নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বকস্বাধীনতা মানেই- যা খুশী তাই বলা/ লেখা নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনসংহতি নষ্ট করা রাষ্ট্র দ্রোহিতার শামিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর সোশ্যাল মিডিয়ায় এবং ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণবিপ্লব পরবর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। ভারতীয় গণমাধ্যমে ছড়ানো অপতথ্য সেদেশের সরকারি নীতিরই অংশ। একইসাথে আওয়ামী উচ্ছিষ্ট ভোগী কতিপয় প্রবাসী বাংলাদেশী নামে-বেনামে ইসলাম বিদ্বেষী ব্লগার এবং ফেসবুকার ভারতীয় ন্যারেটিভ তথা অপতথ্য প্রচার করছে। ভারতীয় ক্রীড়নক আওয়ামী লীগের কূটকৌশল ছিলো বাংলাদেশকে ধর্মীয় জংগী উগ্রবাদী হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরে সহানুভূতি আদায় করে ক্ষমতায় টিকে থাকা, এখনো ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশের তাদের দোসররা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ন্যায়নিষ্ঠ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গঠনের জন্য হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে, রাষ্ট্র সংস্কার করতে অপতথ্য প্রচারকারীদের অপতৎপরতা রুখে দাঁড়ানো আপনার আমার এবং আমাদের সকলের নাগরিক দায়িত্ব। মনে রাখবেন- এটাই শেষ সুযোগ।
১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৩
ডার্ক ম্যান বলেছেন: মনে রাখবেন- এটাই শেষ সুযোগ।
আমারও মনে হচ্ছে এটাই আপনাদের শেষ সুযোগ ছিল। আপনারা ব্যর্থ হবার পথে।
যে বাকস্বাধীনতার জন্য এত কান্নাকাটি করলো সবাই । এখন দেখি কেউ কেউ সেটার সংজ্ঞাই পরিবর্তন করে ফেলতেছে।
১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: সময়ই বলে দেবে আমাদের না আপনাদের- হিসাব হবে, জাস্ট অপেক্ষা করতে হবে।
৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৮
ক্লোন রাফা বলেছেন: হুম..... পরাজিত অপশক্তির জন্য এটাই শেষ সুযোগ ২৪শের না ৭১-এর ‼️
১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: সময়ই বলে দেবে......
৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৫
কামাল১৮ বলেছেন: রাজাকারদের আর সুযোগ দেয়া যায় না এবার তাদের পাকড়াও করা শুরু।
১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৭
জুল ভার্ন বলেছেন: ভাইজান, সমস্যা সব সময়ই প্রথম এবং দ্বিতীয় পক্ষের। আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা আজীবন পরজীবি হয়েই কারোর সাথে ঝুলে থাকবেন
৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩০
নতুন বলেছেন: মিথ্যাচার আর বাকস্বাধিনতা এক জিনিস না এটা আফসোসলীগ বুঝতে চাইবেনা।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০০
জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্টদের সমস্যা একটাই- ওরা সত্য, ন্যায়নীতি বোঝে না।
৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: নতুন বলেছেন: মিথ্যাচার আর বাকস্বাধিনতা এক জিনিস না এটা আফসোসলীগ বুঝতে চাইবেনা। - কথা সত্য।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: এটা ওদের মনোবিকার।
৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৩
নতুন বলেছেন: মিথ্যাচার করে তারা মানুষের মনে আগেই ভালো ছিলাম প্রতিস্ঠিত করতে চাইছে।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৬
জুল ভার্ন বলেছেন: হ্যা ওরা আগের মতোই লুটপাট, গুম-খুন খারাবী, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকাটাকেই শ্রেয়তর মনে করছে!
৮| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: এটাই শেষ সুযোগ কে বললো? আপনার কাছে মনে হয় এসব রাজনীতি না জানা আমলা, এনজিওর লোক দেশে খুব সংস্কার আনবে? তারা অধিকাংশ লোক সুপার শপ থেকে বেশি দামে কিনে। সাধারণ মানুষের প্যারা তারা বুঝেব না । ভবিষ্যতে আপনাকে নিজের অধিকার আদায়ের জন্য আরো কয়েকবার দেশ স্বাধীন করতে হতে পারে।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৮
জুল ভার্ন বলেছেন: ঘুরে ফিরে আপনি তো আমার কথাই বললেন- এবার না পারলে আর কোনো দিনই পারবেন না। বারবার আন্দোলন সংগ্রাম করতেই জীবন শেষ হয়ে যাবে!
৯| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫৩
ডার্ক ম্যান বলেছেন: আমি যেহেতু কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত না। তাই আমার হিসেবে দেওয়ার প্রশ্ন আসে না।
আপনারা যেহেতু রাজনীতির মানুষ তাই আপনাদের হিসাব দিতে হতে পারে।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৫
জুল ভার্ন বলেছেন: ভাই সাহেব, মানুষের জন্যই রাজনীতি, তাই কোনো মানুষের কাছে রাজনীতিতে নিরপেক্ষ বলে কিছু নাই। ব্যাকরণ রীতিতে 'নিরপেক্ষ' শব্দের মধ্যেও পক্ষ আছে, পক্ষপাতিত্ব আছে! যেমন ডার্ক ম্যান এর সাথেও ম্যান আছে!!
