নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে কি সরকারী কোনো প্রাইমারী স্কুল আছে?

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

আশ্চর্য্যের বিষয় হলো এ পর্যন্ত আমার এমন একজন মানুষের সাথে পরিচয় হয়নি যার সন্তান সরকারী প্রাইমারী স্কুলে পড়ে। আমার ধারণা জন্মেছে ঢাকা শহরে সম্ভবত কোন বাচ্চাই সরকারী প্রাইমারী স্কুলে পড়ে না।



দুই/তিন হাজার টাকা যে সব স্কুলের মাসিক ফি, সেসবের মানও তো ভালো না, তদুপরি ভর্তি করতে নাভিশ্বাস ওঠে অভিভাবকদের - কিন্তু দরিদ্র শিশুদের জন্য যে স্কুল তার মান কেমন?



এ শহরে সকল দরিদ্র শিশুদের শিক্ষার দায়দায়িত্ব কি কেবল এনজিওদের?

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাদের এলাকায় একটা সরকারি প্রাইমারি স্কুল আছে। অনেক গরিব বাচ্চারা পড়ে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

কৌশিক বলেছেন: থ্যাংকস স্বর্ণা। আপনি কি সেই স্কুলটা নিয়ে একটা ব্লগ লিখবেন? নিশ্চয়ই আমরা তাহলে জানতে পারবো আসলে স্কুলটার মান কেমন।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার এক বান্ধবী ছিল, সেই স্কুল থেকে পড়ে পরে ভাল একটা হাই স্কুলে ভর্তি হয়েছিল। তার রেজাল্ট খুব ভাল ছিল।

আমি তো এখন অনেক দূরে থাকি, কিছু মনে নেই। পোষ্ট দিতে পারব না :(

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

কৌশিক বলেছেন: আমারও মনে হয় তথাকথিত ভালো স্কুল কেবল নামেই চলে। কিন্তু দু:খের বিষয় ঢাকা শহরে বাচ্চাদের স্কুলগুলো ক্রমশই আন-এফোর্ডেবল হয়ে যাচ্ছে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

ক্ষুধিত পাষাণ বলেছেন: "ফ্রি প্রাইমারী"র সকল শর্তই সামহ্যোয়ারইনব্লগ পূরণ করছে-সেই অর্থে এই প্রতিষ্ঠানই একমাত্র ফ্রি প্রাইমারী বলা যায়।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

কৌশিক বলেছেন: ঠিক ঠিক।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

আমিনুর রহমান বলেছেন: আমি নিজেই ঢাকা শহরে সরকারী প্রাইমারী স্কুলে পড়েছি। ঢাকা শহরের প্রাইমারী স্কুলগুলো আমাদের মতো দরিদ্র পিতা-মাতা'র সন্তানদের জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

কৌশিক বলেছেন: আপনার প্রাইমারী স্কুলটা নিয়ে একটা ব্লগ লেখেন বস।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ঢাকা শহরে ছিলাম না। তবে ঢাকা জেলায় ছিলমা। আমার স্কুলের নাম বটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বটিয়া ঢাকা জেলার দোহার উপজেলার প্রাণকেন্দ্রের অতি নিকটে অবিস্থত একটি গ্রাম। অথচ এই গ্রামের শিক্ষার হার খুব বেশী নয়।এই গ্রামে একটি মাত্র সরকারী প্রতিষ্ঠান রয়েছে। এটি বটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনেক স্বপ্ন আর আশা নিয়ে অনেক বছর আগে গ্রামের অনেকগুলি বিদ্যাউৎসাহী তরুণের প্রচেষ্টার ফসল হিসাবে প্রতিষ্ঠিত হযেছিল এটি। এটি নিয়ে গ্রামবাসী গর্ব করতে পারে। কারণ সব গ্রামে স্কুল থাকে না। একটি দিক দিয়া বটিয়া গ্রামবাসী অত্যন্ত ভাগ্যবান যে তাদের গ্রামে একটি স্কুল আছে। যে গ্রামে একটি স্কুল আছে সে গ্রামের শিক্ষার হার যে ধীরে ধীরে বাড়বে তাতে কোন সন্দেহ থাকার কথা নয়। বর্তমানে বিদ্যালয়গুলোতে আগের তুলনায় অনেক ভাল ভাল শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ফলে শিক্ষার মান যে বাড়বে এতে কোন সন্দেহ নেই। সরকার কর্তৃক প্রদত্ত এই বিশেষ সুযোগ গ্রামবাসীকে কাজে লাগাতে হবে।

