কষ্ট দেওয়ার উদ্দেশ্য করে, বিকৃত আনন্দ পাওয়ার আশায় লিখেনি।

আপনার কনফেশানকে আমি সময়ের প্রয়োজনে মনে করছিনা, বরং অনুতপ্ত হৃদয়ের সত্যিকার কনেফেশান মনে করছি। আমার প্রভু কত ভয়ংকর অপরাধীকে অনুতপ্ত হলে ক্ষমা করে দেয় সেখানে আমি তো অবশ্যই আপনার এ কনফেশানে সাধুবাদ দিব।

আমাদের এ বাংলায় কোন ধরণের উগ্রবাদীদের ঠাঁই নেই, সে আস্তিক উগ্রবাদী যে মন্দিরে হামলা করে হিন্দু ভাইদের মনের গভীরে আঘাত করে সেই হোক আর নাস্তিক উগ্রবাদী যে মিথ্যা এবং কুৎসা রটনা করে সাধারণ মধ্যমপন্থী মুসলমানদের মনের গভীরে আঘাত দেয় সেই হোক। আশা করি দুধরনের উগ্রবাদীদের বিরুদ্ধেই আপনাকে সাথে পাব এখন থেকে। অনেক ধন্যবাদ।

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

কৌশিক বলেছেন: আপনারা যারা আমাকে ক্ষমা করেছেন এবং যারা এখনও ক্ষমা করতে পারেননি - সবার জন্য শুভ কামনা রইলো।

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

আসিফ আহমেদ বলেছেন: কৌশিক ভাই, এক কথায় আপনার এই লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। শুভকামনা রইলো আপনার জন্য।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

কলম.বিডি বলেছেন: আপনার মনোভাবকে শ্রদ্ধা। আল্লাহও যেন আমাদের সবাইকে মাফ করে দেন।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০

ম্যাভেরিক বলেছেন: আপনার উপলব্ধি আনন্দময় ও সহিষ্ণু করুক জীবন আপনার, কল্যাণকর হোক মানুষের জন্য।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

নাইট রিডার বলেছেন: কৌশিক ভাই, ব্লগিং এর বয়স হিসেবে আমি আপনার তুলনায় বলা চলে শিশু শ্রেনীর, আপনার পোষ্টে কমেন্ট করার সাহস অর্জন করাটাই আমার জন্য অনেক, আর সেখানে যদি উপদেশ বা জ্ঞানদান মূলক কমেন্ট হয় তাকে ধৃষ্টতাই বলে। তবু কেন যেন সেই ধৃষ্টতা দেখাতে ইচ্ছে করছে। ভুল হলে ক্ষমা করবেন।


আমি ব্লগে লেখা শুরুর আগে বেশ কিছুদিন শুধু পড়তাম, একাঊন্ট খুলিনি তাই কমেন্ট বা পোষ্ট ও করিনি। সে সময় দেখতাম ব্লগে কিছু নিক থেকে হর-হামেশা ধর্মের বিরুদ্ধে কুৎসা ছড়ানো হত, সেই পোষ্ট সরানোর জন্য, সেই ব্লগারের নিক বাতিলের আবেদন করে অসংখ্য পোষ্ট আর কমেন্ট আসত। কিন্তু তাতে সেই সমস্ত ব্লগারদের উপর নেমে আসত মডারেশনের ব্যাটন। সেই সব সময়ে এই ব্লগার রা কিন্তু আপনার মত সিনিয়র ব্লগারকে পাশে পায়নি।তারা যদি আপনাকে পাশে পেত হয়ত এই সব নাস্তিক নামধারী ধর্মবিদ্বেষী ধর্মের নামে এত কুৎসা ছড়াতে পারত না। এদের কারণেই আজ হেফাজত ইসলামী আর তার উপর ভর করে শুধু জামাত না প্রধান দুই দল ও সাধারণ ব্লগিং এর পরিবেশকে নষ্ট করে ফেলেছে। ব্লগিং করি শুনলে লোকে ভাবে আমি তাহলে নাস্তিক। এইসব ব্লগারদের ধর্মবিরোধী পোষ্ট ছাড়া বাকী পোষ্ট এর মান আমার মত শিশু ব্লগারের চেয়ে ও খারাপ। এটাই হল তাদের লেখার মান।কিন্তু কেন কি কারণে আপনারা তাদের কে লালন পালন করতেন তা আপনারাই ভাল জানেন।

তবে আপনি যে বলেছেন তবে তার চেয়ে বড় যে কারণে ক্ষমা চাওয়া জরুরী মনে করি তা হলো একজন সিনিয়র ব্লগার হিসাবে অন্যান্যদের ধর্ম নিয়ে গুরুতর অবমাননাকর বিষয়গুলোতে নির্লিপ্ত থাকা। কখন যে দায়িত্ব এসে পড়েছিলো নিজের ঘাড়ে সেটা নিজেই অনুধাবন করতে না পারার অপারগতা। এই কথাটি আমি মনে করি আপনি মন থেকেই বলছেন, কিছুটা বাইরের চাপ যে নেই তা হয়ত বলা যাবে না কিন্তু তারপরেও এই উপলব্ধি প্রশংসার দাবীদার।

কোন কিছুই শেষ হয়ে যায়নি, হবেও না। কারণ আমরা ভুল থেকেই শিখি। কেউ কেউ বলছেন আপনার এ বোধদয় সাময়িক। কিন্তু আমি আশাবাদী মানুষ।

ধন্যবাদ। ভাল থাকবেন।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: ধর্মের নানা গোঁড়ামি সম্পর্কে আমি কথা বলতে পছন্দ করি - যা যেকোনো সাধারণ শিক্ষিত মুসলমান করে থাকে।




সাধারণ শিক্ষিত মুসলমান এর আযান নিয়ে চুল্কানি থাকে নারে?????????


