নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কোনোভাবেই মাথায় ঢোকে না কিছু মানুষ কেনো তড়িঘড়ি করে নামাজ পড়ে! সিজদায় এত তাড়াতাড়ি দোয়া পড়া উচিত নয়। আল্লাহতায়ালায় সম্মুখে মাথা পেতে ধ্যনস্থ হতে হয় - স্মরণ করতে হয় তাঁর কৃপার কথা। কিন্তু কিছু মানুষের আচরণ দেখলে কষ্ট পাই।
আমার কাছে নামাজ হলো একটা অপূর্ব শৈলীময় ইবাদত। নিজেকে সমর্পন। দন্ডায়মান হয়ে, কুর্নিশ করে, তারপরে অবনত হয়ে বিধাতার কাছে পরিপূর্ণ নিবেদন।
যে মানুষটা সিজদায় অবনত হয়ে সঠিকভাবে ধ্যনস্ত হতে পারে না - তার মনের ভেতরে যদি হৃদিক সমর্পন না থাকে - তবে সে সিজদা আল্লাহর দরবারে কবুল হবে কিনা আল্লাহই জানে। তারপরেও যারা মোটেও নামাজ পড়ে না - তাদের তুলনায় ঐ ব্যক্তিকে আমি প্রশংসা করি।
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কৌশিক বলেছেন: ধর্ম পরীক্ষার সময় আমি অংক পরীক্ষা দেই না।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
েমা: মাহাবুব আলম বলেছেন: মাশা আল্লাহ- আপনার লেখা চমৎকার হয়েছে। আমি মনে করি- আপনি নামাজের সৌন্দর্যগুলো তুলে ধরেছেন। আপনার লেখাটি পড়ে হৃদয়ে শীতলতা অনুভব করেছি। ধন্যবাদ আপনার লেখার জন্য। +++++++++++
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
কৌশিক বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সুন্দর কথা লেখার তৌফিক দান করুক।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
হ্যারিয়ার টু বলেছেন: বিলম্বে হলেও বেহেস্তের চাবির খোঁজ করার জন্য ধন্যবাদ!
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
কৌশিক বলেছেন: আমাদের উচিত, সবাইকে এ বিষয়ে উদ্বুদ্ধ করা। কারণ আজকে যে ব্যক্তি নামাজ পড়ছে না, কালকে সে খোদার পথ থেকে দূরে সরে যাবে।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
তাসিম বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সুন্দর সুন্দর কথা লেখার তৌফিক দান করুক।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
নষ্ট ছেলে বলেছেন: মাথায় কি বাল গাজাইত্যা হ্যায়?
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: আপনি নামাজ পড়েন? সূরা ফাতিহা মুখস্ত আছে? বলেন তো বেতের নামজ কয় রাকাত আর কোন সময় পড়তে হয়?
৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
মামুন হতভাগা বলেছেন: কেমনে কি? :-& :-& :-& :-&
৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
শিপু ভাই বলেছেন:
৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান আল্লাহ পাকে কি কারিশমা!! কি কৃপা!!!
আজ মাত্র ৩ কি ৪ জনের উছিলায়.....উপমায় কত জনের হেদায়ত হচ্ছে। সত্যি অসীম শুকরিয়া.....
১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
শিপু ভাই বলেছেন:
ক্লাসিক পোস্ট!!!++++++++
১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
মুহাই বলেছেন: এলার্ট!
১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: কেউ যদি কল্যাণের দিকে ফিরে আসতে চায়, তবে তাকে স্বাগতম জানানো উচিত, একথা যেন আমরা ভুলে না যাই।
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮
নিশ্চুপ শরিফ বলেছেন: বাংলা পরীক্ষার সময় আপনি ধর্ম এক্সাম দিতে আইছেন ক্যান? শাহবাগ থেকে কিন্তু রাগ করবে/
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
ফারজুল আরেফিন বলেছেন:
১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
ওবায়েদুল আকবর বলেছেন: *কুনোব্যাঙ* ইন্টারনেট আছেনা!!!
আমার কাছে ব্লগটারে এখন খুব ভালো লাগতেছে। পুরাই বিনুদুন।
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
নিমচাঁদ বলেছেন: বহু দেশ ঘুরে, বহু খানে ভ্রমন করে ,
সব ডাক্তার ই আমাকে বলেছিলো , আমার খালি প্রায় চান্দিতে চুল আর কখনোই উঠবে না।
তবে এই পোষ্ট দেখার পর মনে হইতেছে এবং ঢৃড়ভাবে বিশ্বাস করিতেছি , আগামীকাল হইতে আমার বিলুপ্তপ্রায় টাক মাথায় এবং সেই সাথে হাতুর তালুতে চুল গজাইতে শুরু করিবে ।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
জীবন্মৃত০১ বলেছেন: যাউকগা, এইবার আজানের মর্ম বুঝতে পার্লেন
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১
নীরব দর্শক বলেছেন: চমৎকার পোস্ট।
প্লাস দিলাম কারন আপনার ও পোস্ট কমেন্টের মাধ্যমে এইটা একটা ক্লাসিক পোস্ট হতে পারে।
নিমচাঁদ বলেছেন: বহু দেশ ঘুরে, বহু খানে ভ্রমন করে ,
সব ডাক্তার ই আমাকে বলেছিলো , আমার খালি প্রায় চান্দিতে চুল আর কখনোই উঠবে না।
তবে এই পোষ্ট দেখার পর মনে হইতেছে এবং ঢৃড়ভাবে বিশ্বাস করিতেছি , আগামীকাল হইতে আমার বিলুপ্তপ্রায় টাক মাথায় এবং সেই সাথে হাতুর তালুতে চুল গজাইতে শুরু করিবে ।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
আহসান হাবিব হীমূ বলেছেন:
নিমচাঁদ বলেছেন: বহু দেশ ঘুরে, বহু খানে ভ্রমন করে ,
সব ডাক্তার ই আমাকে বলেছিলো , আমার খালি প্রায় চান্দিতে চুল আর কখনোই উঠবে না।
তবে এই পোষ্ট দেখার পর মনে হইতেছে এবং ঢৃড়ভাবে বিশ্বাস করিতেছি , আগামীকাল হইতে আমার বিলুপ্তপ্রায় টাক মাথায় এবং সেই সাথে হাতুর তালুতে চুল গজাইতে শুরু করিবে ।
ভাবতাসি আমিও একখান ধর্মীয় পুষ্ট দিমু। আপ্নারে উত্তম ঝাজা।
২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বাহ , ভালো তো
ভালো না ??