১০| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০২
প্রামানিক বলেছেন: দেশের বারোটা বাজলেও কিছু লোক তাদের ভালোর জন্য যা খুশি তাই করে যানঃ। দেশপ্রেম না থাকলে যা হয়।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮
জুল ভার্ন বলেছেন: প্রামাণিক ভাই, ওদের দেশপ্রেম অবশ্যই আছে, তবে তা নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজ দেশের স্বার্থ বিকিয়ে অন্য দেশের জন্য প্রেম।
১১| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২২
বিষাদ সময় বলেছেন: বাক স্বাধীনতার সংজ্ঞা মনে হয় বেশ ফ্লেক্সিবল। এটাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। আগের সরকার বা এখনকার সরকারের আমলে বাক স্বাধীনতা প্রায় একই রকম থেকে গেছে। তখন যাদের বিরুদ্ধে বলা যেত এখন তাদের বিরুদ্ধে বলা যায় না, আর তখন যাদের বিরুদ্ধে বলা যেত না এখন তাদের বিরুদ্ধে বলা যায়, পার্থক্য এটুকুই।
ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত যিনি ৫ আগষ্ট ছাত্রদের পক্ষে মিছিলে নামলেন তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা হলেন কিন্তু তার একটি বাক্য উচ্চারেণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয় হারালেন। একেই মনে হয় বলে বাক স্বাধীনতা।
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫০
জুল ভার্ন বলেছেন: এটাকেই বলে যদ্যপি যদাচার! স্বার্থ আপনা আপনা হোক, তবে যেনো দেশের মানুষের স্বার্থ বিরোধী না হোক।
১২| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২
রানার ব্লগ বলেছেন: কেবলমাত্র প্রীয় ভাষা শুনবেন অপ্রীয় ভাষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। এটা কি করে বাক স্বাধীনতা হয়?
১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫১
জুল ভার্ন বলেছেন: এখানেই তো প্রিয় এবং অপ্রিয়র ব্যবধান!
১৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৩
ঢাবিয়ান বলেছেন: অনলাইনে একটা বাজে ব্যপার হচ্ছে একই মানুষ একশটা নাম দিয়ে ফেসবুক একাউন্ট খুলতে পারে ।তাই অপপ্রচারকারীদের সংখ্যা অনেক মনে হলেও বাস্তবে তা নয়। সোস্যালমিডিয়ায় বাক স্বাধীনতার এই অপসংস্কৃতি আসলে রুখে দেয়া সম্ভব নয়। তবে এইসব অপপ্রচারকে এত গুরুত্ব দেয়ারও কিছু নাই ।এদের একেবারেই পাত্তা দেয়ার দরকার নাই। বিচার প্রক্রিয়া শুরু হলেই দেখবেন এইসব ভুইফোর অদৃষ্য হয়ে গেছে।
view this link।
উপড়ের লেখাটা আজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। আমাদের জন্য অত্যন্ত খুশীর খবর হচ্ছে যে, গনমাধ্যম এতদিনে কাজ দেখানো শুরু করেছে। প্রিন্ট ও টেলি উভয় মিডিয়াতেই রেগুলার ফ্যসিস্ট সরকার ও তার দোসদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে ও প্রতিবেদন দেখানো হচ্ছে। সামগ্রিকভাবে গনমাধ্যমের সাংবাদিকদের কলম যখন অন্যায়ের বিরুদ্ধে খড়্গহস্ত হয় , তখন সেই রাস্ট্রের আর ভয় পাওয়ার কিছু নাই।
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪
জুল ভার্ন বলেছেন: প্রথম আলোর লেখাটা পড়েছি।
আমিও আশাবাদী, বিচার প্রক্রিয়া শুরু হলেই আপসোস লীগের হতাশা মিয়িয়ে যাবে.....তখন ফ্যাসিস্ট নেত্রীর মতো লেজ গুটিয়ে পালাবে এবং বেনামে উল্টাপাল্টা লিখতেই থাকবে।
১৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৫
রাজীব বলেছেন: আমি ফেসবুকে কিছু জ্ঞানী লোককে ফলো করতাম। তারা উচ্চ শিক্ষিত ও বিষয়ভিত্তিক অনেক জ্ঞানী জ্ঞানী পোষ্ট লিখতেন। পাশাপাশি রাজনীতি, আধুনিক সামাজিক পরিস্থিতি, আধুনিক ঘটনা নিয়েও লিখতেন। আমার একটা খারাপ অভ্যাস, সবসময় অপ্রিয় প্রশ্ন করি, লেখার বিরোধী মতের প্রশ্ন করি, খোঁচা মেরে প্রশ্ন করি। তবে কখনো খারাপ ভাষা ইউজ করি না, অযৌক্তিক কিছু লিখি না। অবাক হয়ে একদিন লক্ষ করলাম যে বেশিরভাগ লোকই আমাকে ব্যান করে রেখেছে। কমেন্ট করা তো দুর, আমি এখন সেসব পোস্ট দেখতেও পারি না। অনেক ভালো ভালো ও জ্ঞানগর্ভ লেখা মিস করি।