যাক ন্যায়ের পথে আসেন, অপরের মতকেও শ্রাদ্বা করুন।




আসলে হেফাজতিরা একটা চীজ, যারা তাদের বিরোধিতা করে তাদের বলে দেখে যা হনুরা কেমন লাইনে আস্তাছে।


যাই হক ভাই, অনেক ভাল থাকবেন।
আল্লাহ আপনার মজ্ঞল করুক। আধার কেটে যাবে


৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

নিমচাঁদ বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে।

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আশা করি আপনি মন থেকে ক্ষমা চেয়েছেন।
বাকিটা আল্লাহর হাতে

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: যদি এ্টা ভার্চুয়াল তামাশা না হয়, যদি অন্তর থেকে সত্যিকারার্থেই এরকম বোধ তৈরি হয় থাকে- তবে অভিবাদন আপনার প্রাপ‌্য

শুধুমাত্র জামাত-শিবির বিরোধীতার সাথে ইসলামি আচার আচরণকে প্রশ্নবিদ্ধ করে ফেলাটা কখনোই সমিচিন নয়

দু-টানার মধ্যে থাকতে হয়না, হয় সত্য গ্রহণ নাহয় মিথ্যায় অবগাহন

আমার কাছে সত্যটা হচ্ছে ইসলাম- দীন

বস্তুত ইসলাম মানুষের কাছে এটাই স্পষ্ট করে : '' সমাজে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করা, একটা জনপদের মানুষ হত্যা করার সমান ''

তাই আমরা ব্লগারদে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়: যাতে করে সম্প্রীতি বিনষ্ট করে উগ্রবাদী হয়ে সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সুযোগ তৈরি করে দেয়

শুভকামনা

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭

মেলবোর্ন বলেছেন: ভাইরে আপনি কি করসেন নাস্তিক না আস্তিক সেটা আপনার ব্যপার আর তার জন্য আপনাকেই জবাব দিহি করতে হবে প্রতিপালকের কাছে এটা আমি বিশ্বাস করি আর তিনি তো ক্ষমাশীল অনেক বার বলেছেন কোরআনে এবং আমাদের রাসুল (সঃ) এর জিবনেও অনেক ক্ষমার উদাহরন রয়েছে এবং এটা ওনার দেয়া শিক্ষাও তাই যারা জানে তারা আপনার কথায় কস্ট পাওয়ার কারন নেই কারন আল্লাহ বলেছেন ধর্ম সম্পকে কটুক্তি আসবে সেগুলোকে শুনে ধৈর্য্য ধারণ করা এবং পারলে সেগুলোর সঠিক ব্যখ্যা দেয়া কারন যারা কটুক্তি করছে তারা হয়তো না জেনে করছে সেটা কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে -

আপনার ক্ষেত্রে আপনি বলেছেন ধর্মের নানা গোঁড়ামি সম্পর্কে আমি কথা বলতে পছন্দ করি - যা যেকোনো সাধারণ শিক্ষিত মুসলমান করে থাকে। -- তবে মানুষ হিসেবে আর মুসলিম হিসেবে তো কারো দুঃখ পাওয়ার কারন নেই এজন্য যে আপনি যদি প্রশ্ন না করেন তবে জানবেন কি করে মনের থেকে শতভাগ শিউর না হয়ে মহান প্রভুকে মানবেন কি করে? ইসলামের ইতুহাস দেখলে জানবেন অনেক আলেম কেও অত্যাচার করা হয়েছে উদাহরন ঈমাম হান্বল

তবুও মানুষ কিভাবে যে কখন ধর্মভুতিতে আঘাত নিয়ে নেয় সেটা যখন আমরা শতভাগ জানিনা সেজন্য আপনার ক্ষমা প্রথনাটা মানুষ হিসেবে মহত্ব প্রকাশ পাচ্ছে।


নাস্তিক ধরা না সরকারের কাজ না কোন মুসলমানের কাজ এ বিষয়ে কোরআনে পরিস্কার :

ক) সূরা আল ইমরান সুরা নং ৩) আয়াত ১৮৬ "অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। "

খ) সূরা আন নিসা সুরা নং ৪ আয়াত নং ১৪০ " আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।"

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

রুদ্র মানব বলেছেন: শুভকামনা রইলো , সবাই সত্যের পথে আসুক এই কামনা করি।

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮

কালোপরী বলেছেন: :)

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

ফায়ারম্যান বলেছেন: বহুত রাগ ভাই আপনাদের উপর । এই আপনাদের কারনেই আজ লাখ লাখ মানুষের হৃদয়ের শাহবাগের কঙ্কাল দশা । X(( X((

যদি মন থেকে বুঝে থাকেন , যা করেছেন ভূল করেছেন, তবে ক্ষমা করে দিলাম ।



আমাদের দেশের সংবিধানে একটি ধারা আছেঃ আইনত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিককে তার বাক স্বাধীনতা দেয়া হইলো । " আইনত বাধা নিষেধ সাপেক্ষে " এই চারটি শব্দ উপর বিশেষ খেয়াল রাখা উচিৎ

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

আকাশ চুরি বলেছেন: নতুন ঢং?

৩৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

ফায়ারম্যান বলেছেন: তওবা করে পুনরায় মুসলমান হোন । এই ত্রিভূবনের মালিক নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন ।আমিন ।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

এবং ব্রুটাস বলেছেন: সময় গেলে কি সাধন হয়?!

আপনাদের অসংযমী আচরণের কারণে সিরিয়াস ব্লগিং করা বন্ধুটিকে আমি হারিয়েছি। অনেকেরই বাসা থেকে চাপ দেওয়া হচ্ছে ব্লগিং না করতে। কারণ তাদের নিরাপত্তার ব্যবস্থা আপনারা করতে পারবেন না। আপনারা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজকে এমন ভাবেই উসকে দিয়েছেন যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের মতো আম ব্লগারদের।

যাই হোক আপনার নিরাপত্তার নিশ্চিত হলো এই পোস্টের মাধ্যমে।
আর কোন ব্লগারকে গ্রেফতার হতে দেখতে চাই না।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
আমিন।

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: আমার ব্লগ জীবন শুরু হয়েছিল আমার জীবন-মরনের কঠিন এক যুগসন্ধিক্ষণে।ইংরেজী ব্লগের সাথে আগেই পরিচিত ছিলাম কিন্তু ২০০৭ এর মাঝামাঝি সামহোয়্যারইন ব্লগের সাথে পরিচিত হয়েই দেখতে পাই একঝাক শিক্ষিত তরুন, রুচীবান আধুনিক মনস্ক অপেশাদার লেখকদের ভিন্ন ধরনের এক মনকাড়া লেখনীতে সমৃদ্ধ এই ব্লগ সাইট।বেশ কয়েকমাস আমি পাঠক হিসেবেই ছিলাম। কারন, আমি বাংলা টাইপ করতে পারতামনা-তাই শুধু পাঠক হয়ে তৃপ্ত থাকতে হয়েছিল। তখন আমি ক্যান্সার আক্রান্ত সেকেন্ড স্টেজের প্যাসেন্ট। অসুস্থ্য শরিরে সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে অসংখ্য ব্লগার লেখকদের অসাধারন সুন্দর,সৃজনশীল পোস্ট আর বুদ্ধিদীপ্ত মন্তব্য পড়ে আমিও একদিন ব্লগার হিসেবে নাম রেজিঃ করি। কয়েক মাস ইংরেজীতে পোস্ট লেখার কারনে ব্লগার বন্ধুদের কৌতুককর ও অম্ল-মধুর ভালোবাসাময় এবং তারুণ্য সুলভ খোঁচাখুচিতে কিছুটা বিরক্ত হয়েছিলাম বৈ কী! তখন আমার পাশে যেসব ব্লগারগন পরম মায়া, শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আমার পাশে দাড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম কৌশিক। আরো ছিলেন মিল্টন, জানা, চিকন মিয়া(সাইফুর), ফরহাদ উদ্দীন স্বপন, নিশাচর, তানভীর আহমেদ সজীব সর্বপরি বাংলা টাইপিং সফটওয়ার অভ্র পাঠিয়েছিলেন সুদুর আমেরিকা থেকে ব্লগার মানবী।

