নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাখ লাখ জনতা বা রাজনীতিবিদদের প্রতি ক্ষোভ প্রকাশ করার কোনো সুযোগ নেই। তাই ব্লগাররা এখন তাদের সহজ টার্গেট।
বেশিরভাগ ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট শাহবাগ আন্দোলনে শরীক হয়েছেন সাধারণ জনতার মতোই, ফেসবুক বা ব্লগ পড়ে, মিডিয়া দেখে। পুরো আন্দোলন চালিয়ে নিয়েছেন সাধারণ জনতা, তাদের দাবি নিয়ে। জাগ্রত জনতার পথ বন্ধ করতে না পেরে যুদ্ধাপরাধী-চক্র খুন করেছে একজন ব্লগারকে। এতেই থেমে থাকেনি তারা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মুখ বন্ধ করার জন্য তাদের ব্যক্তিগত ব্লগগুলো পত্রিকায় ছাপিয়ে দিচ্ছে।
মেইনস্ট্রিম মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিস্তর ব্যবধান রয়েছে তা প্রত্যেক ব্লগারই জানেন। ওয়েবের বিস্তৃত পরিসরে মতপ্রকাশ নানা প্রযুক্তিগত কারণেই বন্ধ করা সম্ভব নয়। যদি সে চেষ্টা করাও হয়, সফলতা আসে সামান্যই। উদাহরণস্বরূপ ইউটিউবের কথা বলা যায়, কাগজে-কলমে বন্ধ করা হলেও যে কেউ চেষ্টা করলে একটু ভিন্নপথে ইউটিউবে প্রবেশ করতে পারেন।
ইন্টারনেট-ভিত্তিক আন্তর্জাতিক সামাজিক গণমাধ্যমে মূলত বাংলাদেশের বেশিরভাগ অনলাইন অ্যাক্টিভিস্ট সক্রিয়। ব্লগ-প্লাটফর্মগুলো সে তুলনায় অনেক ক্ষুদ্র পরিসরে ও স্থানীয়ভিত্তিক হলেও বন্ধ করা অসম্ভব। সোনার বাংলা ব্লগ বন্ধ করা হলেও বিডি টুডে নামে তারা ফিরে এসেছে, সেখানে সোনার বাংলা ব্লগের আইডি দিয়ে আগের সদস্যরা ব্লগিং করতে পারছে।
গুগল সার্চ করলে সারা বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা হাজারও ধর্মবিরোধী বক্তব্য পাওয়া যাবে। সমাজবিরোধী বক্তব্য, নৈরাজ্য-সৃষ্টির উস্কানি, এমনকি নির্বিচারে মানুষ খুন করার পক্ষে নির্লজ্জ ওকালতিও পাওয়া যাবে। ওয়েব থেকে ওগুলো মুছে ফেলা সম্ভব নয় এবং কারও আগ্রহ না থাকলে সেসব তাকে কেউ জোর করে পড়াতেও পারবে না। ফলে এখন উদ্দেশ্যমূলকভাবে এসব লেখা প্রচার করা যুদ্ধাপরাধী-চক্রের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। আর এভাবে আপনাকে এসব পড়তে বাধ্য করা হচ্ছে।
উদ্দেশ্যমূলকে এসব প্রচারণার মাধ্যমে ব্লগ ও সোশ্যাল মিডিয়ার কোনো কনটেন্ট বাতিল করা সম্ভব নয়, প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই। প্রায়ই এসবের লেখককে শনাক্ত করা সম্ভব হয় না তাদের ছদ্মনাম ও ছদ্ম-ঠিকানার কারণে। ফলে এর বিরুদ্ধে প্রতিবাদ এক সংঘাতময় প্রচারণা ছাড়া আর কিছুই নয়। ব্লগারদের বেশিরভাগই আস্তিক এবং তারা এসব পোস্ট বা লেখা এবং লেখককে সহজেই তার প্রোফাইল থেকে মুক্ত রাখতে পারেন, ব্লক বা ব্যান করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় সেটাই বহুল-চর্চিত, ব্যক্তির উপযোগী করে তার ওয়েব স্পেসকে কাস্টমাইজ করে নেয়ার সুযোগ রাখা। প্রত্যেকটা প্লাটফর্ম সে সুবিধা প্রদান করে।
কিন্তু যুদ্ধাপরাধী-চক্র দেশের বেশিরভাগ মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার এসব চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে অবগত নন, তাদের কাছে উল্টোভাবে তুলে ধরছে ব্লগারদের পরিচয়। তারা খুব ভালো করেই জানে সোশ্যাল মিডিয়া কী জিনিস এবং একই সঙ্গে তারা জানে সাধারণ মানুষের এ বিষয়ে ধারণা নেই। এ গ্যাপটুকু কাজে লাগিয়ে ব্লগারদের মুখ বন্ধ করার জন্য সাধারণ মানুষকে উত্তেজিত করার উদ্দেশ্য নিয়ে তাদের এ ঘৃণ্য প্রচারণা।
