নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

রূপকথায় কেনো 'ধর্ষণ' শব্দটা থাকে না?

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

রূপকথার গল্প শুনে সে অবাক চোখে তাকায়। অনবরত এটা সেটা প্রশ্ন করে বাবা মায়ের মাথা নষ্ট করে ফেলে। প্রতিদিন চকলেট চাই। আরো চাই বার্বি পুতুল। সারাদিন ৫ বছরের মেয়েটি দুরন্ত ছুটে চলে, উড়ে বেড়ায়, পরীর মত।



সেই মেয়েটিকে ধর্ষণ করা হলো ছ'মাস আগে। ধর্ষক ধরা পড়লো, জেলে গেলো। ছ'মাস পরে জামিন পেয়ে সেই মেয়েটিকেই আবার ধর্ষণ করলো এবং তারপর হত্যা করলো।



রূপকথার গল্প শুনে, চকলেট খেয়ে দাত লাল করে, বার্বি পুতুল নিয়ে রাতে ঘুমুতে যাওয়া পরীটি ব্রাক স্কুলের নকশা করা ফ্লোরে যে পেনসিল ভেঙে পেটমোটা ভল্লুক আঁকতো সে দুরন্ত গতিতে হারিয়ে গেলো।



শিশুটির কতটা শব্দ জানা ছিলো? একটা সাধারণ মানুষের কত শব্দ জানা থাকে? ঐ শিশুটি ৫ বছরে কি পাঁচ হাজার শব্দ শিখেছিলো? তার জানা শব্দের মধ্যে কি 'ধর্ষণ', 'হত্যা', ইত্যাদি ছিলো?



কন্যা শিশু জন্মের পরেই তাকে শেখাতে হবে 'ধর্ষণ' শব্দটি। তাকে অনবরত মনে করিয়ে দিতে হবে এই বলে 'যে পৃথিবীতে তুমি এসেছো এখানে তোমাকে লড়তে হবে ধর্ষণের বিরুদ্ধে, যেকোনো সময়ে তুমি ধর্ষণের শিকার হতে পারো, যে কেউ তোমাকে ধর্ষণ করতে পারে'!



সংবাদ সূত্র, প্রথম আলো, ১৪ই জানুয়ারী: ধর্ষণের চেষ্টা মামলায় জামিন পেয়ে সেই শিশুকে ধর্ষণ ও হত্যা

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

এবং ব্রুটাস বলেছেন: এসব হায়েনাদের হাত থেকে আমাদের মেয়ে শিশুর নিরাপত্তা আমরা কেমন করে দিব?!!!!!!!

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ বাসী ও বন্ধুগন
দৃষ্টি চাই
ধর্ষণের প্রতিবাদে এবং যুগ্য শাস্তি নিশ্চিত করতে
সবাই আলোর মিছিলে যোগ দিন , স্থানীয় ভাবে উদ্দ্যুগি হন । ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।
সমাজ আজ কুলুসিত অন্যায়ের ভারে
হে মানব ওরা দানব হায়েনা
লুটে নিল মা বোনের ইজ্জত
ধিক পশু আত্মা হিংস্র মনা
দাও ওদের সমাজ থেকে নিশ্চিন্ন করে
প্রচারে
বাংলাদেশ প্রতিবাদি আলোর মিছিল কর্তৃপক্ষ

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ইনকগনিটো বলেছেন: দেশে পার্ভারট দের সংখ্যা আশংকাজনক হারে বাড়তেসে।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মুক্ত িবশ্বাস বলেছেন: নষ্ট সংস্কৃতির প্রভাবে হোক আর বিশ্ব ব্যাপী নৈতিকতা ো মূল্যবোধের অবক্ষয়ের কারণে হোক ধর্ষণ আজ সারা বিশ্বে একটা স্বতন্ত্র সংস্কৃতিতে পরিণত হয়েছে। আমার মনে হয়, উলঙ্গ সংস্কৃতি, মাদকের সয়লাব ো যৌন উত্তেজক মেডিসিনের সহজ প্রাপ্যতার কারণে এই ধর্ষণ সংস্কৃতিকে কোন ভাবেই রোধ করা যাচ্ছে না। মিছিল, শ্লোগান, কারাত প্রশিক্ষণ কিংবা আইন দিয়ে সময়ের এই ভয়ঙ্কর জানোয়ারটার গতি রোধ করা যাবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির নষ্ট সংস্কৃতির প্রভাব, মূল্যবোধের অবক্ষয়ের সামগ্রীক কারণ, মাদকাসক্তির মূল কারণ, মাদকের সহজপ্রাপ্যতা ইত্যাদি নিয়ে নতুন করে ভাবতে হবে। কেননা, এর সাথে জাতীর নিরাপত্তার স্বার্থ জড়িত। উদারতা অনেক হয়েছে। আজ সংকীর্ণ দৃষ্টি নিয়ে বাস্তবতার আলোকে জাতীর কর্ণধারেরা আসুন। একটু ভাবি।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

রীতিমত লিয়া বলেছেন: এর চেয়ে দুঃখ জনক ব্যাপার আর কিছুই হতে পারে না।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.