নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সবাইকে নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে......
বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়া রোদ পোহাচ্ছিলো! এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো!
সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হইলো বেশী!
বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো!
সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো,
“আব্বাজান, এত্তোবড় বেয়াদবী! আর আপনি তাকে কিছুই বললেন না!”
সিংহ বললোঃ
বলার সময় এখনো ফুরিয়ে যায়নি বাছা! একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে!”
কয়েকদিন পর হঠাত করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং এক থাবায় তাকে শেষ করে দিলো সিংহ।
সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো,
“আব্বাজান! সেদিন এতো অন্যায় করলো! কিন্ত আপনি কিছুই তাকে বললেন না! অথচ আজকে সে কিছুই করেনি! কিন্তু তাকে মেরে ফেললেন?
সিংহ জবাবে বললোঃ
“দিস ইজ পলিটিক্স মাই সান! সেদিনের পর বাঁদর ভালুকরে পাছায় লাথি মেরেছে! হাতির শুড় ধইরা দুলছে! গন্ডারের পিঠে চইড়া নাচছে! হায়নাকে সে কাতুকুতু দিয়েছে! জিরাফকে থাপ্পড় দিয়েছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুই কে?”
“সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাইতেছি, স্বৈরাচারী এবং খুনী আমি!
আজকে একটু পর দেখবি- সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব!”
আর মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়! যাতে শক্ত করে আছাড় দিলে বেশী ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে
(শোনা গল্প, নিজের মতো করে লেখা)
২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: এমন শিক্ষনীয় গল্পের নির্ভরযোগ্য বই হচ্ছে- ঈশপের গল্প।
২| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৮
শেরজা তপন বলেছেন: কথা ফেলনা নয়। আমরাও তেমন কিছু দেখার অপেক্ষায় আছি
২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: আপনাদের আশা পূরণ না হবারই সম্ভাবনা বেশী।
৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এখন কি কেউ তার কর্মফল ভোগ করছে ভাইয়া??
২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭
জুল ভার্ন বলেছেন: হয়তো তেমন হচ্ছেনা, তারপরও দোর্দণ্ড প্রতাপশালী ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটিকোট ফেলে চোরের মতো পালিয়ে যাওয়াও এক ধরনের কর্মফল!
৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭
মন থেকে বলি বলেছেন: ফাটাফাটি লিখেছেন। দারুণ! এর থেকে বেশি রিলেটেবল আর কিছু লেখা যেত না।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯
মেহবুবা বলেছেন: এপারে না হলেও ওপারে তো বটে!
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৭
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন এর বিধান।
৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩২
আজব লিংকন বলেছেন: অনেক গভীর এবং শিক্ষণীয়। সাহস এবং ভয়, যত ছাড় পায় ততই বৃদ্ধি পায়। সীমারেখা অতিক্রম করতে নেই।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৯
জুল ভার্ন বলেছেন: একমত। সীমা লংঘন করলে কি হয় তার উদাহরণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ।
৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৭
বিষাদ সময় বলেছেন: এক্ষেত্রে এ গল্প চলেনা। কারণ এ দেশে সিংহ একবার বানর হচ্ছে, তারপর বানর আবার সিংহ হচ্ছে। তাই কোনটা কর্ম আর কোনটা ফল তা নির্ণয় করা বেশ কঠিন।
২৭ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৪
জুল ভার্ন বলেছেন: বিষয়টা সময়ই নির্ধারণ করবে।
৮| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো গল্প, শিক্ষণীয়। আগে শুনেছি অবশ্য।
প্রায় কাছাকাছি কনসেপ্টের আরেকটা গল্প ছোটোবেলায় শুনতাম। মুরুব্বিরা বলতেন। হয়ত আপনিও এটা বহুবার শুনেছেন। এক দুষ্টু ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। রাস্তা দিয়ে যে যায়, তার দিকেই ঢিল ছোঁড়ে, কিন্তু কেউ কিছু বলে না। একবার রাস্তা দিয়া যাচ্ছিল কয়েকজন পুলিশ। ছেলেটা যথারীতি পুলিশের গায়ে ঢিল ছুঁড়লো। তো, পুলিশ কি ভয় পাইয়া দৌড় দিব? পুলিশ আইসা ওরে ধইরা নিয়া গেল
২৭ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৬
জুল ভার্ন বলেছেন: এমন কতো গল্পের মধ্যে কতো রকম কৌতুক শুনতাম
৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর গল্প
ধন্যবাদ
২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: প্রবীণদের কাছে অনেক গল্প স্টক আছে। আমরা নতুন জেনারেশন এসব গল্প তেমন শোনার সৌভাগ্য হয় না।