কিন্তু এভাবে ব্লগের লেখা ও বক্তব্য বন্ধ করা যায় না। রাজীবের মতো আরও কিছু ব্লগারকে হত্যা করে ওরা হয়তো কিছু মুখ বন্ধ করতে পারবে। যুদ্ধাপরাধী-চক্রের সরসারি টার্গেট হিসাবে ব্লগাররা থাকলেও এটা মূলত সারাদেশের মানুষের বিরুদ্ধে একটা সতর্কবার্তা দেওয়ার চেষ্টা। সুতরাং রুখে দাঁড়াতে হবে দেশের মানুষকেই। একই সঙ্গে ব্লগারদেরও ঐক্যবদ্ধভাবে তুলে ধরতে হবে ব্লগের বহুমাত্রিকতা।
ব্লগার মাত্রই জানেন, সংখ্যাধিক্য মানুষ ধর্মীয় সংঘাতমূলক পোস্ট ও লেখালেখি পরিহার করে থাকেন। ধর্ম নিয়ে যুক্তিনির্ভর পোস্ট, তা যারই হোক না কেন, নাস্তিক অথবা আস্তিক, সেখানে জমে ওঠে জমজমাট বিতর্ক। এসব ব্লগ দেশ-বিদেশের তুলনামূলক ধর্মতাত্ত্বিক আলোচনার আর্কাইভে পরিণত হচ্ছে। আস্তিকদের জন্য তা যেমন প্রয়োজনীয় হিসাবে পরিগণিত হয়েছে, নাস্তিকদের জন্যও তেমনি। কেউ যদি গঠনমূলক যুক্তনির্ভর লেখা নিয়ে এখানে হাজির হন, তবে তার অনুসারী তৈরি হতে সময় লাগে না। কিন্তু নির্জলা অযৌক্তিক আস্ফালন দিনশেষে হারিয়ে যায় ওয়েবের গহবরে।
সুস্থ-স্বাভাবিক এ তার্কিক অবস্থানের ভেতরে কেবলমাত্র যুদ্ধাপরাধী-চক্র সবসময় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এসেছে। ব্লগে যেখানে উভয়মুখী মতপ্রকাশের সুযোগ থাকে সেখানে যুক্তির বদলে পাল্টা যুক্তি প্রদান করা যায়। বেশিরভাগ ব্লগার সেটা করে থাকেন। এর ভেতরে কিছু অপতৎপরতাও লক্ষ্য করা যায়। ব্যক্তি-আক্রমণের ঘটনা ঘটে, যা সংশ্লিষ্ট ব্লগ-প্লাটফর্মকে রিপোর্ট করা হলে সেসবের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়। কিন্তু ব্লগের বাইরে রয়েছে হাজার হাজার পেইড/ফ্রি সাইট– যা এককভাবে পরিচালিত হয়। একটা ডোমেইন কিনে, ওয়ার্ড প্রেস ইনস্টল করে এমন ওয়েবে ব্লগিং করার জন্য খুব বেশি প্রযুক্তিগত জ্ঞান থাকার দরকার নেই। সার্চ করে পাওয়া গেলেও এসব মূলত বিচ্ছিন্ন ও সাধারণের মধ্যে প্রভাব ফেলতে সক্ষম নয়। কিন্তু যুদ্ধাপরাধী-অপশক্তি ধর্মবিষয়ক নানামুখী চিন্তা, যার মধ্যে ধর্মহীনতা অবশ্যম্ভাবী হিসেবে রয়েছে, সেসব যুক্তি দিয়ে মোকাবেলা করে না। তাদের অপরাজনীতির জন্য এসব লেখা লাভজনক হিসেবে বিবেচিত হয়। তাই তারা এসব পত্রপত্রিকায় ছাপিয়ে দিয়ে জনসাধারণের মধ্যে ভুল ধারণা পৌঁছে দিচ্ছে।
যেসব ধর্মবিরোধী পোস্টের কথা বলা হয়, তার মন্তব্যাংশে অন্যান্যদের যুক্তির ফলে পোস্টদাতা কখনও কখনও ভুল প্রমাণিত হন। আবার ধর্মের নামে যুদ্ধাপরাধী চক্রের কোনো উদ্দেশ্যমূলক পোস্টের মোটিভ সচেতন ব্লগাররা সহজেই চিহ্নিত করে ফেলতে পারেন। এ মন্তব্য-প্রতিমন্তব্য কোনোভাবেই একপক্ষীয় নয় এবং এর খণ্ডিত অংশ প্রকাশ করে কখনওই আসল চিত্র অনুধাবন করা সম্ভব নয়। পত্রিকায় এর প্রকাশ ব্লগ ও ব্লগার সম্পর্কে উল্টো ধারণা ছড়াতে সক্ষম। আর এটাই মূলত এ চক্রের লক্ষ্য।
সব ব্লগার ও ব্লগ-প্লাটফর্মকে ঐক্যবদ্ধ হতে হবে, ব্লগের বিরুদ্ধে অপপ্রচার রুখে দিতে হবে। বোঝাতে হবে ব্লগে এসে এর উত্তর দেওয়ার জন্য। সেটাই সঠিক প্রতিরোধ হতে পারে। বাইরে থেকে যেমন দেখছেন, আসলে এটা তেমন একপক্ষীয় কোনো কৌণিক অবস্থানের জায়গা নয়। বাংলাদেশের সব ব্লগ-প্লাটফর্মই সবার স্বাধীন মতপ্রকাশের জন্য উন্মুক্ত, একমাত্র যুদ্ধাপরাধী-চক্র ছাড়া। তাদের সব ব্লগেই প্রতিরোধ করা হয় ঐক্যবদ্ধভাবে। এজন্য তাদের সব আক্রোশ এসব জনপ্রিয় ব্লগ ও ব্লগারদের বিরুদ্ধে। শাহবাগের গণজাগরণ যুদ্ধাপরাধী চক্রকে পুরো বাংলাদেশেই অবরুদ্ধ করে ফেলেছে, যার সূচনা ঘটেছিল ব্লগে।
ব্লগ ও ব্লগারদের বিরুদ্ধে অপপ্রচার যদিও ব্লগ লেখার ধারা ও পদ্ধতি বিন্দুমাত্র পাল্টাতে পারবে না, অপপ্রচারকারীরা পরিণত হবে ব্লগারদের নির্দয় সমালোচনার পাত্রে, তারপরও আশঙ্কা থেকে যায় যে, অপপ্রচারের ফলে কিছু ব্লগার হয়তো নিরাপত্তাহীনতায় ভুগবেন। সেজন্য অপপ্রচার রুখে দিতে সবাইকে সোচ্চার হতে হবে– নইলে শাহবাগের উদাহরণ তো চোখের সামনেই রইল। একজন ব্লগারের জীবন যদি নিরাপত্তাহীন হয় তবে ব্লগাররা এরপর যা করবেন তাতে শাহবাগের গণজাগরণে বিস্ফোরণ ঘটবে, শতগুণ তীব্রতার সঙ্গে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
