নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জুবায়ের এর সাথে বড্ড দেরীতে দেখা হলো। তিনি শুয়ে আছেন। মসজিদের বারান্দায়। কাফন থেকে সরিয়ে মুখটা যখন দেখালো, খোচা খোচা দাড়ি, আধাপাকা, আমারই মতন। মাত্র ৪৫ বছর বয়স। বড় অসময়ের যাত্রা।
সবাই নামাজে গেলো। ইমন জুবায়ের এর কফিনবন্দী দেহ মসজিদের বারান্দায়। তাহসান, একসময়ের ব্ল্যাকের মেম্বার, পাশেই দাঁড়িয়ে ছিলো। বললো 'উনি তো একজন ঋষি মানুষ ছিলেন - আমরা দেখেছি ছোটবেলা থেকে, বলতে গেলে ব্ল্যাক তো উনার হাতে গড়া।' তুর্য নামে ইমন ভাইয়ের এক শিষ্য দাঁড়িয়ে ছিলেন। বললো, 'উনার মত এমন স্পিরিচুয়ালি স্ট্রং মানুষ আমি কম দেখেছি।'
শরৎ একবার তার দেহটা আলতো করে স্পর্শ করলো। কফিনের উপর দিয়ে। বিড়বিড় করে বললো, 'ইমন ভাই আপনাকে একটু ছুঁয়ে গেলাম'।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: সামনের শুক্রবারে ইমন ভাইকে আর ছুঁতে চাইনা। ইমন ভাই জেগে উঠুন দয়া করে, সমস্ত ব্লগোস্ফিয়ার আপনার জন্য কাঁদছে।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: তার শৈাক কাটিয়ে ওঠুক সবাই..তার চাওয়াগুলো পূরণে মেতে ওঠুক সবাই।তার আত্নার মাগফেরাত কামনা করি।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
সুনীল সমুদ্র বলেছেন:
বড় অসময়ের যাত্রা।
তবু সেই অল্প সময়েই ছাড়িয়ে গেছেন অনেক কিছুকে।
প্রিয় হয়েছেন সবার।
সমৃদ্ধ করেছেন এই ব্লগ, এই ভার্চুয়াল পৃথিবী...।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
িশশু দর্পন বলেছেন: আমার দুঃখ রয়ে গেলো, ইমন ভাইয়াকে সঠিক সময়ে চিনতে পারি নাই । দুঃখ হয় কেন ইমন ভাইয়ের সাথে আগে থেকে পরিচয় হলো না । ইমন ভাই নেই, উনার লেখা রয়ে গেলো আমাদের জন্য । ইমন ভাই, আল্লাহ আপনাকে
বেহেশত নসীব করুন ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি আকর্ষণ
যিনি আজ দূর আকাশের তারা
তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।
আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
শুভ আত্মা বলেছেন:
আপনার লেখার মাধ্যমেও একটু যেন ছুঁতে পারলাম এ অসাধারণ মানুষটিকে।
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
অর্ণব আর্ক বলেছেন: বিদায় প্রিয় ইমন জুবায়ের ভাই!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
অগ্নির বলেছেন: শোক প্রকাশের ভাষা নেই আমার ! তার অভাব আমরা কি দিয়ে পূরন করব !