যেহেতু এই পোস্টে কৌশিক ধর্ম বিষয়ে ব্লগিং নিয়ে নিজ উপলব্ধির কথা তুলে ধরেছে-তাই আমি ব্যাক্তি কৌশিককে নিজ দৃষ্টিতে একটুখানি দেখতে চাই। প্রথমেই বলবো- মানবিক মূল্যবোধে কৌশিক এক অনন্য ব্যাক্তিত্ব বলেই আমার অসুস্থ্যতার সময়ে কী যে মানবিক দরদ নিয়ে আমাকে মানষিক ভাবে উজ্জীবিত হতে সচেস্টছিল-তা কখনওই ভোলার নয়।একইভাবে অন্যান্য আর্তপীড়িতদের সাহায্যার্থে দেখেছি কৌশিকের প্রানন্তকর প্রচেস্টা। আমি দেখেছি একজন শ্বাসত্বের জন্য, একজন রাহেলার জন্য, একজন পৃথুর জন্য, একজন একজন নীল আকাশের দুঃখ’র মায়ের অসুস্থ্যতায় অন্যান্য ব্লগারদের সাথে ফান্ড কালেকশনে কতইনা ব্যতিব্যাস্ত থাকতে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গণস্বাক্ষর সংগ্রহে, নারী নির্যাতন/ইভ টিজিং এর বিরুদ্ধে গণসেচেতনতা বৃদ্ধিতে কিভাবে নিজেকে সম্পৃক্ত করতে! একজন সংগঠক হিসেবেও কৌশিকের বিকল্প অন্তত ব্লগে খুব বেশী নেই। আর ব্লগে ব্যক্তি আমার সকল দুঃসময়ে পরম স্বজন হয়ে আমার পাশে দাঁড়িয়েছে। বাস্তব জীবনে কৌশিক একজন সৎ, স্বজ্জন মোদ্দকথা একজন ভাল মানুষ।কিন্তু সেই কৌশিকই মাঝে মধ্যে ব্লগে মন্তব্যে কিছুটা অসহিষ্ণূতার প্রকাশ দেখিয়েছে-যা মোতেই স্বভাবসুলভ নয়-একেবারের তারুন্য সুলভ-যা ব্যক্তি কৌশিককে মূল্যায়ণের মাপকাঠি হতে পারেনা। ধর্ম বিষয়েও একই কথা বলা সংগত। সেই ক্ষেত্রে কৌশিক কৌশলী হতে পারেনি বরং কিছুটা অবিবেচক ভাবে সরল উক্তিকে রুঢ় ভাবে উপস্থাপন করেছে মাত্র।সেই একই অবস্থা হয়েছে ব্লগার ফরহাদ উদ্দীন স্বপনের ক্ষেত্রেও-যা সম্পূর্ণই তারুন্যের অসিহিষ্ণুতা মাত্র।

কতিপয় ব্লগার ধর্ম নিয়ে নানান মন্তব্য করে অহেতুক একটা অসস্তিকর পরিবেশ সৃস্টির অপচেস্টা করছেন-যাহা নিতান্তই বালক সুলভ একটা দৃস্টি আকর্ষনের অপচেস্টা! এদের একমাত্র টার্গেট হলো ইসলাম ধর্ম! অন্য কোন ধর্মের ধর্মীয় গোড়ামীতে তাদের কোন প্রকার উষ্মা নেই। ওই সব ব্লগারগন দু’এক খানা লাল চটি বই পড়ে নিজেদেরকে “কমরেড’ ভাবেন এবং মহা বিদ্যান মনে করে ফুটপাথে হাটেন। বিকেল বেলা ৪/৫ জনে মিলে এক কাপ রং চা ভাগ করে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেন!এদের পেটে ‘কুযুক্তি’র অভাব নেই।

আমি লক্ষ্য করে দেখেছি-এই সব “ফালতু”-গুলো এসেছে নিতান্তই ভুষি-মুদী দোকানী পরিবার থেকে।যাদের পরিবারের পরিচিতি “গো-মুর্খ”!এদের পোলাপান শহরে এসে হঠাত বিপ্লবী হয়ে যায়। নিজের বিদ্যার দৌড় বেশীর ভাগ ক্ষেত্রেই টাইন্না টুইন্না ইন্টারমিডিয়েট। ২/১ জন শিক্ষিত লোকও খারাপ হয়ে যায়-তারা হলো “গোবরে পদ্ম ফুল”এর ঠিক বিপরীত।

নাস্তিকতা নিয়ে আমার কোনোই দূঃশ্চিন্তা নেই। যে নাস্তিক সে থাকুক তার নাস্তিকতা নিয়ে, আর যে আস্তিক তিনি থাকবেন তাঁর ধর্ম বিশ্বাস নিয়ে। কিন্তু নাস্তিকতার নামে কেনো অন্যের ধর্ম বিশ্বাসে, ধর্মানূভুতিতে আঁঘাত হানা হবে? আমি কিম্বা শতকরা ৯৫ ভাগ মানুষ ধর্মান্ধ নন, কিন্তু অবশ্যই ধর্ম ভীরু।কাজেই কেনো সেই ধর্ম বিদেস্বী নাস্তিকদের বিরুদ্ধাচারণ করবোনা! ধর্ম নিয়ে কার কি বিশ্বাস, কি চিন্তা ভাবনা-তা শেয়ার করা নিতান্তই ব্যাক্তিগত বিশয় বলেই মনে করি। আমি বিশ্বাস করি আমার নিজ ধর্মে। কোন কিছুতেই আমার এই বিশ্বাসে চীড় ধরাতে পারবেনা। আমি এই বিশ্বাস অর্জন করেছি। তাই এই বিশ্বাস ধারন করি অন্তরে, লালন করি, সাধ্যমত পালন করতে চেস্টা করি জীবনের প্রতিটি স্তরে। সেই সঙ্গে সম্মান করি পরমতে।যে বা যারা ধর্মে বিশ্বাস করে-তারা কখোনোই নিজেকে প্রকাশ করতে ব্যাতিব্যাস্ত নয়-যেমনটা ব্যাস্ত নাস্তিকেরা। এবিষয়ে তোমাদেরমত সিনিয়র ব্লগারদের ভূমিকা, দিক নির্দেশনা নতুন ব্লগারদের জন্য অনেক সহায়ক হবে। যা ব্লগের পরিবেশ উন্নয়নেও অনেক বেশী সহায়ক হবে।