কৌশিক বলেছেন: সেই পোস্টটা আপনি ভালো করে আরেকবার পড়েন। সেখানে আমি ধর্মীয় রীতির প্রতি সহনশীল হবার কথাই বলেছি।
লিংক Click This Link
ব্লগের এই চর্চাই তো ইতিবাচক। পোস্ট পড়ার পরে আপনার মন্তব্য কামনা করছি।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
এস দেওয়ান বলেছেন: যুদ্ধাপরাধী জামাতীদের আর আছে কি ? ক্ষুদার্থ কুকুরের মতো জামাতীদের অবস্থা । যা পায় তাই কামড়ে ধরে । আমি মনে করি তথাকথিত জামাতে ইসলামী আমাদের কিছুই করতে পারবে না ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
কিউ জামান বলেছেন: ভাই সব ব্লগার শাহবাগে যায় নাই। তাই সবাই নাস্তিক না। কিছু নাস্তিক বাম চাটা সব ব্লগার এর মান ইজ্জত নষ্ট করেছে। তাই এখন ব্লগার মানেই মানুষ নাস্তিক ভাবে।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাইকে একত্র হতে হবে, এখনই।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
সরোজ রিক্ত বলেছেন: ব্লগারদের বিরুদ্ধে অপপ্রচার!!!
আমরা তো জানি, যারা নাস্তিকতার নামে ইসলাম ধর্ম এবং নবী মুহাম্মাদ (সাঃ ) এর অবমাননা করেছে তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
টিটোপণডিত বলেছেন: Mirza Fakrul Islam Alamgir is the son of Prominent Rajakar Mirja Ruhul Amin
Please see the serial of 710 of below link:
Click This Link
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
রেজোওয়ানা বলেছেন: ব্লগার শব্দটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে!
ঐক্যমত দরকার এখন
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
চিগিমিকি বলেছেন: সংগঠিত হতে হবে সবাইকে
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
আরজু পনি বলেছেন:
আমাদের দায়িত্বশীল, সুস্থ্য আচরণের প্রকাশই পারে এসব অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
কালো স্বপ্ন বলেছেন: ছাগু-নাস্তিক ভাই ভাই,এক দড়িতে ফাসি চাই।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০
নয়ামুখ বলেছেন: এর সুযোগ কি আপনারাই করে দেননি। ব্লগার রাজিব পরিচিত ইসলাম বিরোধী ছিলোএবং আল্লাহ আর মহানবী (সা: ) কে নিয়ে যে জঘন্য ভাষায় লেখা লেখি করেছে যা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবেনা। অথচ সেই রাজিব মারা যাওয়ার পর তাকে আস্তিক বানানোর জন্য ব্লগ মডারেটররা মরিয়া হয়ে উঠলেন। যে লোকটি সারাটা জীবন আল্লাহ আর তার রসুলকে গালাগালি করলো মৃত্যুর পর তাকেই কিনা আল্লাহর নামে মাটি দিলেন।
কি দরকার ছিলো শাহবাগে তার জানাজা পড়ার। সে কি জানাজায় বিশ্বাস করতো। আপনারা শাহবাগে স্বঘোষিত নাস্তিক জানাজা পড়ে শুধু ইসলাম ধর্মকেই অপমান করেননি, আপনাদের সহযোদ্ধা রাজীবের চেতনার সাথেও বেইমানী করেছেন। আপনার কাছেই জানতে চাই, আপনি, আমি সবাইতো পাকিস্তানীদের তাদের কৃতকর্মের জন্য ঘৃণা করি। আজ যদি আপনি মারা যান (এটা কখনো কামনা করিনা), আর আপনার সহযোদ্ধারা যদি আপনাকে পাকিস্তানের পতাকা দিয়ে মুড়িয়ে আপনার শেষকৃত্য করে তবে আপনার আত্মাকি তাদের ক্ষমা করতে পারবে। ঠিক তেমনি রাজীব যে আল্লাহ আর তার রাসুলকে সারা জীবন ঘৃণা করলো, আপনারা মৃত্যুর পর তাকে সেই আল্লাহ আর রাসুলের কাছে সমর্পন করলেন।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাধারন ব্লগারদেরও নাস্তিকের তালিকায় ফেলে দিয়ে অপপ্রচার চালাচ্ছে আমার দেশ পত্রিকা। এই অপপ্রচার বন্ধ করতে এখনই সংগঠিত হতে হবে।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৭
