নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

যে দেশে মানুষ থাকে না সে দেশে শান্তিকে তো থাকতেই হবে

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

নাস্তিক মারতে মারতে মোটামুটি সাফ করে ফেলেছে। আমার দেশ মোটামুটি শান্ত। তারপরে একদিন জানা গেলো আস্তিকদের মধ্যে একদল নাস্তিক মারাকে পছন্দ করে নাই। নাস্তিক মারা সমর্থন করে না যারা তারাও নাস্তিক বলে সাব্যস্ত হলো। দলটা একটু বড় হলেও তাদেরকেও মারতে শুরু করলো। মোটামুটি সাফ হয়ে গেলো। এরপরে জানা গেলো, আস্তিকদের মধ্যে আরো একটা বৃহৎ দল তৈরী হয়েছে - যারা এটাকে গণহত্যা বলছে। কিন্তু এটাও তো পরিস্কারভাবে নাস্তিকদের পক্ষালম্বন। সুতরাং তারাও নাস্তিক বলে ঘোষিত হলো এবং সবাইকে মেরে ফেলা হলো। তারপরে....আরো কিছু সংঘর্ষ, আরো মানুষ মারলো। তবে কে কাকে মারলো সেসব আর ইতিহাসে লেখা থাকলো না।



দেশে অতপর একটা শান্তি স্থাপিত হলো। যে দেশে মানুষ থাকে না সে দেশে শান্তিকে তো থাকতেই হবে।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

আব্দুর রহ্‌মান বলেছেন: এটাই ইসলাম যার অর্থ শান্তি।

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

দিশার বলেছেন: ভাই শান্তির ধর্ম ইসলাম নিয়ে একটা কথাও বলবেন না, তাইলে কিন্তু কল্লা থাকবেনা মাথায়। কারণ ইসলাম মানে শান্তি, শান্তি মানে ইসলাম (!)

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩

এম এম হোসাইন বলেছেন: ভাই, কেও নাস্তিক হলে কারো কোন প্রব্লেম নাই। প্রব্লেম তখনই হয় যখন কোন ধর্ম নিয়ে বাজে কথা বলা হয়।

সবাই যুক্তি সহকারে যেকোন ধর্মের সমালোচনা করতে পারে। তবে মনে রাখা জরুরী যে সমালোচনা করা আর বাজে উক্তি করা এক কথা নয়।

তাই আমাদের সবারই উচিত উত্তম ভাষা ব্যবহার করা।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫

ধমাধম বলেছেন: @এম এম হোসাইন / কেউ যখন বলে সে নাস্তিক, তার মানেই আল্লারে অস্বীকার করা। এর চাইতে বাজে কথা আর কী হইতে পারে?

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

দন্ডিত বলেছেন: যাদের রাজনীতি প্রতিপক্ষ সর্বস্ব তাদের রাজনীতি সবসময় নতুন নতুন প্রতিপক্ষ খুজে বের করে। নাহলে তাদের রাজনীতি থাকে না।

এই দেশে অধিকাংশ লোক ঠিকমত নামাজ পরে না। ইসলাম যদি বিপন্ন হয় তাহলে ধার্মিক লোকদের জন্যেই বিপন্ন যারা সত্য জেনেও ঠিকমত ধর্ম পালন করে না।

কোন নাস্তিক কোন ধার্মিককে ধর্ম পালনে বাধা দেয় না। তারপরও ধার্মিকেরা নাস্তিক খতম করে ধর্ম রক্ষায় যত আগ্রহী, ধর্ম পালন করে ধর্ম রক্ষায় তত আগ্রহী নয়।

যদি সত্যিই ইসলাম কে বাঁচাতে হয় তাহলে আগে ধার্মিক ব্যাটাদের ধর্মপালন নিশ্চিত করেন আগে। নিজের ঘর থেকেই তো সংস্কার শুরু হওয়া উচিত।

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবরের শান্তি.....?

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১

বাংলার হাসান বলেছেন: দেশে অতপর একটা শান্তি স্থাপিত হলো। যে দেশে মানুষ থাকে না সে দেশে শান্তিকে তো থাকতেই হবে। ভাল বলেছেন

৮| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

নায়করাজ বলেছেন: আমরাই এই কালসাপ তৈরি করেছি। তাদের নানাভাবে আমরা সহায়তা করছি। তাদের প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে তাদের দিন দিন বড় বানিয়েছি আমরাই।

এখন দরকার তাদের সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বয়কট করা। দান সদকা বন্ধ করা ।

জামায়াত শিবিরের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ওরা যেন অন্য নামে রাজনীতিতে ফিরে না আসতে পারে, সে জন্য ব্যক্তি হিসেবে তালিকা করে নিষিদ্ধ করতে হবে।

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

৯| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

আদিত শরীফুল বলেছেন: ভাল লিখেছেন
http://www.pressbarta.com

১০| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

আদিত শরীফুল বলেছেন: লেখাটি ভাল হয়েছে। ব্লগারকে ধন্যবাদ।
http://www.pressbarta.com

১১| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

ভাম_বেড়াল বলেছেন: শান্তির ধর্ম এদেশে শান্তি কায়েম করছে, গোরস্থানের শান্তি।

১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: যে দেশে মানুষ থাকে না সে দেশে শান্তিকে তো থাকতেই হবে।

১৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

অবিশ্বাসের দর্শন বলেছেন: যে দেশে মানুষ থাকে সেই দেশে শান্তি থাকে কিন্তু যে দেশে ছাগু থাকে সেই দেশে অশান্তি থাকে।

১৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: বাহ বাহ , শান্তিবিশারদরা দেশে অশান্তির মূল কারন দেখি খুঁজে পেয়েছেন । তো দুনিয়ার অন্যান্য যেসব জায়গায় এই অশান্তিবাজরা নেই সেখানের শান্তি কই???

দেশের মানুষ আজ শান্তিতে নাই কথা ঠিক , কিন্তু খালি ব্লগের পাতায় দৌড়াদৌড়ি না করে যদি মানুষের জীবনের খবর ও একটু নেয়া হয় তাহলে কি দেখা যায় ??? দেখেছেন ?? খোঁজ করে দেখুন, দেশের মানুষের অশান্তির কারন আপনাদের তথাকথিত অশান্তিবাজরা নয়। কারা, সে কথা আপনারাও জানবেন খুঁজে দেখলে।


আর এই অশান্তিবাজদের কথা বললে বলব, নিজেরা বাড়াবাড়ি বন্ধ করুন তারপর কিছু ঘটলে তাদের বলা যাবে, যে, তারা অশান্তি সৃষ্টি করে। কিন্তু বর্তমানে যেসকল কারনে নাস্তিকদের ওপর অশান্তি ও আতঙ্ক নেমে এসেছে, তাতে এই ধর্মবাজদের কোন দোষ দেখতে পাচ্ছি না। সকলে সমান পর্যায়ে আছে।

১৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: সর্বোপরি, যারা শান্তির অন্বেষী, ইসলাম তাদের জন্য অবশ্যই শান্তি। আর যারা তা নয়, তারা কি করে শান্তি পেতে পারে? তারাই শান্তি ধ্বংসকারী, অবোধের মতন দুনিয়ার বুকে ফিতনা সৃষ্টির জন্যই তাদের অবস্থান।



আমার মত নতুন মানুষকে ধুয়ে ফেলার জন্য হয়ত অনেকেই তৈরি হলেন এবার। তবু, আমি শান্তির অন্বেষী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.