নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে ব্লগিং ব্যাপকমাত্রায় শুরু হয় ২০০৬ এর শুরুতে। তখন বেশীরভাগ ব্লগার একে অপরের সাথে পরিচয়হীন ছিলেন। কেউ জানতো না কার কি বয়স, কোথায় থাকে, কি করে অথবা কেমন মানুষ।
নিবিঢ় পরিচয় গড়ে উঠতে থাকে কেবল ব্লগ লেখা, অন্যের ব্লগ পড়া, মন্তব্য করা ও প্রতি-উত্তরের মাধ্যমে। একটা মানুষের কোনো ব্যক্তিগত তথ্য না জেনে, যা আজ ফেসবুকের কারণে সবচেয়ে আগে মানুষ জেনে নেয়, ব্লগিং যেভাবে এক অপরের সাথে তার পছন্দ-অনুযায়ী মানুষের সাথে বন্ধুত্ব তৈরী করেছিলো - সেটাকে সম্ভবত আলাদাভাবে চিহ্নিত করা যায়। সম্ভবত সেটা এক বিশেষ ধরণের সম্পর্ক, অতি-প্রাকৃত। সম্ভবত এসব সম্পর্ক একটা স্তরে উপনীত হয়েছে - যাকে আর কোনোভাবে বিনষ্ট করা যায় না।
আমার এমন একজন প্রিয় ব্লগার ইমন জুবায়ের। গতকাল রাতে মারা গিয়েছেন। ইমন ভাইয়ের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। তার সাথে কখনও দেখা হয় নি, তার সম্বন্ধে কিছুই জানা নেই - কিন্তু তার ব্লগ গুলোর সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত, তার চিন্তার জগত, তার সাথে মিথস্ক্রিয়ার মুহূর্তগুলো ছিলো ভীষণ আপন।
তার ব্লগসমূহ অসাধারণ। বারবার শুধু মনে হচ্ছে, মাত্র ৪৭/৪৮ বছরে কেনো একজন মানুষ হৃদরোগ বা শ্বাসকষ্টে মারা যাবে?
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
রবি_জল বলেছেন: বলেন কি ?
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
শামিল কায়সার বলেছেন: উনার আত্বার শান্তি কামনা করছি।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
ঝটিকা বলেছেন: আমি ঠিক বুঝছিনা আপনারা কি লিখছেন? কিভাবে সম্ভব!!!! কালও তো উনার একটা গল্প পড়লাম।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
অন্তরন্তর বলেছেন:
এত তারাতারি চলে গেলেন ইমন ভাই?
কিছু বলার ভাষা নেই----
খুব খারাপ লাগছে।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
লেখা দিয়েই চিনতাম ইমনকে। ব্লগে বসেই কোন এক পোষ্টে ওর সাথে কথা হয়েছিল/ আমার বন্ধু কবি আহমেদ নকীব পল্লব এর সাথে ইমনের বন্ধুত্ব ছিলো।
ইমনের চলে যাওয়াটা ভীষন ভাবে নাড়া দিয়ে গেলো কৌশিক।
খুব কষ্ট হচ্ছে। কালকে পোষ্ট করা ওর শেষ পোষ্টটা পড়ে মনে হচ্ছে ও কি বুঝতে পেরেছিল ,ও চলে যাবে?
ভাল থাকবেন আপনারা সবাই।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
নতুন বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন
- লাইন দুইটি মনে থাকবে অনেক দিন... ওনার প্রফাইলে ছিলো..
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
মামুন রশিদ বলেছেন: যেন নিজের পরিবারের কাউকে হারিয়েছি । এটা মৃত্যুর বয়স নয় । ইমন জুবায়ের ভাই, আমরা আপনাকে খুব মিস করবো ।
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
রাতুলবিডি২ বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
ব্লাক উড বলেছেন: সামুতে আমার অন্যতম প্রিয় ব্লগার শ্রদ্ধেয় ইমন জুবায়ের আর লিখবেননা-তা ভাবতেই পারছিনা।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
ব্লাক উড বলেছেন: সামুতে আমার অন্যতম প্রিয় ব্লগার শ্রদ্ধেয় ইমন জুবায়ের আর লিখবেননা-তা ভাবতেই পারছিনা।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুণ।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
রাজিয়েল বলেছেন: খুবই দুঃখ পেলাম শুনে।
চিরশান্তি কামনায়
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
পারভেজ আলম বলেছেন: প্রতি মাসে অন্তত একবার এই ইচ্ছাটা জেগেছে মনে। পুরন হলোনা।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: হে ইমন যুবায়ের সাথি
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক এই বাংলার সব হৃদয় কাননে ।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২
বল্টু মিয়া বলেছেন: আমারও।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
joos বলেছেন: উনি যে ব্লগার, তা জানার আগেই একবার ওনার বাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং তার রুমে ঢুকে আমার মাথায় প্রথম যে চিন্তাটা এসেছিল, তা হচ্ছে "এত বই কে পড়ে"
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
শের শায়রী বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
জাহিদ হাসান বলেছেন: উনার চলে যাওয়া বড়ই অসময়ে.......
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
মাহমুদুর রাহমান বলেছেন: তার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
হাসিনুল ইসলাম বলেছেন: এই বয়সে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তবুও.
উনার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন। উনার আত্মা শান্তি পাক।
২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
পরদেশী মেঘ বলেছেন: ভাল মানুষেরা কেন এত তাড়াতাড়ি চলে যায়?
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন.
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: উনার আত্বার শান্তি কামনা করছি
২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি,
২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
ইউনুস খান বলেছেন: আমার অত্যান্ত প্রিয়, শ্রদ্ধেয় ব্লগার ইমন ভাইয়ের মৃত্যুর খবর জেনে স্তব্ধ হয়ে গেলাম। বিভিন্ন বিষয়ের উপর যার ছিলো অগাধ বিচরণ। ব্লগ পরিমন্ডলে এমন ব্লগার কভে আসবে? আদৌও কি আসবে? উনার শোক সহ্য করার মতো নয়।
পরম করুনা ময় আল্লাহ তালার কাছে উনার রুহের মাগফেরাত কামনা করছি।
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
জুবেরী বলেছেন: বার বার আমার চোখ ঝাপসা হয়ে আসছে---
২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
ডাক্তার সাব বলেছেন: জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি উনার নাম ও কয়েকটা পোষ্ট ছাড়া কিছুই জানতাম না।
ভালভাবে চিনার আগেই...