রাফা বলেছেন: ওরা ভালো করেই জানে নাস্তিক ও যে কোন ধর্মের অপ-প্রচারকারিদের বিরুদ্ধে ব্লগাররা সব সময়ই প্রতিবাদে সোচ্চার।কিন্ত সেটুকু সেন্সর করে বিকৃতভাবে উপস্থাপন করেছে সমগ্র ব্লগারদের বিরুদ্ধে।
এটা উদ্দেশ্য-মূলক ভাবে ইচ্ছে করেই প্রচার করছে।জামাত/শিবির-কে রক্ষা করার জন্যই এই মিশন তাদের।দু,একজন নাস্তিকের বিরুদ্ধে হাজার হাজার ব্লগারের প্রতিবাদের বিন্দুমাত্র প্রকাশ করে নাই তারা। এই মোনাফেকরা সর্ব যুগেই ছিলো,এদের জন্য কোন আন্দোল বন্ধ হয় নাই হবেওনা।হয়তো সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবে।কিন্তু চুড়ান্ত বিজয় হবে সাধারন মানুষেরই।
জয় বাংলা।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
একজনা বলেছেন: জাতীয় স্বার্থে ঐক্যমত হওয়া প্রয়োজন।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪
টয় বয় বলেছেন:
-
সাধারন ব্লগারদের আজকের দুর্নামের পিছনে দায়ী আপনার মত ফ্যানাটিক ইসলাম বিদ্বেষীরা|
এখন ন্যাকা সাজলে হবে না|
আসিফ, কৌশিক, আরিফুর, নাহোল, রাজসোহান, ড়ুদ্রপ্রতাপ, দারিপাল্লা, সন্যাসী, থাবা বাবা স হ শত শত নাস্তিকরা এখন আমরা সবাই "সাধারন ব্লগার" কইয়া ভাব লইলে হইবো না|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭
কৌশিক বলেছেন: হইবো না ক্যান? হওয়াইলেই হবে, একটু চেষ্টা করেন হওয়াতে।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
মুক্তির মিছিল বলেছেন: ঢালাও ভাবে সকল ব্লগারদের বিরুদ্ধে অপপ্রচারণা বন্ধ হোক। কিন্তু আপনারমত ইসলাম ধর্ম বিদ্বেসী যেসব গালিবাজ ব্লগার আছে-তাদের নাম নিয়েই সরাসরি প্রচার(অপপ্রচার নয়)করা হোক।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
ধমাধম বলেছেন: ধর্ম যার যার, দেশ সবার।
তাই ধর্ম দিয়ে দেশ চলবে না, দেশ চলবে দেশের প্রচলিত আইনানুসারে।
এই সহজ ব্যাপারগুলা সাধারণ জনগন না বুঝুক, ব্লগের শিক্ষিত সমাজের বুঝতে এত সমস্যা হয় কেন, বুঝি না।
এরপর দেখতাম কে বা কারা ধর্ম নিয়ে কুতর্ক করে।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
লক্ষ্যভেদী বলেছেন: আসিফ, কৌশিক, আরিফুর, নাহোল, রাজসোহান, রুদ্রপ্রতাপ, দারিপাল্লা, সন্যাসীরাই ব্লগারদের কলংক।আপনাদেরমত গালিবাজ, ইসলাম ধর্ম, কোরান, মহা নবী বিদ্বেসীদের জন্যই আজ "ব্লগার" নাম কলঙ্গকিত। আপনাদেরকে সাধারন ব্লগারগন শুধু ঘৃনা করেন।অনেক গদাম খেয়েও আপনারা মানুষ হননি। প্লীজ,এবার আপনারা স্বেচ্ছায় সামু ত্যাগ করে সামুকে রাহুমুক্ত করে।সাধারন ব্লগারদের শান্তি স্বস্তিতে ব্লগিং করতে দেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮
কৌশিক বলেছেন: আপনার অনুরোধের জন্য ধন্যবাদ। কিন্তু আমার নামটা একটু বাদ দেয়া যায় না? ধর্মকে নিয়ে গালাগালি করা কোনো উদাহরণ যদি ৫ মিনিটের মধ্যে না দেখাতে পারেন তাহলে আপনি অটো ধর্ম-বিদ্বেষী প্রমাণ হবেন।
সময় মাত্র ৫ মিনিট। স্টার্ট ব্রো।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
লক্ষ্যভেদী বলেছেন: না, আপনার নামটা বাদ দেয়ারমত কোনো সুশীল আপনি নন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন-আপনি কি করেছেন? কেন আপনারমত একজন সিনিয়র ব্লগারকে সবাই ঘৃণার চোখে দেখেন? আপনারমত সকল সিনিয়র ব্লগারদের যেখানে সবাই সম্মান করেন, সমীহ করেন সেখানে কেনো আপনাকে সেরা অপছন্দের ব্লগার ভাবা হয়?আযান নিয়ে আপনি যে পোস্ট লিখেছিলেন-সেই পোস্ট আপনিইয়াবার পড়েন দেখবেন আপনার বিরুদ্ধে অভিযোগের সত্যতা আছে কিনা?
