নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবিষ্যতের কোনো এক কালে ঞ এক অতি অসাধারণ ফেসবুক স্টার হিসাবে আবির্ভূত হয়েছেন। অগণিত তারা ফলোয়ার। কিন্তু তাকে নিয়ে ব্যাঙ্গাত্মক স্টাটাস দিয়ে বেড়ায় আরেক ফেসবুকাস্টার ঙ। অশ্লীল ছড়া বানায়। ঞ'র মহিলা ফলোয়ারদের নিয়ে আজেবাজে কথা বলে, ছন্দ মিলিয়ে সেসব বকে বেড়ায়। ফলে ঞ একদিন তার স্টাটাসে তার ফলোয়ারদের বললো, ঙ তো জুকারবার্গ ও আমাকে অসম্মান করেছে, কষ্ট দিয়েছে, অসম্মানিত করেছে! তোমাদের মধ্যে থেকে কে তার হাত থেকে আমাদের মুক্ত করতে পারবে?
চ নামক ফলোয়ার প্রথম লাইক দিয়েই কমেন্ট দিলেন, মহামান্য ঞ, আপনি কি চান, তাকে আমি হত্যা করি?
ঞ সম্মতি দিয়ে তার কমেন্টে লাইক দিলেন।
চ বললো, এজন্য আমাকে অনুমতি দিতে হবে আপনার বিরুদ্ধে তার কাছে বদনাম করার!
সে কমেন্টেও ঞ লাইক দিলেন।
কিছুদিন পরে চ কয়েকজন সহ-ফলোয়ার নিয়ে ঙ'র বাড়ি গেলেন। তার কাছে ঞ'র বিষয়ে অনেক কুৎসা করলেন। তারপরে ঙ'র কাছে কিছু অর্থ সাহায্য প্রার্থণা করলেন।
ঙ বিনিময়ে চ'দের স্ত্রী বন্ধক রাখতে বললেন। চ'রা রাজি হলেন না। সন্তানদের বন্ধক রাখতে বললেন। চ'রা রাজি হলেন না। উল্টো প্রস্তাব করলেন তাদের অস্ত্র বন্ধক নিতে। ঙ রাজি হলেন।
এক রাতে চ'রা এলেন অস্ত্র নিয়ে। ঙ ঘর থেকে বেড়িয়ে এলো। চ সুঘ্রান পেলো ঙ'র চুলে। প্রশংসা করলো। তারপরে আরো একটু সুঘ্রান নেবার জন্য তার মাথা নুইয়ে চুল স্পর্শ করলো। অন্য ফলোয়াররা তখন ঙ'র মাথা আলাদা করে ফেললো ধারালো অস্ত্র দিয়ে।
ঞ'র কাছে কর্তিত মস্তক নিয়ে হাজির হলো চ'রা। ঞ তাদের সবার মঙ্গল কামনা করলেন।
তখনকার অন্য ফেসবুকাস্টররা কখনই এর পরে ঞ ও জুকারবার্গকে নিয়ে কোনো কটুক্তি করে নাই। ঞ'র পরবর্তীকালের অনেক ফলোয়ারই এই ঘটনার কথা জানে না। ফেসবুকের টাইমলাইন এই ইতিহাস অনেক পেছনে ফেলে এলেও কেউ কেউ ঠিকই মনে রেখেছে।
যখনই ঞ'র বিরুদ্ধে কেউ কোনো কটুক্তি করে, ফলোয়ারদের কেউ না কেউ তাকে ফেসবুক থেকে শুধু নয়, পৃথিবী থেকেই বিদায় করে দেয়।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
নিকষ বলেছেন: ঞ'র অধিকাংশ ফলোয়ারই ঞ'র "এদের জ্ঞান দাও, ক্ষমা কর" নীতিতে চলার চেষ্টা করে। কিন্তু, ঙ'রা শুধু খুচিয়েই যায়।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
ইখতামিন বলেছেন:
১ম +++++++++
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল ক্যচাল
ভাল লাগল
শুভকামনা