কিন্তু একটি বিষয় দেখে আমি খুবই হতাশ বোধ করছি যে, বিদ্যালযটি বর্তমানে গ্রামবাসীর কাছেই অবহেলার স্বীকার হচ্ছে। গ্রামের অনেকের কাছেই এখন যথেষ্ট পরিমাণ নগদ টাকা থাকার ফলে তারা আর ছেলে-মেয়েদেরকে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে চাইছে না। হয়তো এখানে ফ্রি পড়ানে হয় বলে কিংবা অনেক গরীব মানুষের ছেলে-মেয়েরা পড়ে বলে যাদের পয়সা আছে তাদের এখানে পড়াতে ভাল লাগে না। ফলে উপজেলা সদরে বেশ কতগুলো কেজি স্কুল গড়ে উঠেছে সেখানে এখন সবাই হুমড়ি খেয়ে পড়েছে। এসব কেজি স্কুলের মাসিক বেতন ৩০০/৫০০ টাকা হলেও কেউ থামছে না। ছাত্র বেতন বেশী হলেও এসব স্কুলের শিক্ষকরা তেমন মানসম্পন্ন নয়। অন্তত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তুলনায় তারা অনেক কম মান সম্পন্ন। কিন্তু তারপরও তারা অনেক ছাত্র পাচ্ছে। অবস্থাপন্নরাও কেজি স্কুলে পড়ানোটাকে একটা ফ্যাশন মনে করে ঝাঁপিয়ে পড়ছেন। ফলে অবহেলিত হচ্ছে প্রাথমিক বিদ্যায়টি।

আমার কথা হচ্ছে যে, শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাই যথেষ্ট যেটা গ্রামের স্কুলের কাছ থেকেই ঢের বেশী পাওয়া সম্ভব। এর জন্য অনেক পথ পাড়ি দিযে জয়পাড়ায় যাবার কোন দরকার নেই। বরং এখানে ছাত্র-ছাত্রী বৃদ্ধি পেলে আরো ভাল ও বেশী মানসম্পন্ন শিক্ষকের জন্য সরকারের কাছে দাবি করা যাবে। শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার ব্যাপারে এই বিদ্যায়টিই যথেষ্ট হতে পারে।

পরিশেষে গ্রামবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আমাদের গ্রামের গৌরব বটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমাদের পূর্বসুরীরা অনেক কষ্টে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তাদের স্বপ্ন ছিল এটি গ্রামে শিক্ষার আলো জ্বালাবে। তাদের সেই সুন্দর আর পবিত্র স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আসুন আমরা আমাদের ছেলে-মেয়েদেরকে প্রাথমিক শিক্ষার জন্য দূরের স্কুলে না পাঠিয়ে এই স্কুলেই পাঠাই। আমাদের সাধ্য মতো ভূমিকা রাখি একে এগিয়ে নিয়ে যাবার

Click This Link

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২

কৌশিক বলেছেন: থ্যাংকস চমৎকার লেখার জন্য।

বটিয়ার ঐ স্কুলের ছবি নিয়ে আরেকটা পোস্ট লেখেন ভাই।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিনুর রহমান বলেছেন: আমি নিজেই ঢাকা শহরে সরকারী প্রাইমারী স্কুলে পড়েছি। ঢাকা শহরের প্রাইমারী স্কুলগুলো আমাদের মতো দরিদ্র পিতা-মাতা'র সন্তানদের জন্য।

আমিও ঠিক তাই

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

কৌশিক বলেছেন: আপনার স্কুল নিয়েও লিখতে পারেন ভাই। বাচ্চাদের স্কুলে ভর্তি নিয়ে অভিভাবকদের যুদ্ধ দেখে মনে হয় পড়াশুনা করানোই এখন দু:স্বপ্ন!

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: আমাদের সময়ে "মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের" একটি অংশ ছিলো "মতিঝিল সরকারী প্রাথমিক বিদ্যালয়"... যদিও একটাই স্কুল কিন্তু বিল্ডিং ছিলো আলাদা, প্রাইমারী স্কুলের হেডমাস্টার, শিক্ষক সব ছিলো আলাদা... Class V থেকে Class VI উঠলে বলা হতো হাই স্কুলে উঠছে ... :) ...

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

কৌশিক বলেছেন: ঐ স্কুলে কতজন ছাত্র-ছাত্রী ভর্তি করতো ক্লাস ওয়ানে, বা এখন করে, ধারণা আছে আপনার?

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

আহসান২০২০ বলেছেন: উত্তরাতে মনে হয় একটা আছে। আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। যখন ঢাকায় আসি বা ঢাকা থেকে বাসে করে যাই তখন সাইনবোর্ড চোখে পড়ে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

কৌশিক বলেছেন: অনেক স্কুলের খবর জানা গেলো। অথচ এমন কোনো অভিভাবকের সন্ধান পেলাম না যাদের বাচ্চাকাচ্চা এই স্কুলগুলোতে পড়ে!