কারো আশ্রয় প্রশ্রয় থেকে কোনো অনেস্ট ব্লগারকে ব্লগিং করতে হয়না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
কৌশিক বলেছেন: আজানের পোস্টের লিংক উপরে দেয়া আছে। সেটা ভালো করে আপনি বরঞ্চ পড়েন।
আপনার ব্লগার হিসাবে জন্মের অনেক বছর আগে থেকেই আমি কারো সম্বন্ধে অসম্মানজনক কোনো শব্দ ব্যবহার করি নাই।
কেউ যখন দায়িত্বশীল আচরণ করে তখন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত।
ধর্মকে অশ্লীলভাবে/অবমাননাকরভাবে আমি কোনো কথা বলেছি তেমন কোনো পোস্ট বা মন্তব্য আমার নেই।
আমি সবসময়ই মনে করি ধর্মকে আক্রমন করে কোনো যোগাযোগ করা সম্ভব নয়। একই সাথে বিশ্বাস করি নাস্তিকদের মেরেও ধর্মের শান্তিপূর্ণ বার্তা মানুষকে দেয়া যায় না। একটা নাস্তিককে হাইলাইট করে ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাওয়া কিছু শয়তান। এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
লক্ষ্যভেদী বলেছেন: আপনার জন্য নির্দিষ্ট কোনো টাইম বেধে দিচ্ছিনা। কারন, সৎ হবার জন্য, ভাল হবার জন্য টাইম সেডিউলের দরকার নেই-সৎ হবার জন্য, ভাল হবার জন্য ইচ্ছা শক্তিই যথেষ্ট।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
স্পেলবাইন্ডার বলেছেন: ভুতের মুখে রাম নাম।
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
আজনবী বলেছেন: সর্বস্তরের সাধারণ মানুষের মূল দাবি হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামাত শিবির নিষিদ্ধ করন।
এই একটি দাবিতে আমাদের স্থির থাকতে হবে। এই দাবিকে দুর্বল করার জন্য জামাত শিবির নানান রকম ঘৃন্য অপকৌশলের চেষ্টা চালিয়ে যাবে, এ বিষয়ে সকলকেই সচেতন এবং সক্রিয় থাকতে হবে।
আমরা যারা ৭১ এর চেতনায় বিশ্বাস করি, প্রকৃত মনে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামাত শিবির নিষিদ্ধ করতে চাই তাদের দ্বায়িত্বশীল, সুস্থ্য আচরণের মধ্য দিয়েই এই সব ঘৃন্য ষরযন্ত্র প্রতিহত করতে হবে।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
ইখতামিন বলেছেন:
কেবল ঐক্যমত্যই পারে এই বিপত্তি থেকে আমাদের রক্ষা করতে।
পোস্টে সহমত. জয় বাংলা.
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
ওই চোরা বলেছেন: অনুমান করা সম্ভব, হাটহাজারীতে এমন কোনো সাম্প্রদায়িক শক্তির বিস্তার ঘটেছে যারা সহাবস্থানকে বিপন্ন করে তুলছে। এই সাম্প্রদায়িক অপশক্তি হতে পারে ইসলাম বা হিন্দু উভয় ধর্মের ছত্রছায়ায়। এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসাবে দেখে আমরা আসল সমস্যাকে আড়াল করার চেষ্টা করছি।
যে সময় পোষ্টটা দিয়েছিলেন সে সময়টায় ওই রকম পোষ্টতো দুরে থাক, সে সব বিষয়ে উস্কানি মুলক কোন কথাই বলা উচিত ছিলনা করো। কিন্তু আপনি ব্লগে একজন কর্তা কেন্দ্রিয় হয়েও সেইটা বুঝেন নি, বা বুঝার চেষ্টা না করে উস্কানি মুলক একটা পোষ্ট দিয়ে দিলেন, যেটা ওই সয়ে দাউ দাউ করে জ্বলা আগুনকে আরো বাড়িয়ে দিতে সক্ষম ছিলো, তার প্রমান আপনার পোষ্টেই সবার তীব্র প্রতিবাদ।
কথা বলার একটা ক্ষেত্র থাকে, স্থান থাকে, সময় থাকে, আপনি কোনটাই রক্ষা করেন নি । সেই একজন ব্লগে দায়িত্ববান হয়ে যা করার উচিত ছিল তা আপনি করেন নি, আর তা হচ্ছে উপরে বেশ কয়েক জন বলে গেছেন, আমাদের দায়িত্বশীল, সুস্থ্য আচরণের প্রকাশই পারে এসব অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিতে।
আর আপনার পোষ্টটাতে সুস্থ্য আচরনের বিন্দুমাত্রও পরিলক্ষিত হয়নি। এবং আজকের এই যে আঙ্গুল তুলটা সেই দায়িত্বহীনতার কারণেই ।
ধর্মকে ভাল বাসব দেশকে ছেড়ে নয়, দেশকে ভাল বাসব ধর্মকে ছেড়ে নয়। কোন একটাকে প্রধান্ন দিতে গিয়ে আরেকটার অপমান যখনি করবেন, তখনি এভাবে প্রশ্নবিদ্ধ আঙ্গুল তাক করবে, এখন ঠেলা সামলান ..................................
