নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

সরকারী সংস্থার অনুরোধে ব্লগারদের তথ্য প্রদান ও বাতিল কিভাবে দেখছেন?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

সম্প্রতি কয়েকজন ব্লগারের তথ্য চেয়েছে বিটিআরসি। তাদের ব্লগ বাতিল করার নির্দেশ দিয়েছে। বিভিন্ন ব্লগ কর্তৃপক্ষ এ সংক্রান্ত মেইল পেয়েছে।



একজন ব্লগার হিসাবে আপনি এ বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার নিজের নিরাপত্তা নিয়ে কি ভাবছেন? আপনার কি মনে হচ্ছে এমন নিয়ন্ত্রনের প্রচেষ্টা ব্লগের জন্য মঙ্গলজনক? সরকারী খবরদারী যথার্থ কারণে অনুসৃত হবে? এর কোনো অবৈধ ব্যবহার হবে না?



সামনে নির্বাচন ও তত্ত্বাবধায়ক এর মত বড় বড় ইস্যু নিয়ে ব্লগাররা কথা বলবে। আপনি কি আপনার বক্তব্য ঠিকভাবে উপস্থাপন করতে পারবেন?

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সমর্থন করি না।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

কৌশিক বলেছেন: কোন ব্লগারকে অভিযুক্ত করার জন্য সরকারের কি কোনো আইন থাকা প্রয়োজন?

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

রুদ্র মানব বলেছেন: সমর্থন করি না।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

কৌশিক বলেছেন: সরকার কি এই কাজ করার অধিকার রাখে? কোন আইনের বলে নাকি শাস্তি সরূপ?

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

মানব ও মানবতা বলেছেন: কি কি মানদন্ডে তারা এসব চাচ্ছেন, সেটা পরিস্কার হলে আমি সমর্থন করবো। দেশ ও স্বাধীনতার জন্য ক্ষতিকর এবং এমন যে কোন লেখা যা ধর্ম নিয়ে অজ্ঞতাপ্রসূত উম্মাদনা কিংবা ধর্মকে অবজ্ঞা করে কোন আধুনিকতাবাদীর সীমালঙ্ঘন সম্পর্কিত হয়, অথবা ধর্মের আবেগ ব্যবহার করে কেউ নিজস্ব মতবাদ বা রাজনীতির প্রচারণা চালায়- সেসব বন্ধ করে দেয়ার পক্ষে আমি। বাকস্বাধীনতার নামে যা তা লিখে ফেলা মুক্ত বুদ্ধির চর্চা নয়।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

কৌশিক বলেছেন: সেই মানদন্ড বলে কি সরকার কিছু ঠিক করেছে? আপনি কি জানেন?

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৫

কান্টি টুটুল বলেছেন:

এটি ঘৃণ্য বাকশালী আমলের কথা স্মরণ করিয়ে দেয় যখন চারটি বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়েছিল।

৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মানব ও মানবতা বলেছেন: কি কি মানদন্ডে তারা এসব চাচ্ছেন, সেটা পরিস্কার হলে আমি সমর্থন করবো। দেশ ও স্বাধীনতার জন্য ক্ষতিকর এবং এমন যে কোন লেখা যা ধর্ম নিয়ে অজ্ঞতাপ্রসূত উম্মাদনা কিংবা ধর্মকে অবজ্ঞা করে কোন আধুনিকতাবাদীর সীমালঙ্ঘন সম্পর্কিত হয়, অথবা ধর্মের আবেগ ব্যবহার করে কেউ নিজস্ব মতবাদ বা রাজনীতির প্রচারণা চালায়- সেসব বন্ধ করে দেয়ার পক্ষে আমি। বাকস্বাধীনতার নামে যা তা লিখে ফেলা মুক্ত বুদ্ধির চর্চা নয়।

এটা আমারো মতামত। আর এই নিয়ন্ত্রণ আরো আগেই দরকার ছিল। নিয়ন্ত্রণহীন সব কিছুই উচ্ছন্নে যায়, বাংলা ব্লগের বর্তমান অবস্থা তার উৎকৃষ্ট প্রমাণ।

সুস্থ ব্লগ চর্চার উপর অযাচিত হস্তক্ষেপ কাম্য নয়। কিন্তু বাস্তবতা হল, আমাদের সরকারগুলোর আচরণ সব সময়ই স্বৈরাচারী হয়। সেই নিরিখে উদ্ভূত পরিস্থিতির কারণে ভবিষ্যতে মত প্রকাশের ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ হলে অবাক হব না।

তবে এই দ্বায়ভারটিও সেসব কুলাংগার ব্লগার এবং ব্লগ কতৃপক্ষকেই নিতে হবে। কারণ, মত প্রকাশের স্বাধীনতার এই জায়গাটিকে অপব্যবহার করার কারণেই আজকের এই অবস্থা !

৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

পিয়ার আহসান বলেছেন: আমি এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। বাংলাদেশে সরকারপক্ষ ক্ষমতার জন্য যা তা করতে পারে। ব্লগের উপর নিয়ন্ত্রণ আরোপ আপাত দৃষ্টিতে মঙ্গলজনক মনে হলেও এর সুদূর প্রসারী খারাপ প্রভাব বিদ্যমান। সরকার এই নিয়ন্ত্রনের মাধ্যমে ব্লগারদেরকে পুতুলের মতই নাচাতে পারবে। ব্লগাররা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছেন, সেটা সামনে সম্ভব হবে না বলেই প্রতীয়মান।

তবে ব্লগ মালিকেরা যদি সরকারকে সহযোগীতা না করেন, তাহলে কি ঘটতে পারে? সরকার কি সোনা ব্লগের মত অন্যান্য অবাধ্য ব্লগগুলোও বন্ধ করে স্বীয় ক্ষমতা প্রদর্শন করবে?

৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

তোমোদাচি বলেছেন: বাক স্বাধীনতার উপর হস্থক্ষেপ সমর্থন করি না। আবার বাকস্বাধীনতার নামে ব্লকে যা খুশি তা লেখা অবশ্যই প্রতিহত করতে হবে। এই দায়িত্ব সাধারন ব্লগার এবং মডারেটরগনের পালন করতে হবে সেখানে সরকারের হস্থক্ষেপ মেনে নিব না!

৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

আমরা তোমাদের ভুলব না বলেছেন: মানব ও মানবতা বলেছেন: কি কি মানদন্ডে তারা এসব চাচ্ছেন, সেটা পরিস্কার হলে আমি সমর্থন করবো। দেশ ও স্বাধীনতার জন্য ক্ষতিকর এবং এমন যে কোন লেখা যা ধর্ম নিয়ে অজ্ঞতাপ্রসূত উম্মাদনা কিংবা ধর্মকে অবজ্ঞা করে কোন আধুনিকতাবাদীর সীমালঙ্ঘন সম্পর্কিত হয়, অথবা ধর্মের আবেগ ব্যবহার করে কেউ নিজস্ব মতবাদ বা রাজনীতির প্রচারণা চালায়- সেসব বন্ধ করে দেয়ার পক্ষে আমি। বাকস্বাধীনতার নামে যা তা লিখে ফেলা মুক্ত বুদ্ধির চর্চা নয়।

৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬

নষ্ট ছেলে বলেছেন: লিস্টে আমার নাম না থাকলে সমর্থন করি ;)

১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

বোকা_ছেলে বলেছেন: কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়। ভিন্ন মত থাকতেই পারে তাই বলে এভাবে হাত /মুখ বেধে দেয়া সমর্থন যোগ্য নয়।

১১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০

অচিন.... বলেছেন: ব্লগে ধর্মবিদ্বেষি করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর উপক্রম করলে তো সরকার হস্তক্ষেপ করবেই। আর আজ সরকার যে পদক্ষেপ নিয়েছে এতে ব্লগের মডারেটরদের দোষ বেশি। তারা মুক্ত মত কে সাপোর্টের নামে ধর্মবিদ্বেষকে, ধর্ম অবমাননাকে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিছে। যার ফল আমারদেশ পত্রিকায় ব্লগের আমলনামা ফাস আর সরকারের ব্লগ নিয়ন্ত্রনে আনার সুযোগ পেয়ে যাওয়া।

১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

আল ইফরান বলেছেন: এটা প্রকারান্তে অনলাইন কম্যুনিটির উপর একধরনের একনায়কতান্ত্রিক সেন্সরিং।
কোনোভাবেই সমর্থন করি না।
তবে ব্লগের মডারেশান প্যানেলের আরো দায়িত্বশীল আচরন প্রত্যাশা করি।
বিশেষ করে ধর্মীয় ইস্যুতে অনেক লেখাই আছে যাতে অহেতুক ধর্ম-বিদ্বেষের বিষবাস্প ছড়ানো হয়েছে।
তবে সেই যুক্তিতে ব্লগের উপর কোনোধরনের সরকারি হস্তক্ষেপ কখনোই সমর্থন করি না।

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

আমিনুর রহমান বলেছেন: রাষ্ট্রের প্রয়োজনে কোন তথ্য লাগলে অবশ্যই তা দিলে আমি তার সমর্থন করি কিন্তু তা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হবে না বিশ্বাস করতে পারিনা। কেননা বিগত ৪ গনতান্ত্রিক সরকার জনগণের বিশ্বাস অর্জনের মতো কিছুই করতে পারিনি উপরন্ত জনগণের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করারই চেষ্টা করেছেন।

১৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সরকার বাকস্বাধীনতার উপর হগসতক্ষেপ করুক এটা চাইনা..তার ভাল কিছু করলে কিন্তু আমরা কেউ খারাপ লিখিনা....ভাল কাজ করাতে মনোযোগী না হয়ে আরেকজনের মুখবন্ধরোখা ব্যাপারটা সমর্থন যোগ্য নয়....নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন সবাই চায়...একমাত্র বুদ্ধি প্রতিবন্ধি কিছু মানুস ছাড়া মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে যদি ব্যাপক আন্দোলন হতে পারে...কারেন্ট ইস্যু নিয়ে সেই রকমটি হওয়া অযৌ্ক্তিক নয়।তাই সরকার এখন থেকেই এটি নিয়ন্ত্রণে তৎপর। ব্লগারদের কমিউনিটি এখন সবাই সমীহ করে।

১৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

নরক হতে বহিষ্কৃত বলেছেন: আমি মনে করি অনলাইন জগৎ মত প্রকাশের জন্য পুরোপুরি উন্মুক্ত হউয়া উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.