সত্য সমাগত মিথ্যা অপসৃত, নিশ্চয়ই মিথ্যা অপসৃয়মাণ (আল-কোরআন)।

ধন্যবাদ কৌশিক।

৪১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

রাফা বলেছেন: ধন্যবাদ,ব্রাদার কৌশিক।ক্ষমা সবাই চাইতে পারেনা।কারন আমাদের মনটা এতই সংকুচিত হোয়ে গেছে যে আমরা মনে করি ক্ষমা চাইলে আমি সবার কাছে ছোট হয়ে গেলাম।কিন্তু আসলে ব্যাপারটা পুরোই উল্টো।

ক্ষমা চাওয়া এবং করা দু,টোই মহত্বের লক্ষণ।আপনার জন্য শুভকামনা থাকলো বরাবরের মত।

৪২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

শিপু ভাই বলেছেন:
অনেক ভাল লাগলো , আল্লাহ ও যেন আপনাকে ক্ষমা করে দেন , তিনি ক্ষমাশীল ও দয়ালু, শুভ কামনা রইল !!!


৪৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কৌশিক ভাইয়া,

নাস্তিক হবে নাকি আস্তিক হবে সেটা যার যার ব্যাপার । কিন্তু নাস্তিকতার নামে অন্যের ধর্মকে ছোট করা , অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা , অন্যের বিশ্বাসকে অপমান করা কোন ভাবেই মানবিক নয় ।

আপনার পোস্ট পড়ে খুব ভাল লাগল । আল্লাহ আপনার মঙ্গল করুন । পোস্ট প্রিয়তে রাখলাম । অনেক ধন্যবাদ ।

৪৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: আমি ধন্যবাদ জানাই।
তবে মন থেকে করলে অনেক বেশী ধন্যবাদ জানাই।

৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

নেক্সাস বলেছেন: আল্লাহ আপনাকে ক্ষমা করুক।

নাস্তিকতা ইটসেলফ একটা রিলিজিয়ন। এটা মার্কিন ফেডারেল কোর্টের রায়ে স্বীকৃত।

আমি অফলাইন অনলাইন মিলিয়ে এই ব্লগে আছি ৫ বছর। কোন লুকোচুরি নাই একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি নিজের ধর্মীয় ও রাজনৈতিক ষ্ট্যান্ড। নাস্তিকতা বা ধর্ম নিরপেক্ষতার সাথে আমার কোন বিরোধ নাই। সকল ধর্মের সহ অবস্থানে চরমভাবে বিশ্বাসী। বাস্তব জীবনে বহু হিন্দু ও বৌদ্ধ বন্ধু রয়েছে আমার। কোনদিন তাদের প্রতি বা তাদের অনুসৃত ধর্মের রীতিনীতির প্রতি উষ্মা প্রকাশ করিনি। একিভাবে ভার্চুয়াল জগতেও আমার নীতি সেইম। এই ব্লগে আমি মূলত সাহিত্য ঘরানার ব্লগার। সেদিক থেকে আমার যে কয়জন প্রিয় ব্লগার আছে তাদের অনেকেই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। কিন্তু তাদের কে প্রিয় ব্লগার করে নিতে আমার কোন সমস্যা হয়নি। নাস্তিক যারা তারাও আমার কাছে মানুষ হিসেবে গন্য। নাস্তিকতা ইটসেলফ একটা রিলিজিয়ন। এটা মার্কিন ফেডারেল কোর্টের রায়ে স্বীকৃত।

কিন্তু যখন দেখি বা আমাকে এই ব্লগে দেখতে হল মুক্ত মত প্রকাশের নামে নাস্তিকতার আঁড়ালে ইসলাম বা ইসলামের রীতিনীতি ও সংস্কৃতি কে অশ্লীল ভাষায় কটাক্ষ করা হয়েছে তখন একজন আল্লাহ ও রাসুল প্রেমী হিসেবে তার প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। কৌশিক ভাই একটি জিনিশ খেয়াল করবেন ধর্ম একটি বিশ্বাসের আক্ষরিক নাম। এই জন্যই ধর্ম নিয়ে বানিজ্যটা খুব সহজ এবং সহজ বানিজ্যের হাত থেকে পৃথিবীর কোন ধর্মই রেহাই পায়নি। ধর্ম নিয়ে বানিজ্য যেমন হয়েছে তেমনি যুগে যুগে ধর্মের গোঁড়ামি, অপব্যাখ্যা ও অপব্যবহার নিয়ে সোচ্চার থেকেছে মুক্তিচিন্তার মানুষ। কিন্তু আপনি নিজেই বলেন আজকে যারা মুক্তচিন্তার নামে ইসলাম কে কটাক্ষ করে সামুতে বীরদর্পে লিখতো তাদের কয়জন ধর্মের প্রচলিত অপব্যাবহার নিয়ে লিখেছে? না কেউই লিখেনি। তারা শুধু ইচ্ছাকৃতভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোতে আঘাত করেছে। তারা আল্লাহ, নবী, কুরআন এসব মোলিক বিষয়গুলো নিয়ে অবিচার করেছে। এই ব্লগে আমি কুরআানের প্যারোডি রচিত হতে দেখেছি। এই ব্লগে আমি দেখেছি আমার কতিপয় হিন্দু ভাই একটা মুসলিম নাম নিয়ে নাস্তিক বেশ ধরে আমার আল্লাহ ও নবী রাসুল কে অকথ্য ভাষায় গালাগালি করেছে।

এই বর্বর অবস্থায় প্রতিবাদ করতে বাধ্য হয়েছি আমরা নবী প্রেমী সাধারন ব্লগারেরা। কিন্তু দুঃখের বিষয় আপনাদের মত সিনিয়র ব্লগারদের এসব নিয়ে কোনদিন প্রতিবাদ করতে দেখিনি। বরং আমরা যারা প্রতিবাদ করেছি তাদের প্রতি ভার্চুয়াল খড়গ নেমে এসেছে অনেকবার। আমাদের ছাগু বলে ইরিটেট করা হয়েছে। নবী রাসুল কে গালাগালি করে দেওয়া পোষ্ট ঘন্টার পর ঘন্টা সামুতে শোভা পেয়েছে। রিপোর্ট করে কোন প্রতিকার পাইনি।