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
কৌশিক বলেছেন: পোস্টে আমি সেই চর্চাটাকেই উৎসাহিত করেছি। ব্লগ তো সেই ইতিবাচক চিন্তাকেই ধারণ করবে।
সবাই যখন একতাবদ্ধ হয় তখন উসকানির কোনো সুযোগ থাকে না। ওই পোস্টে সেই চেতনাকেই পরিস্কারভাবে বলা হয়েছে।
একটা ভুল অনুমান কিভাবে মিথ্যা প্রমাণিত হয় - সেটা তো পরিস্কার প্রমাণিত হয়েছে।
মানুষের ভেতরে এইসব ভুল অনুমানকে মিথ্যা প্রমাণ করার জন্যই সবার মতামতকে শ্রদ্ধা করতে হয়।
যুক্তিই যে শেষপর্যন্ত টিকে থাকে ঐ পোস্টে কি সেটা প্রমাণ হয় না?
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
সোহাগ সকাল বলেছেন: ব্লগে যেমন নাস্তিক দেখেছি, তেমনই ভাবে অনেক মাওলানা, মুফতীও দেখেছি।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
বুনো বলেছেন: একটু কি ভুল বললেন না? আপনার আজানের পোস্ট কি উপরেরটা ছিল নাকি এইটা? Click This Link
দাঁড়িপাল্লার পোষ্টের পর যখন ব্লগারদের দাবীর মুখে নোটিশ বোর্ড পোস্ট টাঙ্গাল, তখন সেটার সমালোচনা করে তো আপনিই সর্ব প্রথম পোস্ট দিয়েছিলেন। মানুষের আবেগকে বিন্দুমাত্র সম্মান দেখিয়েছিলেন সেদিন? মানুষ আবেগ দেখালে তাকে কটাক্ষ করে বলেছিলেন, মাথায় কি ধর্ম উঠছে? সুন্দর শ্রদ্ধা প্রদর্শন!! ধর্ম শরীর থেকে কনডম ছিঁড়ে বেরিয়ে যাবে, চমৎকার সাহিত্য। আপনি এবং আপনার সম মনারা সেদিন পোষ্টে কিভাবে মানুষকে খুঁচিয়েছিলেন একটু দেখবেন?
যাই হোক, কৌশিক ভাই। আপনি নিজের কোন দায় নিচ্ছিলেন না বলেই বললাম। না হলে আপনাকে রেসপেক্ট করি। সেই সূচনা লগ্ন হতেই সামুর বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রে আপনিই প্রতিবাদ করেছেন। এখনো যে ফেসবুকে গালির তোয়াক্কা না করে সামুর পক্ষে বলেন সে জন্য অনেক কৃতজ্ঞ। রেজু আপা একটা কথা বলল, ঐক্যমতের প্রয়োজন। সেটা করতে অন্যদের কথা একটু শুনুন, সবাই মিলেই সামুকে রক্ষা করতে পারব।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
কৌশিক বলেছেন: কোনো বক্তব্য ও লেখা যদি বিদ্বেষপ্রসূত হয় সেটা যে ব্লগেই প্রতিরোধ করা সম্ভব - সেটাই বলছি আমি। এই প্রতিবাদের সুযোগ থাকছে বলেই এটা ব্লগ, এই জায়গাটা যদি আমরা নষ্ট করি ক্ষতিটা সবারই।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪
বাংলার হাসান বলেছেন: এজন্য দায়ী কে?
আসুন সেই বিষয়ে কথা বলে বের করে নিয়ে আসি নিজেদের দোষ ত্রুটি গুলো। এখনো সময় আছে।
২৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
বুনো বলেছেন: সেটাই বলেছি ভাই। ব্লগের জিনিস ব্লগেই থাকবে, যদি আপনারা ব্লগিং করার সুবিধা কেড়ে না নেন।
এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
এই কথাটি কার পোষ্টে সবচেয়ে বেশী দেখা যায় বলেন তো? অসংখ্য ব্লগার শুধু এই কারণেই সামু ছেড়েছে, তাদের সেই ক্ষোভ হয়তো এখনো যায়নি। সম্প্রীতি টেস্ট নামক এসব খেলা বন্ধ করলে সামুর জন্যই ভালো।
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
ভুল উচ্ছাস বলেছেন: সে যাই হোক উপরে অনেকেই এর দোষ তার দোষ দেয়া শুরু করছে, তাও এই সামুতেই, আরে ভাই সামু না থাকলে এই সব মন্তব্য করার জায়গা কই পাবেন? সব কথার শেষ কথা আমরা এখানে নানান মতের ব্লগার, কেউ এই কেউ সেই, শুধু আমাদের দেশ বিরোধী কেউ না থাকলেই হলো সেটা পাকি প্রেমী হোক আর ভাদাই হোক।
এই দুইটা জিনিস বাদে যারা আছি আমরা সবাইই ব্লগার এবং নিজের দেশ ভালোবাসি, ভালোবাসি এই প্ল্যাটফর্ম। আজ অন্য সব কিছু বাদ দিয়ে আমাদের আমার এক হতেই হবে। এখন আঘাত এসেছে সামুর উপর, আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপর।
আর তাই সমগ্র ব্লগারদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, রাজনীতিবিদদের মতো পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি বাদ দিয়ে আমরা আজ এক হবো না কেন?
