নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

এই মুহূর্তে নিষিদ্ধ করুন জামাত-শিবির

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

জামাত-শিবির নিষিদ্ধ করার জন্য আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? এই মুহূর্তে নিষিদ্ধ করে দিলে জামাত-শিবির যে তান্ডব শুরু করেছে, নিরীহ সংখ্যালঘুদের উপরে আক্রমন করে সাম্প্রদায়িক দাঙ্গার উসকানি দিচ্ছে তা বন্ধ করা যাবে। সরকার যদি এই সিদ্ধান্ত এখনই না নিতে পারে, মানুষকে চরমমূল্য দিতে হবে। সময়োচিত সিদ্ধান্ত নেবার এই অযোগ্যতা ইতিহাস কখনও ক্ষমা করবে না। গণজাগরণের সাথে সম্পৃক্ত বাংলাদেশের প্রতিটা মানুষ - আর তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কিছু ফ্যানেটিক যুদ্ধাপরাধী।



জনতা জেগেছে, জনতা জামাত-শিবিরের রাজনীতির বিপক্ষে গণরায় দিয়েছে - এখনও সরকার বসে আছে কিসের অপেক্ষায়? আর কত রক্তক্ষরণের পরে সরকার জামাত-শিবির নিষিদ্ধ করবে?



এই মুহূর্তে নিষিদ্ধ করুন জামাত-শিবির। সময়ের সঠিক সিদ্ধান্তটি নিতে ভুল করলে চরম মূল্য দিতে হবে মাননীয় সরকার।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: যে সংস্থা রাজনীতি করতে অনুমতি দিতে পারে, আবার সেই সংস্থাই রাজনীতি করতে নিষেধ করতে পারেন । নির্বাচন কমিশন রাজনীতি করতে অনুমতি দিবেন, রাজনীতি করার লাইসেন্স নির্বাচন কমিশন দিবেন, তাহলে রাজনৈতিক দল নিষেধ করতে আদালতের দিক নির্দেশনা কেন প্রয়োজন হবে ? নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে, তাহলে কালকেই নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জামাতের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে পারেন । শুধু আন্তরিকতার প্রয়োজন । বর্তমানে নির্বাচন কমিশন আদালতের ঘাড়ে বন্দুক রেখে দিয়েছেন । বুঝাই যায় যে, জামাতের নিষিদ্ধ করতে তারা েইচ্ছুক নন ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

মেঘবাজি বলেছেন: শুধু নিষিদ্ধ করলেই চলবো? প্যাকেজ কইরা ফাকিস্তানে পাঠায় দিতে হইবো।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

বুড়া শাহরীয়ার বলেছেন: nishiddho korlei ki sob problem solved hoye jabe....? amar to mone hoi agune aro ghii dhalal hobe.

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:০৪

নীলতিমি বলেছেন: আমাদের দেশে চরম ব্যবসায়ী দুটি দল হলো জামাত আর আওয়ামীলীগ !

আওয়ামীলীগ ব্যবসা করে মুক্তিযুদ্ধ নিয়ে আর জামাত ব্যবহার করে ধর্ম নিয়ে
!

এরা একে অপরের পরিপূরক। নিষিদ্ধ করতে কেন ?

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

শহীদুল্লাহ খান বলেছেন: সময়ের সঠিক সিদ্ধান্তটি নিতে ভুল করলে চরম মূল্য দিতে হবে মাননীয় সরকার।



সহমত।

৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:২৬

কুষ্টিয়ারশুভ বলেছেন: আপনি কোন দলের পক্ষে?
Click This Link

৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

সমকালের গান বলেছেন: এই মুহূর্তে নিষিদ্ধ করুন জামাত-শিবির। সময়ের সঠিক সিদ্ধান্তটি নিতে ভুল করলে চরম মূল্য দিতে হবে মাননীয় সরকার।

সহমত।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩

মীতু বলেছেন: নিষিদ্ধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.