যাইহোক একদিন না একদিন মানুষের বোধোদয় হয়। সামু বা টার মডারেটরদেরও হয়েছে। এটা সূভ সংবাদ। হয়তো আগামীদিনে সকল মত ও পথের মিলন মেলায় সুন্দর এক সামু পাব

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

নিকষ বলেছেন: রাফা বলেছেন: ধন্যবাদ,ব্রাদার কৌশিক।ক্ষমা সবাই চাইতে পারেনা।কারন আমাদের মনটা এতই সংকুচিত হোয়ে গেছে যে আমরা মনে করি ক্ষমা চাইলে আমি সবার কাছে ছোট হয়ে গেলাম।কিন্তু আসলে ব্যাপারটা পুরোই উল্টো।

ক্ষমা চাওয়া এবং করা দু,টোই মহত্বের লক্ষণ।আপনার জন্য শুভকামনা থাকলো বরাবরের মত।

৪৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

প্রকৌশলী আতিক বলেছেন: সবচাইতে বড় কথা, কেউ যখন অন্তরে নিজের ভুলের জন্যে জ্বালা অনুভব করে ক্ষমা প্রার্থনা সয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন।

আল্লাহ আমাদের সকল কেই সহিহ বুঝ দান করুন। আমিন।

৪৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

আমার স্বপ্নগুলি বলেছেন: যদি এইটা মন থেকে লিখে থাকেন, তবে আমার অজস্র ভালবাসা (ভ্রাতা হিসেবে) রইল আপনার নতুন পথ চলায়।

৪৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

ভিটামিন সি বলেছেন: ভালো হয়ে গেছেন ভালো কথা। আপনার ধর্মকে ও আমরা সম্মান করি, আপনার প্রতিও আমার ধর্মের প্রতি সম্মান আশা করবো। মুখে ভালো হয়ে গেছি বলে সামুতে পোষ্ট মারলেই ভালো হওয়া যায় না। অন্তরটাকে ভালো করুন। উগ্রবাদী ছাড়াও দেশে আরো কিছু মানুষ আছে/আছি যারা সমান্তরালবাদী। আপনি আমি আপনার আমার ধর্ম নিয়ে সমান্তরাল ভাবে থাকতে চাই। এদের দলে এসে মিশে যান। আপনার সুবুদ্ধি কামনা করি।

৫০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

গ্যাম্বলার বলেছেন: ধন্যবাদ। বিশ্বাস করতে চাই আপনার এই ক্ষমা চাওয়াটা আন্তরিক।

ব্যক্তি-ধর্ম বা গোস্ঠী আক্রমন যে কোন মেধাবী ব্লগারের লেখাটা শুধু হালকাই করে।

৫১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কৌশিক ভাই,
পোস্ট পুরো না পড়েই বলি...
মত বিশ্বাসের পার্থক্য কখনোই সমস্যা না, বরং তা সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে সহায়ক বলে বিশ্বাস করি।
কিন্তু সমস্যা হলো বিদ্বেষিতায়, যা শেষ পর্যন্ত নোংরা প্রতিযোগিতা আনে।
আপনার যদি বোধোদয় ঘটে থাকে, কিংবা পূর্বতন বিদ্বেষিতা এড়িয়ে থাকেন, সাধুবাদ জানালাম।
আরেকটা বিষয় আশা করি বিশ্বাস করবেন, ব্লগে ধর্মীয় বিদ্বেষিতা বিশেষত ইসলাম বিদ্বেষিতার ফলে সাধারন ব্লগারদের ভাবাবেগ কে কাজে লাগিয়ে জামাতিরা শক্ত হয়েছে। এর দায় ও কিন্তু বিদ্বেষিদের।
সবার শুভ বুদ্ধির উদয় হোক।
ভালো থাকুন।

৫২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

আল ইফরান বলেছেন: অযথা হেইট স্পিচ সংঘাত ব্যতীত শান্তি নিয়ে আসে না।
পোস্টটি পড়ে ভালো লাগলো।
আপনার সুবিবেচনা প্রসূত উপলব্ধি এবং ক্ষমা প্রার্থনা মহান আল্লাহ নিশ্চয়ই গ্রহন করবেন।
আল্লাহ সামনের দিনগুলোতে আপনাকে আরো সহিহ বুঝ দান করুন, আমীন।

৫৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

নস্টালজিক বলেছেন: সর্বশক্তিমান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ক্ষমা প্রার্থনা কবুল করুন।

নাস্তিকতা নিয়ে কথা বলার কিছু নাই। তবে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো যে কত বড় মুর্খামি আর হাস্যকর সেটা বোঝা গেলো এবার, নানা পরিক্রমায়।

আমাদের হাতে অনেক ক্ষমতা। এই ব্লগে বা ফেসবুকে একটা ছোট্ট লেখা জাগিয়ে দিতে পারে লক্ষ মানুষকে, একটা ছোট্ট লেখাই ছড়িয়ে দিতে পারে বিশাল বিষবাষ্প! লেখনীর এই ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা উচিত! ইনটেনশন-টা ঠিক রাখা উচিত!


শুভেচ্ছা, কৌশিক!

৫৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

দ্যা রক্ বলেছেন: আপনার গাইল হতে আমিও বাদ যাইনাই...
বাট আল্লাহ ক্ষমাশিল...

পরিস্থিতি যাই হোক...
আপনাকে ধন্যবাদ

৫৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

শামীম দ্যা রক্ বলেছেন: আপনার গাইল হতে আমিও বাদ যাইনাই...
বাট আল্লাহ ক্ষমাশিল...

পরিস্থিতি যাই হোক...
আপনাকে ধন্যবাদ

৫৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: প্রথম কথা, যারাই পোস্টটা পড়ে ব্যঙ্গ কর্ছে, তাদের জন্য করুনা রইল। ক্ষমা চাইতে কলিজা লাগে, সেটা হোক ঠেলার চোটে, কিংবা মন থেকে। আর আপনারা কি উনার মনে ঢুকে দেখেছেন যে উনি ক্ষমাটা ঠেলার চোটে নাকি মন থেকে? এজন্যই মানুষ মানুষ হয়ে উঠতে পারেনা, শুদ্ধ হয়ে উঠতে পারেনা। ক্ষমা যে চেয়েছেন সেটাই দেখেন মনের চোখ দিয়ে।