প্লীজ সবাই এক হোন নয়তো আমরা এই মুক্ত স্বাধীন প্ল্যাটফর্ম হারাবো। সেটা আমাদের কেউই তো চাইনা। চাইকি?
এই প্রশ্নে যারা একমত প্লীজ রুখে দাড়ান অন্যেরা দূরে গিয়ে মরেন।
৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
ওই চোরা বলেছেন: না , প্রমান হয়নি, সেটাকে বলে এক তরফা, এক ঘেয়েমী। পাওয়ারে থাকলে যা হয়।
আচ্ছা আমার এই পোষ্টট া প্রতম পাতা থেকে মুছে দেয়া হলো কেন বলতে পারবেন? বা্ক স্বাধীনতার কথা বলেন, তাহলে আমার স্বাধীনতা হরন করা হলো কেন পোষ্ট প্রথম পাতা থেকে সরিয়ে??
৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
কৌশিক বলেছেন: আমার কোনো মন্তব্যে কেউ আহত হলে সেই ভুল স্বীকার করতে আমি সবসময় চেষ্টা করি। আমি কখনই বিশ্বাস করি না সহিংসভাবে কিছু অর্জন করা সম্ভব।
আমি তো আপনার মতই একজন ব্লগার। কোনো মডারেশন বিষয়ে আমার আগ্রহ নাই।
৩২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
কেনজিয়া বলেছেন: সত্যি বিভিন্ন সময় আপনার মন্তব্যে অনেক অহেতুক উস্কানী, রুঢ়তা দেখে দেখে আপনার প্রতি আমিও বিরক্ত ছিলাম সত্য। কিন্তু আজ আপনার পোস্ট এবং পাঠকদের মন্তব্য'র রিপ্লাই দেখে অনেক এর মত আমারও ভুল ভাংগল। আশা করি আপনি একজন সিনিয়র ব্লগার হিসেবে সব সময়ই আমাদের সঠিক পথে চলার প্রেরণা হবেন। আপনি হবেন আমাদের শ্রদ্ধেয় কৌশিক ভাই।
৩৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
সত্য কথায় যত দোষ ! বলেছেন: কৌশিক ভাইরমত একজন বুজুর্গ ব্যাক্তি সম্পক্কে উলটা পালটা কিশু কইলে ব্যান মোবারকের সম্ভাবিলিটি আছে-আমি কিশু বল্বোনা বরং ভাগী......
@ভাই লক্ষভেদী< আপনি কি এখনো লোকান্তরে আছেন? জীবিত থাকিলে আওয়াজ দিয়েন
৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
হ্যারিয়ার টু বলেছেন:
সব ব্লগারদেরও নাস্তিকের তালিকায় ফেলে দিয়ে অপপ্রচার চালাচ্ছে আমার দেশ পত্রিকা। মিথ্যা অপপ্রচার বন্ধ করতে এখনই সংগঠিত হতে হবে।
৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
লক্ষ্যভেদী বলেছেন: আপনি শুধু আমার সিনিয়র ব্লগারই নন, বয়সেও আপনি আমার কমপক্ষে দশ বছরের সিনিয়র হবেন-আপনার কাছে,আপনাদেরমত সিনিয়র ব্লগারদের কাছে আমরা নতুনরা কিছু শিখব, জানবো-এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু সিনিয়র-জুনিয়রের দোহাই দিয়ে সেই প্রত্যাশার ব্যাত্যয় আপনার অনুজদের জন্য অবশ্যই হতাশার।
Gustave Flaubert নামে একজন বিখ্যাত জন্মগত রুশ লেখক কাম দার্শনিক এর একটি কোটেশন মনে পরলো-যা আপনার জন্য এবং পাঠকদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা।
“শিশু আর বুড়োর মধ্যে বয়সের পার্থক্য অনেক। কিন্তু শিশু আর বুড়োর শিশ্মের মধ্যে কোনো পার্থক্য নাই। উভয়ের শিশ্মের কাজ মূত্র ত্যাগ করা হলেও শিশুর সামনে আছে নতুন সৃষ্টির অপার সম্ভাবনা আর বুড়োর থাকে ফেলে আসা জীবনের ভালো-মন্দের হাজারো স্মৃতি”!
শুভ কামনা।
@সত্য কথায় যত দোষ! এবং আরো যারা আমার “জীবন” নিয়ে চিন্তিত-তাঁদেরকে আপাতত আশ্বস্ত করতে চাই-এখন পর্যন্ত বেঁচে আছি...তবে সুযোগ পেলেই আমাকে "খট" করে "কট" করবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই।
৩৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
লক্ষ্যভেদী বলেছেন: ভাইয়া, অনেস্টলী বলছি-আজকের আপনার পোস্টে প্রতিটা মন্তব্যের জবাব দেখে আশান্বীত হচ্ছি....... ভুল ভ্রান্তি আমরা করতেই পারি-আপনারা যারা সিনিয়র তারাইতো আমাদের শুধরিয়ে দিবেন-এই আকুতি আমাদের অন্তরের। আশা করি সব সময়ই আমরা আপনাকে স্বজন হিসেবে পাশে পাবো।
৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আমি তুমি আমরা বলেছেন: যত যাই বলুন না কেন, ধর্মকে অপমান করে আপনিও এই সামুতেই পোস্ট দিয়েছেন। তাই আজ যারা শাহবাগ আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলে অপপ্রচার চালাচ্ছেন তাদের সেই সুযোগ করে দিয়েছেন আপনি এবং আপনার মত কয়েকজন। অস্বীকার করতে পারেন?