২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: প্লাস.।।
২২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
জাহিদুল হাসান বলেছেন: নিমচাদ ভাই বলেছেন........................
কেমনে কি
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ওরে চুল পড়িলেই হয় না জ্ঞানী, এরুপ নাকি নিমচাদ ভাই'র বচন!
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:২০
নাইট রিডার বলেছেন: ঐতিহাসিক পোষ্ট।
পোষ্ট লটকানো হোক।
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
চেয়ারম্যান০০৭ বলেছেন:
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:০০
রিফাত হোসেন বলেছেন: হ্যাক হইল নাকি কৌশিকদার ব্লগ!
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৯
ভবঘুরের ঠিকানা বলেছেন: আর কত বিনোদন যে দেখব ব্লগে . .
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০
যীশূ বলেছেন:
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।
৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
সবুজ ভীমরুল বলেছেন:
ব্যাফুক বিনুদুন!!!!! এই পুস্ট স্টিকি করা হউক!!
আচ্ছা আজান নিয়া আপনি কি যেন পোস্ট দিয়েছিলেন??
নিমচাঁদ বলেছেন: বহু দেশ ঘুরে, বহু খানে ভ্রমন করে ,
সব ডাক্তার ই আমাকে বলেছিলো , আমার খালি প্রায় চান্দিতে চুল আর কখনোই উঠবে না।
তবে এই পোষ্ট দেখার পর মনে হইতেছে এবং ঢৃড়ভাবে বিশ্বাস করিতেছি , আগামীকাল হইতে আমার বিলুপ্তপ্রায় টাক মাথায় এবং সেই সাথে হাতুর তালুতে চুল গজাইতে শুরু করিবে ।
৩১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
পথিক আমি বলেছেন: হা হা এই পোস্টে আঠা লাগানো হোক। তবে কমেন্টের উত্তর দেখে স্যাটায়ার মনে হচ্ছে।
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: লেখক বলেছেন: ধর্ম পরীক্ষার সময় আমি অংক পরীক্ষা দেই না।
হাহাপগে.........ধর মি।
৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
আমি তুমি আমরা বলেছেন: কেন এই নাটক?
৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮
পাকাচুল বলেছেন: নিমচাঁদ বলেছেন: বহু দেশ ঘুরে, বহু খানে ভ্রমন করে ,
সব ডাক্তার ই আমাকে বলেছিলো , আমার খালি প্রায় চান্দিতে চুল আর কখনোই উঠবে না।
তবে এই পোষ্ট দেখার পর মনে হইতেছে এবং ঢৃড়ভাবে বিশ্বাস করিতেছি , আগামীকাল হইতে আমার বিলুপ্তপ্রায় টাক মাথায় এবং সেই সাথে হাতুর তালুতে চুল গজাইতে শুরু করিবে ।
৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭
আশফাক সুমন বলেছেন: ভাই কৌশিক,
আল্লাহ আপনাকে -আমাকে - সবাইকে আলোর দিশা দিন, এই আমার দোয়া্ ।
৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
ছন্নছাড়া সিফাত বলেছেন: ভাই স্বয়ং আল্লাহ তালা ছাড়া আর কেও জানেনা ওনার মনের খবর।তবে যে সঠিক পথে আসতে চায় তাকে উতসাহিত করুন টিটকারি নয়।আমি আবারও বলছি এক আল্লাহই মানুষের মনের খবর ভালো জানেন যা সে প্রকাশ করুক আর লুকিয়ে রাখুক।
৩৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
সত্যবাক বলেছেন: বিলাই কম ঠেলায় গাছে উঠে না।
আবারা গাধাও পানি ঘোলা করে খায়।
আবার ছাগলেও কিন্তু কাঠাল পাতা খায়।
ভাল লাগল কারণ তোরা যে দরকার হলে তোদের নেতাদের পাছায় লাথি মারবি তার একটা নমুনা রাখা লাগবে না।
ভাল ভাল। শালা রাম ছাগল।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
বাক স্বাধীনতা বলেছেন: ৮৪ জনের লিস্টে আপনার নাম আছে নাকি?