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

উরনচণ্ডী বলেছেন: ঢাকা শহরে বহু সরকারী প্রাইমারী স্কুল আছে। সেখান থেকেও বাচ্চারা ভাল রেজাল্ট করছে। আমি নিজেও ঢাকা শহরের এক সরকারী প্রাইমারী স্কুলের ছাত্র ছিলাম। যেটা কিনা আমার বাসার প্রায় সাথেই।

পুনশ্চঃ আমার নিজের মেয়ে কিন্তু ঐ স্কুলে পড়ে না।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

কৌশিক বলেছেন: তারমানে এখন সরকারী প্রাইমারী স্কুলে মধ্যবিত্তের সন্তানেরা পড়ে না। আমিও সরকারী প্রাইমারী স্কুলে পড়েছি। কিন্তু খুবই আতঙ্কজনকভাবে দেখলাম আশেপাশে সবার বাচ্চাকাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

আল ইফরান বলেছেন: প্রাইমারী স্কুলের সবচাইতে মজার দিকটা হলো স্কুল কখনো বাচ্চাদের উপর পড়াশোনার জন্য অমানুষিক চাপ দেয় না।
অনেকটাই মুক্ত পরিবেশে হেসে-খেলে স্কুলিং এর এলিমেন্টারি লেভেলটা পাড় করে দেয় শিশুরা।
আমি নিজেও ঢাকার পাশের এক জেলা শহরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম।
কখনোই নিজেকে প্রতিযোগীতার ইদুর দৌড়ে ফেলি নাই।
ইচ্ছে মত পড়াশোনা করছি।
আব্বা-আম্মাও কখনো চাপ দিতো না যে তোমাকে ফার্স্ট-সেকেন্ড বা অমুক তমুক হতে হবে।
আমিও আমার সন্তানদের এইধরনের স্বাধীনতা দিয়েই বড় করতে চাই।
ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশী জরুরী।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ভ্রমন কারী বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন @ ভাই আমার বাড়ি ও বটিয়া , আমিও বটিয়া স্কুলে কিছুদিন পড়েছি। পড়ে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে । আমার মতে তখন বটিয়া স্কুলের মান খুব একটা ভালো ছিলনা কিন্তু এখন ''জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়'' অথবা ''বেগম আয়শা পাইলট উচ্চ বিদ্যালয়ের'' চয়ে বটিয়া স্কুলের মান বেশী ভালো।

আমার সাথে যোগাযোগ করবেন [email protected]

আপনি লিংক দিয়েছেন ''দুরন্ত ইসলাম'' আপনি কি দুইটা নিক ইউজ করেন ?

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার কথার সাথে ১০০% সহমত নই।
আমি নিজেও একটি প্রাইমারী স্কুল থেকে পাশ করা--তবে সেটা ঢাকা থেকে অনেক দূরে।

কিন্তু ঢাকাতে আমি যে দু'টি স্কুলে পড়েছি তার সাথে প্রাইমারী স্কুল ছিল। সেখানে সাধারনতঃ মধ্যবিত্তের ছেলে-মেয়েরাই পড়তো।

প্রথমটা মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় (মতিঝিল মডেল হাই স্কুলের সাথে আছে)--যেটি ঢাকাতে খুব ভাল স্কুল হিসেবে পরিচিত। এখানে ভর্তি হতে অনেক কষ্ট করতে হয়। আমি দেখেছি ওখানকার ছেলে-মেয়েরা সারাদিন খেলাধুলা করত।

পরেরটা সরকারী বিজ্ঞান কলেজের স্কুল শাখা--সেখানেও মধ্যবিত্তের ছেলেরাই পড়তো। এবং এটাও ভাল স্কুল হিসেবে পরিচিত।

আর ঢাকা শহরে আরো অনেক ভাল সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। যেমনঃ গভঃ ল্যাবরেটরী।

আল ইফরান বলেছেন: প্রাইমারী স্কুলের সবচাইতে মজার দিকটা হলো স্কুল কখনো বাচ্চাদের উপর পড়াশোনার জন্য অমানুষিক চাপ দেয় না।

এই ভাইয়ের কথার সাথে সহমত। ছেলেমেয়েদের প্রাইমারী স্কুলে পাঠালে ক্ষতির কোন কারন নেই। সাফল্য এখান থেকেও আসতে পারে। উচ্চ উচ্চ শিক্ষা/গবেষণা যারা করছেন খেয়াল করে দেখবেন তাদের প্রায় সবারই অতীত খুব ভাল স্কুলে নেই।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

antaramitu বলেছেন: শেষ প্রশ্নটি তুখোড়.............. লেখককে ধন্যবাদ.......

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

তিতাস একটি নদীর নাম বলেছেন: antaramitu বলেছেন: শেষ প্রশ্নটি তুখোড়.............. লেখককে ধন্যবাদ......

সহমত

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

হীরা ৪৪ বলেছেন: আমার একদল ঢাকার বন্ধু আছে (রায়ের বাজার এর ) যারা সরকারী স্কুল এ পড়তো, তাদের একজন এখন জাহাঙ্গির নগর এ এম বি এ পরে

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

হীরা ৪৪ বলেছেন: এ শহরে সকল দরিদ্র শিশুদের শিক্ষার দায়দায়িত্ব কি কেবল এনজিওদের?

কথা'র অনেক উত্তর আছে হয়তো ,গরিব শিশু দের শিক্ষা মুখি করতে ব্যাপক সচেতনতার দরকার আছে, আর সাথে আর্থিক নিরাপত্তাও। জতই সরকারী বা বেসরকারি স্কুল থাকুক না কেন এরা স্কুল এ যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.