নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ আন্দোলন কোনো ব্যক্তিবিশেষের চেহারা, বক্তব্য, আদর্শে মুগ্ধ হয়ে সংগঠিত হয়নি। এখানে সেই মানুষেরা বিক্ষোভ জানিয়েছে যারা যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়। সেই মানুষেরা কোন ধর্মের, কোন বর্নের, কোন শ্রেণীর, কোন লিংগের, কোন রাজনৈতিক দলের - সেসব অনুসন্ধান ও প্রমাণের জায়গা শাহবাগ আন্দোলন নয়।
শাহবাগ আন্দোলনের, পরবর্তীতে 'গণজাগরণ মঞ্চ' হয়ে ওঠার প্রতিটা পদক্ষেপে আন্দোলনকারীরা তাদের অন্যান্য পরিচয়ের ঊর্ধ্বে উঠে দাবী জানিয়েছেন। প্রথম থেকেই সে দাবী নিদৃষ্ট, সবার হৃদয়ে প্রোত্থিত ছিলো। কোনো ব্যক্তিবিশেষ দাবীগুলো রচনা করে মানুষের মগজে ঢুকানোর প্রয়োজন হয়নি। একই সংগে লক্ষ মানুষের হৃদয়ে এই একই দাবী উচ্চারিত হয়েছিলো, আর শাহবাগে সেটার ঘটেছে বিস্ফোরন।
শাহবাগ কোনো নেতা তৈরী করে না, শাহবাগ কোনো হিরো তৈরী করে না। শাহবাগ কেবল চেতনা তৈরী করে। যে চেতনা অস্বীকার করে কোন নিদৃষ্ট ধর্ম, বর্ণ, পেশা, বয়স ও রাজনৈতিক দলে শৃংখলিত হয়ে দাবী উত্থাপনের বৈধতা পেতে।
গণজাগরণ মঞ্চের প্রতিটা আন্দোলনকারীর যেমন ধর্মপরিচয় জানতে মানুষ আগ্রহী না তেমনি আগ্রহী না তাদের ব্যক্তিগত কোনো শখ, আহলাদ, রোমাঞ্চ, এ্যাডভেঞ্চার জানতে। মানুষের প্রত্যাশা কেবল একটাই - তা হলো এটাকে সর্বমতগ্রহণযোগ্য করার, এখানে উপস্থিত প্রতিটা মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার। কারো ব্যক্তিগত ধর্ম বিশ্বাস-অবিশ্বাসের নিরিখে গণজাগরণ মঞ্চকে চিহ্নিত করার কোনো সুযোগ নাই।
'গণজাগরণ মঞ্চ' নামক শব্দবন্ধের মধ্যে যে চেতনা ধারণা করে তার কোনো বিশ্বাসী নুনু নেই, কাজেই কাটারও দরকার নেই। প্রত্যেকের নুনু প্রত্যেকের কাছে থাকলেই হবে - প্রতিপক্ষ দেখতে চাইছে বলে সেটা উচিয়ে দেখিয়ে বেড়াবার মত নির্লজ্জতা আর কিছু নাই। এখানে কেউ নুনু দেখতে ও দেখাতে বসেনি - যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখতে বসেছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে দাঁড়িয়ে নুনু দেখার টাইম নাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
দায়িত্ববান নাগরিক বলেছেন: 1971 saler moto lungi khule rajakarer kase porichoi dite asi nai... Rajakarer bichar chaite esesi....
Chorom laglo. +++++++