নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

আফসুস! মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবকে প্রতিদিন ঘুরে ঘুরে বিভিন্ন বাসায় গিয়ে খেতে হয়

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

মাঝে মাঝে দেখি তালবে-এলেম কয়েকটা বাচ্চা বাসার কলিং বেল টিপছে। বারো থেকে চৌদ্দ বয়স হবে। শুভ্র পাজামা-পাঞ্জাবী পরিহিত। আশেপাশের কোনো কউমি মাদ্রাসার ছাত্র। একবার জিজ্ঞেস করলাম, কি পড়ছে? জানালো হেফজ করছে! তারা চাল নিতে আসে। কিছু কিছু ফ্লাটের মানুষ তাদের দেখলে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আমার খুব মায়া লাগে। কি বাচ্চা বাচ্চা ছেলেপুলে। কুরআন শরীফ মুখস্থ করার মত এত কঠিন একটা কাজ তারা করছে, কিন্তু আবার বাসায় বাসায় ঘুরে নিজেদের রুটি-রুজির ব্যবস্থাও করছে।



আমার প্রতিবেশী যারা এসমস্ত এতিম বাচ্চাদের কলিং বেলে বিরক্ত হন - তারাই আবার শুক্রবার দামী জায়নামাজ, লন্ড্রিজাত পাঞ্জাবী আর আতর মেখে জুম্মায় শরীক হন। অন্য নামাজের কোনো খবর নাই - বাসায় সারাদিন স্টার মুভিস নইলে ফেসবুকে আজেবাজে পেইজে পড়ে থাকেন, শুক্রবারই কেবল তাদের মসজিদে দেখা যায়। আমার খুবই খারাপ লাগে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবকে প্রতিদিন ঘুরে ঘুরে বিভিন্ন বাসায় গিয়ে খেতে হয়। আমার এক প্রতিবেশী একদিন আমাকে বললো, ইমামসাহেবকে আমি টিফিন ক্যারিয়ারে করে খাবার পাঠিয়ে দেই। ঘরের মধ্যে ঢুকলে অস্বস্তি লাগে। অথচ এই ব্যক্তিই কুরবানীর সময়ে বড় একটা গরু কোরবানী দেন।



আমি কিছু করতে পারি না। তবে মনে হয় সত্যিই যারা আমাদের মৃত্যুর পরে জানাজা পড়ে, যাদের ইমামতীতে আমরা নামাজ পড়ি, যেসব বাচ্চারা কুরআন শরীফ হেফজ করার সুমহান দায়িত্ব নেয় - তাদেরকে আমরা সঠিক মর্যাদা দেই না। মিলাদের সময় তাদের কথা মনে পড়ে, নইলে মৃত্যুতে - এছাড়া তাদের জন্য কি আমাদের আর কিছুই করার নেই? সবার আচরণ দেখে আমার মনে হয় তাদের কে আমরা উপরে উপরে কেবল সম্মান দেখাই।



আজকে ব্লগাররা যদি ইমাম-মুয়াজ্জিন-হেফজকারীদের যদি ব্লগিং বা ইন্টারনেটের হাতেখড়ি দিতে পারতো - নিশ্চয়ই তাদের অনেক আক্ষেপের কথা আমরা জানতে পারতাম। এতিম বাচ্চার কলিং বেল শুনে বিরক্তিতে নাক কুচকানো আমার প্রতিবেশী হয়তো একটু সহানুভুতির দৃষ্টিতে তাদের দিকে তাকাতেন।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার হঠাত করে এতো চিন্তা দেখে বিস্মিত।
অথচ লোকে বলে আপনিই কিনা আজানের বিপক্ষে পোস্ট দিয়েছিলেন।
সে হিসেবে আপনি মগাচিপ কে নিয়ে একটা করুন পোস্ট দিবেন, সেটা আশা করছিলাম।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

সবুজ ভীমরুল বলেছেন: =p~ =p~ =p~ =p~

ব্যাফুক বিনুদুন!!!!

ভাইজানের কি ল্যুজ মোশন শুরু হইছে নাকি??

আচ্ছা, আপনি মসজিদ আর আজান নিয়ে কি যেন লিখেছিলেন? মনে আছে?? ;) ;)

আপনার লেখা পড়ে এখন নিমচঁআদ ভাইয়ের সেই কমেন্টের কথাই মনে পড়ে......

"বহু দেশ ঘুরে, বহু খানে ভ্রমন করে ,
সব ডাক্তার ই আমাকে বলেছিলো , আমার খালি প্রায় চান্দিতে চুল আর কখনোই উঠবে না।

তবে এই পোষ্ট দেখার পর মনে হইতেছে এবং ঢৃড়ভাবে বিশ্বাস করিতেছি , আগামীকাল হইতে আমার বিলুপ্তপ্রায় টাক মাথায় এবং সেই সাথে হাতুর তালুতে চুল গজাইতে শুরু করিবে ।"

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

কৌশিক বলেছেন: আজানের প্রশংসা করে লিখেছিলাম। ছোটবেলা বায়তুল মোকারমের আজানের যে কি অপূর্ব একটা সুর-লহরী শুনতাম! সেই আজান এখন কোথায়? অত চমৎকার আজান কাউকে দিতে শুনিনি।

সেই আজানের কোনো অডিও লিংক থাকলে একটু দিবেন দয়া করে।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: :| :|

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১

আদনান মাননান বলেছেন: Click This Link

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

রিমন রনবীর বলেছেন: =p~ =p~
ধর্মপ্রান মুসলমান =p~ =p~

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন !

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

রিমন রনবীর বলেছেন: একই সাথে রিভার্স এবং বাঁচার চেষ্টা :-P

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

যীশূ বলেছেন: গুরুত্ব না পাওয়া মানুষগুলো হঠাৎ গুরুত্ব পাওয়ার কারনে তাদের উৎসাহের পরিমানটাও হয়ত বেশি।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: অনেকদিন ধইরা উষ্ঠা না খায়া কৌশিক চরম হতাশ, তাই আজ আসিছে উষ্ঠানন্দ উপভোগ করিতে। দিলাম উষ্ঠা, গিয়া পড়ো শাহবাগের পাবলিক টয়লেটের মলে

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

কৌশিক বলেছেন: মুসলমানদের মধ্যে এই অসহিষ্ণুতা একদমই ইমান-আক্কীদার সাথে সাংঘর্ষিক। আপনি এখনই তওবা করুন।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

নিমচাঁদ বলেছেন:
প্লেন রকেট রে কয় , কিরে তুই এতো জোরে যাস কামনে ?

রকেট কয় , তোর পিছনে আগুন দিলে ,তুই আমার থেকে বেশী জোরে দৌড়াতি। :-0

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

লাইট ইয়ার বলেছেন: ভাইজানের কি ল্যুজ মোশন শুরু হইছে নাকি? B-) B-) B-) =p~ =p~ =p~

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

বিডি আমিনুর বলেছেন: নাস্তিকদের সৎ সাহস খুবই কম , সে সারা জীবন যে বিশ্বাসের উপর অটল ছিল , যাদের বা যে বিশ্বাস কে সে ঘৄনা করত অথচ মরার পরে সেই সব লোকের দ্বারস্থ হতে হয় । সে সাহস করে বলে যেতে পারে না আমারে জানাজা কর না আমারে ধর্মীও উপায়ে শেষ কার্জ সম্পাদন করিও না।

তাই আস্তিক -নাস্তিক সবার ই হুজুরদের কাছে যেতে হয় , তাই পীঠ বাঁচানর জন্য হোক , আর শেষ রক্ষার জন্য হোক সময় এসেছে হুজুরদের সম্মার করার , ধর্মকে সম্মান করার।



০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

কৌশিক বলেছেন: গলায় তরবারী ধরে কলেমা পড়ানোর নাম ইসলাম না। ইসলাম মানুষ ভালোবেসেই গ্রহণ করে।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

হেডস্যার বলেছেন: :D

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

কালোপরী বলেছেন: ভালোবেসেই ইসলাম গ্রহণ করুন :)


আমীন

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে মনে হয় সত্যিই যারা আমাদের মৃত্যুর পরে জানাজা পড়ে, যাদের ইমামতীতে আমরা নামাজ পড়ি, যেসব বাচ্চারা কুরআন শরীফ হেফজ করার সুমহান দায়িত্ব নেয় - তাদেরকে আমরা সঠিক মর্যাদা দেই না। মিলাদের সময় তাদের কথা মনে পড়ে, নইলে মৃত্যুতে - এছাড়া তাদের জন্য কি আমাদের আর কিছুই করার নেই?


যেভাবেই হোক। আপনি একটা ভাল ইস্যুকে মানবিক দৃষ্টিকোন থেকে তুলে এনেছেন। ধন্যবাদ।

অবশ্যই এর একটা সম্মানজনক সমাধান হওয়া দরকার।

এর জন্য প্রতিটি মুসলমানের দায় রয়েছে।

কোন ফাদারকে তো দেখিনা সাহায্য চেয়ে বেড়াতে!
কোন বুদ্দিষ্ট ভিক্ষু তো দেখিনা দ্বারে দ্বারে হাত পাততে!
ইহুদী, জৈন, শিখ সহ অন্যান্য কোন বিশ।বাসে বোধকরি এই রকম ধারাটা নেই।

আছে কি?

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ভাইজানের নাম ৮৪ জনের লিস্টে ওঠায় এখন পাছা বাঁচানোর চেস্টা মূলক পোস্ট দিলেন দেখা যাচ্ছে। চোখে পানি এসে গেল ঈমান সাহেবদের প্রতি আপনার দরদ দেখে। আশা করি পুলিশদের যখন এই পোস্ট দেখাবেন, তারা কেঁদে বুক ভাসিয়ে আপনাকে ছেড়ে দেবে।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

কৌশিক বলেছেন: আল্লাহই নির্ধারণ করেন কে মুমিন আর কে শয়তান। যে মানুষ এসব লিস্ট করে বেড়ায় তাদের আল্লাহ হেদায়েত দান করুক।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

১৮| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:১৩

লিঙ্কনহুসাইন বলেছেন: জ্বি , এই জন্যই লোকে বলে আয়ান দিয়া অনেক দিন খাইছেন :প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.