জুলভার্ন ভাইয়া সুন্দর কিছু মনের কথা বলেছেন, ধন্যবাদ সেজন্য।

আমার কিছু কথা বলা প্রয়োজন,
ব্লগ জীবনের শুরুর দিকে অনেকেই অনেক কিছু বুঝে উঠতে পারেনা। আমিও শুরুর দিকে অনেক কিছু বুঝে উঠতে না পেরে দুইটা কি একটা শিবির সর্ম্পকীয় কমেন্ট করে ফেলেছিলাম, বার বার বলেছি সেটা আমার ভুল ছিল।
ব্লগীয় আওয়ামীদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে মনের ক্ষোভ প্রকাশ কর্তে দিয়ে তাও দুয়েক জায়গায় বঙ্গ বন্ধুকে নিয়ে কটুক্তি করায় আমার আগের নিক কমেন্ট ব্যান। একিই ধারায় শেখ হাসিনাকে নিয়েও এক জায়গায় অশালীন কথা বলে ফেলেছিলাম।

সেসব নিয়ে আমি স্পষ্টভাবে ক্ষমা চেয়ে পোষ্টও দিয়েছিলাম।বর্তমান ব্লগারদের অনেকেই তা জানেনা। অথচ আমার আগের কমেন্ট গুলো নিয়েই বার বার পোষ্ট দিয়ে আমাকে সবার সামনে হেয় করার অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টা কেই বলেনা নতুনদের কাছে।

কিন্তু কি হয়েছিল সেই পোষ্টে? আমার ক্ষমা চাওয়াটাও কেউ স্বাভাবিক চোখে নিতে পারেনি, বলতে পারি ইচ্ছে করেই নেয়নি। কারণ একটাই, ব্যক্তি বিদ্ধেষ, আক্রোশ।যারে আমি দেক্তে পারিনা, সে ক্ষমা চাইলেও ক্ষমার যোগ্য নয়। কি হাস্যকর যুক্ত। অথচ আমি ক্ষমাটা মন থেকেই চেয়েছিলাম। কিন্তু কেউ একটিবারও উপরে অনেকের মত কৌশিককে সাদুবাদ জানানোর মত করে কেউ একটা কথা বলেনি।

সেই সময়ে আমার ক্ষমা চাওয়া পোষ্টে গালি দেয়া অনেককেই দেখছি কৌশিককে তার পোষ্টের জন্য সাদুবাদ দিচ্ছে। একজন ক্ষমা চাইলে হয়ে যায় ভন্ডামী আরেকজন ক্ষমা চাইলে হয়ে যায় সৎ। কেন এমন ভিন্নতা?

সে যাক, আবারও বলছি ক্ষমা চাইতে কিন্তু কলিজা লাগে, যার তার কাজ নয় জন সমক্ষে ক্ষমা চাওয়া। আমি পেরেছিলাম, কিন্তু সহব্লগারদের কাছ থেকে সেই রুপ আচরন পাইনি। কৌশিক ভাইও পেরেছে তার কলিজা আছে বলেই, এখন আমিও একজন সহব্লগার হিসেবে সাদুবাদ জানাই তাকে।

মানুষ মাত্রই ভুল, কেউ পরিপূর্ন হতে পারেনা। পরিপূর্ন হতে চেষ্টা করে মাত্র। সেই চেষ্টাতেই যদি কেউ ঠাট্টা বিদ্রুপ, হেয়, অপমান করে দুরে ঠেলে দেয় তাহলে কেউ নিজেকে চাইলেও পরিশুদ্ধ করতে পারবেনা, নিজেকে সঠিক ভাবে, সৎ ভাবে নতুন করে তৈরি করতে পারবেনা।

প্রকৌশলী আতিক বলেছেন: সবচাইতে বড় কথা, কেউ যখন অন্তরে নিজের ভুলের জন্যে জ্বালা অনুভব করে ক্ষমা প্রার্থনা সয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
অনেক সুন্দর কথা বলেছেন আপনি।

আল্লাহ আপনাকে (কৌশিক), আমাদের সবাইকে আমাদের ভুলগুলোর জন্য ক্ষমা করে দেন, সেই দোয়াই করি।

শুভকামনা।

৫৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: নেক্সাস ভাই কিছু সুন্দর কথা বেলছেন, সহমত :)

৫৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

স্পাইসিস্পাই001 বলেছেন: শুভ বুদ্ধির উদয় হোক ...... শুভকামনা থাকলো.....

ভাল থাকবেন ....ধন্যবাদ .....

৫৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

অচিন.... বলেছেন: সবাই সত্যের পথে আসুক

৬০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

তোমোদাচি বলেছেন: যে যেভাবেই আপনার উপলব্ধি কে নিক না কেন আপনার ক্ষমা চাওয়ার ক্ষমতা কে আমি সম্মান করছি।

এই সত সাহস হবার থাকে না।

শুভ ব্লগিং ... বন্ধু!

৬১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

নােয়ফ চৌধুরী বলেছেন: শুভকামনা থাকলো ,ভাল থাকবেন ....ধন্যবাদ .....

৬২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: Click This Link

৬৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ক্ষমা চাওয়ার জন্য সাধুবাদ। বিদ্বেষ বা কটুক্তি পরিহার করুন। তবে আমি জানি না আপনি কি লিখেছেন।

৬৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

আশিকুর রহমান অমিত বলেছেন: কৌশিক ভাই আপনার তেমন কোন লিখা আমার চোখে কোনদিন পরেনি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার জন্য থাকলো শুভকামনা

৬৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

জুল ভার্ন বলেছেন: সামুতে আসা হয়না বললেই চলে এবং একই পোস্টে বারবার আসা আমার কাছে বেশ অসম্ভব একটা বিষয় হলেও এই পোস্টে আবার এসেছি মূলত পাঠক প্রতিক্রিয়া দেখতেই। প্রায় সকলের মন্তব্যই পজেটিভ যা আমাকে মুগদ্ধ করেছে। কৌশিককে যারা চেনেন, জানেন-তারা ভাল করেই জানেন-কৌশিক লৌকিকতা তথা লোক দেখানো ভন্ডামী করেনা। যা বলে, করে তা সরাসরিই বলে। খুব ভাল লাগছে প্রায় সব ব্লগারদেরই পজেটিভ মানষিকতা। এভাবে আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ ভুল্গুলো শুধরিয়ে ব্লগিং করি-তাহলে ব্লগারদের প্রতি মানুষের মনে হঠাত ভুল ধারনার অবসান হবে এবং সামহোয়্যারইন ব্লগের সেই হারানো মর্যাদা আবার আমরাই প্রতিষ্ঠিত করতে পারবো।

@ বৃষ্টি ভেজা সকাল,মনে রেখো- নিজ আত্মা, নিজ বিবেকের চাইতে বড় কোন বিচারক নেই।নিজের অন্তরের শুদ্ধতা থাকলে কারো ক্ষমা করা নাকরা, কিম্বা স্বীকৃতির দরকার নেই।তুমি নিজের ভুল বুঝতে পেরেছো-সেটাই তোমার আত্মশুদ্ধি। একজন শিক্ষিত লোক ভুল করে ভুল বুঝতে পারাই যেমন বড় শাস্তি তেমনি একজন শিক্ষিত মর্যাদাবান ব্যক্তি সেই উদারতা লালন করেন ভুল বুঝতে পারা ব্যক্তির মানষিকতা উপলব্ধি করার।

৬৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

জাতির চাচা বলেছেন: আপনার কনফেশনের জন্য ধন্যবাদ।আচ্ছা ইনু সাহেব যে বলেছেন জামাত শিবিরের লোকেরাই ব্লগে কটুক্তি করেছে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য।আপনি কী বলেন???

