নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

নোংরা মানুষের কবিতা....

২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১

নোংরা মানুষের কবিতা....

মানুষ রেগে গেলে তা বিভিন্নভাবে প্রকাশ করে। রাগ প্রশমনের একটি প্রক্রিয়া হচ্ছে- গালাগালি করা। কারো ওপর রাগ হলে তাকে গালাগালি/ বকাবকি করলে রাগ অনেকটা কমে যায়। আমাদের দেশে প্রায় প্রত্যেকেই এ পদ্ধতি ব্যবহার করে থাকেন। আমার দুর্ভাগ্য, আমি গালাগালি যৎসামান্য করলেও বেশুমার গালাগালি খাই- সত্য কথা বলার জন্য! যারা অশিক্ষিত, গরিব তারা গালাগালিকে নিজেদের অধিকার আদায়ের হাতিয়ার মনে করেন। নাম ভুলে যাওয়া একজন লেখক কৌতুক করে গালাগালিকে "গরিবের কবিতা" আখ্যায়িত করেছিলেন!

অন্যান্য দেশেও মানুষ গালাগালির মাধ্যমে রাগ প্রকাশ করে থাকে। এজন্য প্রত্যেক ভাষায় কিছু বিশেষ নির্বাচিত শব্দ ব্যবহার হয়। অনেকে এমন অশ্লীল শব্দ ব্যবহার করেন যা শুনে কানে আংগুল দিতে হয়। তখন পরিবার পরিজনের সঙ্গে থাকলে ভীষণ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গালাগালির মাধ্যমে রাগ প্রশমনের ব্যবস্থা একটি সামাজিক অনাচার। অনাচার থেকে সমাজকে মুক্ত করা একান্ত প্রয়োজন। শালীনতা ও শিষ্টাচার ছাড়া কোনো জাতি ভদ্র বলে পরিচিতি লাভ করতে পারে না। সার্বজনীন শিক্ষা এবং নৈতিকতা এ ব্যাপারে অনেক সহায়ক হতে পারে।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় কতিপয় শিক্ষিতদের মধ্যেও যখন হরহামেশাই গালাগালি করার প্রবণতা দেখি তখন মন খারাপ হয়ে যায়! মনে হয় শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে কোনই পার্থক্য নেই! তাই গালাগালিকে শুধু "গরিবের কবিতা" হিসেবে আখ্যায়িত করা যায়না বরং বলা যায়- গালাগালি "নোংরা মানুষের কবিতা"!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের মুখের অবস্থা দিন দিন মন্দই হচ্ছে। গালাগালি মন্দ কথা স্বাভাবিক আর ইজি করে ফেলেছে যেমন অশালীনতাকে করতেছে মেয়েরা ইজি

২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৩

জুল ভার্ন বলেছেন: গালাগালি একটা সংক্রমণ ব্যাধি। গালাগালির জবাব ধোলাই.... কিন্তু সোশ্যাল মিডিয়ায় গালিবাজরা ধরা ছোঁয়ার বাইরে, তাই ধোলাই দেওয়ার সুযোগ পাচ্ছি না!

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৭

শাওন আহমাদ বলেছেন: আমি গালাগালি করতে পারিনা বলেই হয়তো খুব একটা রাগতে পারি না।

২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬

জুল ভার্ন বলেছেন: রাগ করতে না পারা একটা বিরলতম গুণ।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগে কতজনের গালাগালিতে পিএইচডি আছে বলে মনে করেন?

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৮

জুল ভার্ন বলেছেন: এইসব নিয়ে আমার গবেষণার দরকার নাই।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৬

জটিল ভাই বলেছেন:
জাতির হতাশাও এতে প্রকাশ পায়।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২১

জুল ভার্ন বলেছেন: যেহেতু আমার সমাজে বসবাস করি......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.