ফলাফল হলো এই যে এখন আমি শুধু পড়ি, লিখি না। কারন ব্যান হয়ে পড়ার সুযোগ হারাতে চাই না।
আসলে আমাদের সমাজের উচ্চশিক্ষিত লোকগুলো, তথাকথিত সুশীল সমাজ, সমাজের বিবেক এরাও ভিন্নমত সহ্য করতে পারে না। গঠনমূলক আলোচনা, সমালোচনা নিতে পারে না। এই দিকটি আমাকে অনেক ভাবায়। আমরা দিন দিন উগ্র হয়ে যাচ্ছি।
আমি সবসময় সমালোচনা পছন্দ করি। গণতন্ত্রের সৌন্দর্য্যই হচ্ছে এটা যে " আপনার মতামত আমার পছন্দ না হতে পারে, তবে আপনি যাতে স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন সেজন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো"।
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৩
জুল ভার্ন বলেছেন: রাজীব, তুমি অত্যন্ত পুরনো ব্লগারদের অন্যতম। আমার ব্লগে আসা এবং টিকে থাকার পেছনে যাদের উৎসাহ এবং প্রেরণা ছিলো তাদের মধ্যে তুমি অন্যতম। তোমার মতো শান্তিপ্রিয় ব্লগার খুব কম দেখেছি। তোমার সাথে কারোর কোনো সমস্যা হতে পারে, তা আমার ভাবনারও বাইরে! যাইহোক, সমালোচনা আমিও পছন্দ করি, ব্যাক্তি স্বাধীনতা, বাক-স্বাধীনতার পক্ষে। কিন্তু সমালোচনার নামে কাউকে অপমান, অসম্মান করাকে ঘৃণা করি। আমি অনেকেই ব্লক করেছি, শুধুমাত্র অসভ্যতা এবং বেয়াদবির জন্য।
১৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০০
অপু তানভীর বলেছেন: সকল আওয়ামীলীগ সুশীল এবং আফসোসলীগ এখন নিরপেক্ষ হয়ে গেছে !
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫
জুল ভার্ন বলেছেন: কাক ময়ুর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায়না
১৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩
ডার্ক ম্যান বলেছেন: মানুষের জন্যই রাজনীতি, তাই কোনো মানুষের কাছে রাজনীতিতে নিরপেক্ষ বলে কিছু নাই ।
আমি কি বলেছি আমি নিরপেক্ষ ।
আপানরা যেহেতু দলীয় রাজনীতির সাথে যুক্ত তাই আপনাদের হিসেব দিতে হবে, হয়।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৯
জুল ভার্ন বলেছেন: স্যরি ভাইয়া, আমি বুঝতে ভুল করেছি।
১৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১
শায়মা বলেছেন: ঠিক তাই বাক স্বাধীনতা বলে কাউকে হেয় করা ছোট করা কোনো দেশ ও দশের বিরুদ্ধে যাচ্ছেতাই বলা সেসব বাক স্বাধীনতা নহে।
১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০০
জুল ভার্ন বলেছেন: বাক-স্বাধীনতার অপব্যবহার করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো কিছু বেকুব সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।
১৮| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৯
রানার ব্লগ বলেছেন: বাক স্বাধীনতার আসল ডেফিনেশান আমরা জানি না। যে যার ক্ষেত্র থেকে নিজের মতো বলে যাচ্ছি। আমার মন মত না হলেই বাক স্বাধীনতার হস্তক্ষেপ বলে চ্যাচাচ্ছি।
১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: আসলে বাক-স্বাধীনতার ডেফিনেশন আমরা সবাই কমবেশি জানি, কিন্তু তার প্রয়োগ করতে জানিনা।
১৯| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১০
ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগের জন্য একটা শেষ সুযোগ ছিল এ বছরের দূর্গাপূজা। এখানে একটা লঙ্কাকান্ড ঘটানো গেলে মোদী প্রশাসনের হস্তক্ষেপের একটা সুযোগ আসতো। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছে। আবার এক বছরের অপেক্ষা।
১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। খেয়াল করে দেখুন- পুলিশের তথ্য মতে- দেশজুড়ে ৬৮ হাজার পুজো মণ্ডপের মধ্যে ৪৫ টা মন্দিরে টুকটাক ঝামেলা হয়েছে, তার মধ্যে ৩৪ টাই হয়েছে পুজো কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে এবং তারা সবাই সনাতন ধর্মাবলম্বী।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: যারা ভুয়া সংবাদ ছড়ায় এদের কঠোর শাস্তির প্রয়োজন।
আর বাক স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই বলা না এটা মনে হয় বেকুব গুজবলীগের লোকজন বোঝেনা।