৬৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

লক্ষ্যভেদী বলেছেন: ভাই, আপনারমত সিনিয়র ব্লগারদের মধ্যে যদি ২/১ জন ব্লগার গালিবাজ,ধর্মবিদ্বেসী ব্লগারদের লাগামহীন কুরুচীপূর্ণ ব্লগিং করতে প্রথম দিকেই একটু নিরুতসাহিত করতেন তাহলে ব্লগার ও ব্লগ সম্পর্কে সাধারন মানুষের নেতিবাচক ধরনা হতোনা আর আজ সরকার ব্লগ সাইট ও ব্লগারদের উপর খড়গ হস্ত হতে পারতোনা।

শুভ কামনা।

৬৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

ছন্নছাড়া সিফাত বলেছেন: আমি জানিনা কতটুকও মন থেকে আপনি এ কথা বলেছেন তবে সত্তিই যদি আপনি মন থেকে এই কথা গুলো বলে থাকেন তাহলে বলবো মহান আল্লাহ সব কিছু সম্পরকে অবগত।যা আপনি প্রকাশ করেছেন অথবা লুকিয়ে রেখেছেন।ভালো থাকুন ভাই সবাই যেন তাদের ভুল গুলো বুঝুক।আপনি নাস্তিক আমার তাতে কোন প্রব নেই জদিনা আপনি ধর্ম নিয়ে কটূক্তি করেন।

৬৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

দূর্দান্ত দূর্ধষ দূর্বিনীত বলেছেন: ক্ষমা চাইলেন? আজকেই কেন? কেন আরো আগে নয়?লোকজন স্বাভাবিকভাবেই ভাববে আজ ঠেলায় পড়ে ক্ষমা চাইলেন।

যাই হোক, যদি সত্যিকার অর্থেই ক্ষমা চেয়ে থাকেন তবে দোয়া করি আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুক, আপনার মঙ্গল হোক।

৭০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

তামিম ইবনে আমান বলেছেন: আল্লাহ আপনাকে ক্ষমা করে মাথায় চুল গজাইয়া দেউক। আমিন।

৭১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

মরু বালক বলেছেন:
মুনাফিকদের সর্দার ' আব্দুল্লাহ ইবনে উবাই সালুল" মারা গেলে রাসুল (সা) তার জানাজা পড়তে গিয়েচেন।

হযরত উমার (রা) এর বিপক্ষে ছিলেন, তিনি রাসুলের জামা পিচন থেকে টেনে ধরেচেন, কেননা সে রাসুল কে "কুকুর" বলে গালি দিয়েছে।

কিন্তু রাসুল বলেছেন, উমর! আমাকে যেতে দাও। কেননা সে কালিমার সাক্ষ্য একবার হলেও দিয়েছিল।
.
.
.
সাধারনত, নিয়ম হল জানাযার নামাজে ৪ তাকবির দিতে হয়, কিন্তু রাসুল মুনাফিকের জানাজায় ৯ বার তাকবির দিয়েছেন। প্রত্যেক তাকবিরের মাঝে তার ক্ষমার জন্য দোয়া করেছেন।

....

কিন্তু, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করলেন না। রাসুলের বিপক্ষে এবং "উমর" কে সমর্থন দিয়ে আল্লাহ পবিত্র কুরআনে ২৫ টি আয়াত নাযিল করলেন।

আর রাসুল কে বললেন" তিনি যেন কখনো অন্য কোন মুনাফিকের জানাযা না পড়ান।
............................................

৭২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

সোমহেপি বলেছেন: আপনার পোষ্ট পড়ে কিছু বলতে ইচ্ছে করছে।
যদিও আপনার আগের কোন উগ্র মন্তব্য কখনো পড়েছি কিনা জানিনা।

আমি কোথায় যেনো পড়েছিলাম গুরুত্বপূর্ণ কিছু করার সময় আবেগকে এড়িয়ে চলো।যদিও সেটা পারা অনেক কঠিন।তো যা বলছিলাম আমরা এত যে আস্তিকতা,নাস্তিকতা,নিরপেক্ষতা, ইত্যকার বিষয় নিয়ে রাত দিন মাতামাতি করি।
প্রশ্ন যদি হয় কেনো?
উত্তর কি?শুধু কি একটা মতের পক্ষে মানসিক দাসত্বের কারণে?
যদি তাই হয় তাহলে বলব এতে কোন কল্যাণ নেই।
এই সবকিছুর মূলেই থাকতে হবে মানুষের কল্যাণ,সৃষ্টিজগতের কল্যাণ চিন্তা।এছাড়া আমার মনে হয় ভিন্ন কোন উেদ্দশ্য হোয়া উচিত নয়।কেউ কেউ ভাবেন কোন মতের/বিশ্বাসের মানুষের বিশ্বাসে আঘাত/অপঘাত করেই তাকে শায়েস্তা করতে হবে।তারা এটা বুঝে না যে তারা তাকে আপন ভাবার আগেই সে নিজেকে শত্রুতে পরিণত করলো।তখন আর তার কথা না শোনে হয়ত প্রতিপক্ষ চাপাতি খুঁজতে থাকে তার খবর রাখে না।

যাই অনেক কথা বলার ছিলো সময় স্বল্পতার জন্য পারলাম না।পাদ্রীটাইপের বচনের জন্য দুঃখিত।

৭৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

ছোটমির্জা বলেছেন:
আল্লাহ আপনাকে ভাল রাখুন।।
অনেক ভাল থাকবেন।

৭৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: আপনার সরল স্বীকারুক্তিকে সাধুবাদ জানাই ।।
ভুল স্বীকার করার ক্ষমতা সবার থাকেনা

৭৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

মনযূরুল হক বলেছেন: আপনার চেতনাই মনে হয় সকল ধর্মের মূলকথা.....আই স্যালুট বস....