৩৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আমি বীরবল বলেছেন: @লক্ষভেদী, নিঃসন্দেহে আপনি লক্ষভেদ করেছেন
৩৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ম্যাকানিক বলেছেন: কৌশিক ভাই
উপ্রে যা দেখলাম এবং যা দিনকাল পড়ছে তাতে মাথায় হার্ড হ্যাট লাগায়া রাস্তায় বাইর হইয়েন।
নাইলে কোনদিন সকালে আমার দেশ পত্রিকায় খবর ছাপবো
জনৈক টাকলু নাস্তিকের মাথা ফাটায়া নাস্তিক ধর্মের মাল বাইর কইরা দিছে আস্তিক জনগন।
আরেকটা কথা কৌশিক ভাই ব্লগাররা নাস্তিকতার অপবাদ থেকে বের আসবে খুব সহজেই কিন্তু আপনারা নাস্তিকরা যেভাবে মুখ খারাপ কারি গালিবাজ হিসেবে ব্রান্ডেড হয়ে গেলেন সেইখান থেকে কিভাবে বের হয়ে আসবেন সেই চিন্তাটাও সাথে রাইখেন।
হ্যাপি ব্লগিং
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
কৌশিক বলেছেন: আস্তিক জনগণ মাথা ফাটায় - এইটা আপনি বিশ্বাস করলেও আমি করি না। আপনি মাথায় ফাটানোতে বিশ্বাস করলে আস্তিকও না, নাস্তিকও না। আপনি অবশ্যই ম্যাকানিক।
৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
লুৎফুল কাদের বলেছেন: বেচারা কৌশিক
৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আমরা হাজার হাজার বছরের সংস্কারে আচ্ছন্ন। যে কোন বিষয় উপযুক্ত পর্যবেক্ষণ ছারাই আমরা দেখি দশজনে কি বলে সেইটাই মনে হয় সঠিক। এই সংস্কার যারা ভাঙ্গার চেষ্টা করেছেন তারাই আমজনতার হাতে মার খেয়েছেন। আর এই আমজনতারে নেতৃত্ব দিয়েছে স্বার্থভোগী রাজনীতিবিদরা এবং ধর্মব্যবসায়ীরা। সেটা যে ধর্মই হোক।
গ্যালিলিও, হাইপেশিয়া, হুমায়ুন আজাদ, তাসলিমা নাসরিন কয়েকটা স্যাম্পল মাত্র। ইতিহাসে এদের নাম ভক্তিভরে উচ্চারিত হলেও আমজনতার কাছে এনারা সবাই ধর্মবিরোধী। প্রচলিত সংস্কার বিরোধী।
বাংলাদেশে হয়তো সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ ব্লগার আছে তার মধ্যে ৩০% ছাগু। অতএব ১৮ কোটি আমজনতার কাছে কয়েকযন ব্লগারকে ধর্মবিরোধী বলে প্রচার করা কোন ঘটনাই না। সাথে যদি থাকে মাহমুদুর এর মত সাংবাদিক, দিগন্ত টিভির মত মিডিয়া কভারেজ।
তবে আশার কথা হল সরকার একটু হলেও ব্লগারদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। তবে সরকারকেও তার ভোটের চিন্তা করেই আগাতে হয়। কারন ভোটটাও আসে ওই আমজনতার কাছ থেকেই।
শেষ কথা হলো ব্লাগারদের নিজেদের মধ্যে কমিউনিটি থাকা অত্যন্ত দরকার।
৪২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ছাল নাই কুত্তার বাঘা নাম :>
কিছু মনে করবেন না আপনাকে দেখলেই কেন জানি এটা আমার মনে হয়।
৪৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
হাঁড় = ঘাঁড় বলেছেন: এই ধরনের লেখা আরো চাই।
৪৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
ম্যাকানিক বলেছেন: তাও ভালো যে ম্যাকানিক কইছেন হা হা হা
মাহমুদুর রহমান কন নাই ..................।
৪৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
বাংলাদেশী আইডল বলেছেন: NASTIK, BUDDHA, HINDU, KRISTINAN DER JE GALI DIYECHE SEGULUR REPORT KOI
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
ওই চোরা বলেছেন: এজন্য আপনারাই দায়ী। কথায় বাক স্বাধীনতার নামে কখনো আযান নিয়ে তামাশা করবেনতো কখলো কোরান নিয়ে, আপনিইনা পোষ্ট দিয়েছিলেন ধর্মকে অবমাননা করে, মনে আছে?? সবাই আপনার পোষ্টে এসে থুতু, গোবার ফেলে গিয়েছিল। মনে আছে???
ব্লগের বিরুদ্ধে আজ যারাই আঙ্গুল তুলার সাহস পাচ্ছে তার জন্য আপনারাই দায়ী।