৭৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: জয় ডাইল আর লবনের জয় ।

৭৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো.
আপনার জন্য শুভ কামনা রইল.
আল্লাহ আপনার সহায় হোন. আমীন

৭৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

তন্ময় ফেরদৌস বলেছেন: কিসের টেমপ্লেট এইটা ?? ওহো, এইটা তো দেখি কৌশিকদা'র পোস্ট।

৭৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

অনিক আহসান বলেছেন: কৌশিক ভাই অসমর্থিত সুত্রে খবর আপনি বলে ৬ তারিখ আল্লামা শফি সাহেবের হাতে হাত রেখে বায়াত নিছেন? :P

৮০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

হুজাইফা আহমাদ বলেছেন: অনেক দেরী হয়ে গেল দাদ!

৮১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

রবি_জল বলেছেন:

আমার মনে হয় "কৌশিক" তার ব্লগিং জীবনের এই প্রথম এত মানুষের ভালবাসা/ ভাললাগা পেল :P

সে মনে হয় মনে মনে ভাবছে কি পেলাম এতদিন চুলকানি লেখা লিখে ?

আসলেই তাই - কি পেয়েছে সে আগে?

আর কি পাচ্ছে সে আজকে ? - পাচ্ছে শত ব্লগারের ভালবাসা ।

একজন মানুষের এটাই বড় পাওয়া।

তাই নয় কি কৌশিক ??? :)

৮২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

সরকার৮৪ বলেছেন: ব্লগে আমার ধর্ম বিষয়ক লেখায় মূলত আমি ধর্মের নানা গোঁড়ামিকে চিহ্নিত করার চেষ্টা করেছি

ব্রো ধর্মের মাঝে গোঁড়ামি নাই। গোঁড়ামিটা করে ধর্ম ব্যাবসায়িরা।
যাই হোক শুভ বুদ্ধির উদয় হইছে। এইটা স্বাগত জানাই

৮৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

নির্মল হাওয়া বলেছেন: কতবার সতর্ক করেছিলাম। কিন্তু উল্টো এসব বলার কারনে আমাদেরকে আপনারা ব্যান মারতেন। সামনে আপনাদের জন্য আরো কত ভয়াবহ শাস্তি যে আসছে আল্লাহ্‌ ভাল জানেন। আল্লাহ্‌ সবার মঙ্গল করুন।

৮৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

সাইফ হাসনাত বলেছেন: ভালো লাগসে।

৮৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

জাহাঙ্গীর কবীর বলেছেন: উপলব্ধিকে স্বাগত জানাই।আশা করি এটা সময়িক সময়ের জন্যে নয়।আসলে ধর্ম বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে হয়তো কারো বলার কিছু নেই।বলার বিষয়টা হলো বিদ্বেসী আক্রমনাত্মক বা উগ্রো লেখার ব্যাপারে।
ভাবতে ভালো লাগছে যেকথাগুলো অতীতে বহুবার বুঝানো হয়েছিলো ইসলাম মানে জামাতি নয়,ইসলাম মানে এমন নয়,ইসলাম শান্তির শিক্ষা দেয়।যাক দেড়িতে হলেও বোধউদয় হয়েছে,জেনে ভালো লাগলো।
এই সময় পার হবার পরে আবার পূর্বের মতো বিদ্বেসীমূলক লেখা আবার শুরু না হোক।

৮৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

জাহাঙ্গীর কবীর বলেছেন: ৮৬ কমেন্টে আমার একটা বলা হয়নি,সামুতে আমার উপস্থিতিও অল্প স্বল্প কিন্তু ব্লোগের বিদ্বেসী লেখাগুলো প্রায়ই চোখে পরতো।১০ এবং ১৪ নং কমেন্টের সাথে আমিও একমত।
মডুদের ভন্ডামি নিয়ে একটা পোষ্ট করেছিলাম,সেখানো কোন অশোভন কোন লেখা ছিলো না,কিন্তু তারপরও সেটা ডিলিট করার নির্দেশ দেয়া হয়েছে।
ব্লোগে অসুস্থ্য পরিবেশের জন্যে দ্বায়ী হলো কমিউনিটি ব্লোগের মডারেটরা।তারা কি কখনো নিজেদের সংশোধন করে নিবে কি?সম্ভব নয়,এটা সাময়িক সময়ের জন্য।সুস্থ্য পরিবেশের প্রত্যাশায় আছি।বৈষম্যমূলক আচরণের পরিবর্তন হোক।
বাকস্বাধীনতার আড়লে ভন্ডামি চলতে থাকলে সুস্থ্য বাকস্বানতাকেও হারাতে না হয়।

৮৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

নাজির বলেছেন: ব্লগে আমার ধর্ম বিষয়ক লেখায় মূলত আমি ধর্মের নানা গোঁড়ামিকে চিহ্নিত করার চেষ্টা করেছি, এসব চেষ্টায় অনেক ভাষা প্রয়োগ অসংযমী ছিলো। কিন্তু কালক্রমে আমি সচেতন হয়েছি - যে ভাষার ব্যবহারে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে মানুষের সাথে, তা সংশোধনের চেষ্টা করেছি।


আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আশাকরি আপনার কাছ থেকে ধর্মীয় গোড়ামি গুলি ধরিয়ে দিয়ে এতদিন থেকে আপনার শিখা সঠিক ধর্মীয় কানুন নিয়ে ব্লগে আপনার চমৎকার সাবলিল ভাষায় লেখা উপকারী পোস্ট গুলি অচিরেই পাব। প্রিয় ব্লগার জুল ভার্ন ভাই ও হাসান মাহবুব ভাইয়ের কমেন্টে লাইক।

৮৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

আশা-নিরাশা বলেছেন: ঠেলার নাম বাবাজী।

ঠেলা না পড়লে বাক স্বাধীনতার নামে যে নোংরামীর চর্চা শুরু হয়েছে তা পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত থামতো না।

৮৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

প্রীতম ব্লগ বলেছেন: অবশেষে অরিন্দম কহিলা বিষাদে!!!

৯০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

মিতক্ষরা বলেছেন: "আমি নিশ্চিত আমার কিছু কিছু লেখা বা মন্তব্যে অনেক ধর্মপ্রাণ ব্লগার আহত হয়েছেন। "

আমি আহত হইনি, তবে চরম বিরক্ত হয়েছিলাম। তবে ক্ষমাও করে দিয়েছিলাম আপনার অন্য কিছু গুনের কারনে।

ধর্মের আচার নিয়ে প্রশ্ন আপনি তুলতেই পারেন, কিন্তু বিদ্বেষমূলক মানসিকতার বশবর্তী হয়ে ধর্ম নিয়ে নোংরামি করা হলে সেইটা আপত্তিকর।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.